NSI ওয়াচার কনস্টেবল MCQ প্রশ্ন CNP Watcher Constable Question Solution 2021

NSI Watcher Constable Question Solution 2021: NSI এর ওয়াচার কনস্টেবল পদের MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ । ওয়াচার কনস্টেবল পদের পরীক্ষা 17 সেপ্টেম্বর, 2021 শুক্রবার অনুষ্ঠিত হয়।  689 টি পদের জন্য প্রাথমিক বাচাই MCQ পরীক্ষা হয়েছে।

NSI ওয়াচার কনস্টেবল পরীক্ষার প্রশ্ন সমাধান

কর্তৃপক্ষের নাম: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)
পদের নাম: প্রহরী কনস্টেবল
মোট পোস্ট: ৫৭০
তারিখ: ১৭ সেপ্টেম্বর, ২০২১
সময়: ১০ঃ৩০ থেকে ১১ঃ৩০
পরীক্ষা নিবেন : IBA ( Dhaka University)

ওয়াচার কনস্টেবল প্রশ্ন প্যাটার্ন

বিগত নিয়োহ পরীক্ষার তথ্য মতে প্রথমে ৮০ মার্কের MCQ, দ্বিতীয় লিখিত এবং সর্বশেষ ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

কর্তৃপক্ষের নাম: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)
পরীক্ষার ধরন: একাধিক পছন্দ প্রশ্ন
মোট প্রশ্ন: 80
নেতিবাচক চিহ্ন: হ্যাঁ (ভুল উত্তর প্রতি 0.25)
প্রশ্ন থেকে নেওয়া: বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান।

NSI ওয়াচার কনস্টেবল প্রশ্ন ব্যাংক PDF ডাউনলোড

বাংলা অংশ সমাধানঃ

১। ঢাকেশ্বরী শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো-? উত্তরঃ ঢাকা + ঈশ্বরী

২। নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? উত্তরঃ বাংলা শব্দের সাথে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত। {কারণ সন্ধি মূলত ২ প্রকার বাংলাসন্ধি এবং তৎসমসন্ধি। তাই এ দুটো আলাদা, একটার সাথে অন্যটার সন্ধি হয়না}

[সমাসবদ্ধ পদে সন্ধি করা যায়, যেমন: সংখ্যা+অতীত= সংখ্যাতীত (সন্ধি সাধিত); সংখ্যাকে অতীত= সংখ্যাতীত (সমাস সাধিত), ধাতুর সাথে প্রযুক্ত উপসর্গের সন্ধি হয়]

৩। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? উত্তরঃ পূর্বপদ

৪। নিচের কোন বাগধারা দিয়ে ‘ভূমিকা’ বোঝায়? উত্তরঃ গৌরচন্দ্রিকা

৫। কারক ও বিভক্তি নির্ণয় কর: পাপে বিরত হয়। উত্তরঃ অপাদানে ৭মী

৬। ‘আকাশে চাঁদ উঠেছে’- কোন কারক? উত্তরঃ অধিকরণ কারক

৭। ‘Editor’ শব্দটির সঠিক পরিভাষা কোনটি? উত্তরঃ সম্পাদক

৮। ‘Misfortune never comes alone’ এর বঙ্গানুবাদ কী? উত্তরঃ বিপদ কখনও একা আসে না

৯। কোনটি শুদ্ধ বানান? উত্তরঃ দ্বন্দ্ব

১০। নিচের কোনটি অশুদ্ধ শব্দ? উত্তরঃ দারিদ্র [সঠিক দারিদ্র্য]

১১। ‘অলংকারের ঝংকার’ বাক্য সংকোচন কি? উত্তরঃ শিঞ্জন

১২। চক্ষুর সম্মুখে সংঘটিত- এর বাক্য সংকোচন কি? উত্তরঃ চাক্ষুষ

১৩। ঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি? উত্তরঃ অনুরাগ – বিরাগ

১৪। আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? উত্তরঃ কলম, হাকিম, দখল

১৫। স্বরধ্বনি নয় কোনটি? উত্তরঃ ঋ [যদি প্রশ্নে কোনটি মূল স্বরধ্বনি নয়? তাহলে উত্তর ঔ কারণ ঔ যৌগিক স্বরধ্বনি]

১৬। “তাকে আসতে বললাম, তবু এলোনা”- কীসের উদাহরণ? উত্তরঃ যোজক [সংকোচক অর্থে]

১৭। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত? উত্তরঃ ৩৭ টি [বাংলা ভাষায় মৌলিক স্বর ধ্বনির সংখ্যা ৭ টি]

১৮। অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি? উত্তরঃ ঝমঝম [এরকম শনশন, বনবন, টনটন]

১৯। ‘অটবী’ এর সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ কুঞ্জ [তরু অর্থ বৃক্ষ আর অটবী অর্থ বন]

২০। ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ জীবনানন্দ দাশ [কবি জীবনানন্দ দাশের লেখা প্রথম এই কাব্যগ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশ পায়]

২১। Abdullah has no appetite _________ food. উত্তরঃ for

২২। I condole _____ my friend ____ his sister’s death. উত্তরঃ with, on

২৩। He hinted me ____ the matter. উত্তরঃ at

২৪। Choose the correct passive form of? My son bought a new Motor Bike. উত্তরঃ A new Motor Bike was bought by my son.

২৫। Fill in the gap: How long is it since you ____ him last? উত্তরঃ saw

২৬। Fill in the gap: We are friends. We ___ each other for years. উত্তরঃ have known

২৭। Fill in the gap: At 11 am tomorrow, they ____ in the factory. উত্তরঃ will be working

২৮।Fill in the gap: We _____ dinner when the phone rang. উত্তরঃ were having

২৯। Choose the correct sentence: উত্তরঃ Who is that man waiting outside.

৩০। Choose the correct sentence. উত্তরঃ The news has made us very happy.

৩১। Fill in the gaps; I have to go to—-bank now. উত্তরঃ the

৩২। Fill in the gaps; He had three eggs for — breakfast. উত্তরঃ no article

৩৩। Which of the following is a noun? উত্তরঃ mention

৩৪। Which of the following is a verb? উত্তরঃ man [provide people needed to operate something, Past participle: manned]

৩৫। Which of the following is an antonym for the word `COURAGEOUS’? উত্তরঃ Cowardly]

৩৬। Which of the following is a synonym for the word `IRRITATE’? উত্তরঃ vex [বিরক্ত করা]

৩৭। Find out the correct translation: চিন্তাশিল ও সৎ মানুষ তৈরি করা যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিৎ।

উত্তরঃ The goal of any educational institution should produce thinking and honest human beings.

৩৮। Choose the correct spelling. উত্তরঃ Accommodation

৩৯। Choose the correct spelling. উত্তরঃ Acquiescence [মৌন সম্মতি]

৪০। He is the black sheep in the family. Here `black sheep’ means—-. উত্তরঃ an unworthy person [অপদার্থ]

NSI প্রশ্নব্যাংক প্রশ্নগুলি খুঁজছে যা তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে সাহায্য করবে। বিগত বছরের প্রশ্ন ব্যাংক পিডিএফ ফাইল : এনএসআই প্রহরী কনস্টেবল প্রশ্ন ব্যাংক

NSI Watcher Constable Question Solution 2021

 

Nsi ওয়াচার কনস্টেবল পরীক্ষার প্রশ্ন ২০২১ । CNP Exam Question Solution 2021, NSI এর ওয়াচার কনস্টেবল পদের MCQ পরীক্ষার প্রশ্ন 2021 । প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২১ ডাউনলোড ।