অর্থহীন অথচ অর্থ-দ্যোতক যে সকল অব্যয়সূচক শব্দাংশ কৃদন্ত বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, প্রসারণ কিংবা অন্য কোন পরিবর্তন সাধন করে নতুন শব্দ গঠন করে, তাকে উপসর্গ বলে।যেমন: দেশ একটি শব্দ। এর পূর্বে উপসর্গ যোগ করলে হয় আদেশ,বিদেশ,প্রদেশ,উপদেশ,নির্দেশ ইত্যাদি।
উপসর্গ মনে রাখার সহজ কিছু উপায়:
উপসর্গ তিন প্রকার। যথা: ১. সংস্কৃত উপসর্গ।এর সংখ্যা ২০টি। ২. বাংলা উপসর্গ।এর সংখ্যা ২১ টি। সংস্কৃত ও বাংলা উপসর্গের মিল আছে ৪ টি।তা হলো বি,নি,সু,আ। ৩. বিদেশি উপসর্গ
খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার সহজ উপায়:
২১ টি খাটি বাংলা উপসর্গ: (পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি)
মনে রাখার কৌশল:
প্রিয় সুহাস, {সু} {হা} {স} আদর {আ} নিবি {নি} {বি}। তুই আমাদের অজপাড়া {অজ} গাঁয়ের আশা ভরসা {ভর} {সা} । রাম ছাগলদের অনাচার {অনা}, কুকথা {কু}, আড়চোখে {আড়} তাকানোকে পাত্তা দিবিনা। তোর জন্য আবডালের {আব} ঊনপঞ্চশটি {ঊন} পাতিলেবু {পাতি} ও কদবেল {কদ্} পাঠালাম । অচেনা {অ} জায়গায় মন আনচান {আন} করলে খাবি ।
ইতি {ইতি}
অঘারাম {অঘা} {রাম}।
খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার অন্য কৌশলঃ খাঁটি বাংলা উপসর্গ(২১টি) >>মনে রেখো, বাঙালিরা বেশি খায় তাই ২১ টি। কেননা তত্সম উপসর্গ ২০টি। বাংলা উপসর্গ সবসময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়।
“আড়”চোখে “রাম”,
“অজ”মূর্খ “অঘা”রাম|
“হা”ভাতে “পাতি”হাঁস,
“নি”খুত “ইতি”হাস|
“কদা”কারে “ঊ”নিশ,
“স”ঠিকে “বি”শ|
“অনা”চারে “কু”নজর,
“অ”পয়াকে “সু”নজর|
“আব”ছায়ায় “আন”চান,
“ভর”পেটে “সা”বধান|
“আ”গাছাকে “বি”নাশ,
“কু”শাসনে “স”র্বনাশ|.
বাংলা উপসর্গঃ
পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ,সু,নি,বি =২১ টি । “আ,সু,নি,বি” খাটি বাংলা এবং তৎসম দুই ধরণের উপসর্গেই আছে। তাই এরা কমন। বাকী যা থাকে সেগুলো সবই (বিদেশী ছাড়া) তৎসম উপসর্গ (২০টি)। কাজেই এই সংক্ষিপ্ত গল্পটা মনে রাখতে পারলেই উপসর্গের খেল খতম ইনশাল্লাহ।
তৎসম বা সংস্কৃত উপসর্গ মনে রাখার সহজ সূত্রঃ
(অপি, অপ, প্রতি, অভি, বি, প্র, অতি, উৎ, সু, আ, নি, নির, অব, অধি, সম, দূর, পরা, উপ, অনু, পরি) = ২০ টি।
মনে রাখার কৌশল: অপি {অপি} আপুর {অপ} প্রতি {প্রতি} অভি {অভি} ও বিপ্রদাস {বি} {প্র} অতি {অতি} উৎসুক {উৎ}{সু}। তাই আমি {আ} নিরঅবধি {নি}{নির}{অব}{অধি} সমদুরত্ব{সম}{দু} রেখে তার দেয় পড়া {পরা}, উপ {উপ} অনুচ্ছেদ {অনু} পড়িনি {পরি}।
আরবি উপসর্গ মনে রাখার সহজ উপায়: গর লা বাজে আম খাস ?
ইংরেজি উপসর্গ মনে রাখার সহজ উপায়:
”হেড” সাহেব ”সাব” ”হাফ” ও ”ফুল” হাতা শার্ট পরেন।
হিন্দি উপসর্গ মনে রাখার সহজ উপায়: “হর” “হরেক”
ফারসি উপসর্গ মনে রাখার সহজ উপায়:
“না” “ফি” ‘র “বর” “বদ” মায়েশ। “বে” আদব, “কম” ‘জোর, ও “ব” কলম। কিন্তু “কার” ‘বার ও “দর” স দালানে তিনি “নিম”রাজি।
দ্রষ্টব্য শুধুমাত্র “..” এর মধ্যে যা দেওয়া আছে, ওটাই উপসর্গ।
খারাপ না তবে আরেকটু সহজ ভাবে উপস্থাপন করলে ভালো হতো