ছাত্রছাত্রীদের জন্য টেলিটকের স্পেশাল প্যাকজে হল আগামী। যে সকল ছাত্রছাত্রী এস.এস.সি বা সম্মান পরীক্ষায় জিপিএ ৫:০০ প্রাপ্ত তারা সিমের জন্য আবেদন করতে পারবেন। আগামী সিম রেজিস্ট্রেশন এর মাধ্যমে বিনা মূল্য টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারে পাওয়া যাবে।
টেলিটক আগামী সিম গ্রাহক বিশেষ কলরেট ও ইন্টারনেট প্যাকেজ উপভোগ করতে পারবেন। টেলিটক টু টেলিটক ভয়েস কল রেট 25 পয়সা/মিনিট এবং টেলিটক টু অন্যান্য নম্বরে 60 পয়সা/মিনিট । ১ জিবি ইন্টারনেট মাত্র ১০০ টাকা, মেয়াদ ৩০ দিন ।
টেলিটক আগামী (Agami) সিম রেজিস্ট্রেশন :
অাপনি নিচের শর্ত পূরণ করলেই আগামী সিমের জন্য আবেদন করা যাবে। সিম রেজিস্ট্রেশনরে শর্তাবলী সমুহ:
- ২০১৮ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সকল ছাত্রছাত্রী আবেদন করতে পারবে ।
- ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যে সকল ছাত্র-ছাত্রী পূর্বে আগামী সিমের জন্য আবেদন করেননি তারাও আবেদন করতে পারবেন।
- ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে A প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম:
যে কোন টেলিটক সিম হতে নিয়মানুযায়ী SMS করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। আবেদন সফল হলে সিম তোলার SMS পেয়ে আপনার সিমটি নির্ধারিত টেলিটক কাষ্টমার কেয়ার থেকে সংগ্রহ করবেন।
মেসেজ ফরমেট:
Type : AGAMI<>Board( 1st 3 Letter)<>Roll<>Year<>Contact No.<>CC Code & send to 16222
উদাহরণঃ AGAMI DHA 122334 2018 01xxxxxxxxx
বোর্ড Short Code: Dhaka – DHA, Chittagong – CHI, Rajshahi- RAJ, Barishal – BAR, Sylhet – SYL,Jessore -JES, Comilla – COM, Dinajpur -DIN, Technical Education Board – TEC, Madrasah Board – MAD, Bangladesh Open University – BOU
কাষ্টমার কেয়ার কোড (CC Code) সমূহ:- ফার্মগেট -১০৭, আজিমপুর ১১৪, বসুন্ধরা সিটি ১১৬, মিরপুর -১০৬, বনানী ১০০,যাত্রাবাড়ী ১১০, রমনা ১০৯, উত্তরা -১০১, ধানমন্ডি-১০৪, পল্টন-১০৫, টঙগী-১০৮, শ্যামলী -১১১, সদরঘাট -১১২,সাভার-১১৩, বাড্ডা-১১৫, কেরানীগঞ্জ -১১৭, যমুনা ফিউচার পার্ক- ১১৮, গুলশান -১১৯, বেগম রোকেয়া সরণী-১২০, মালিবাগ -১২২, শেরে বাংলা নগর-১২৩, বনশ্রী -১২৪, নারায়ণগঞ্জ -১২৮, বরিশাল -১২৯, খুলনা দৌলত পুর- ১৫৩ খুলনা শহর -১৫২, রাজশাহী -১৬২, চট্রগ্রাম আগ্রাবাদ -১৩৪, দামপাড়া-১৩৫, মুরাদপুর-১৩৬, অন্দরকিল্লা-১৩৭, বন্দরটিলা চট্রগ্রাম -১৩৮, রংপুর-১৬৯, সিলেট-১৭২, পটুয়াখালী -১৩২, ঝালকাঠি -১৩১, ভোলা-১৩০, বরগুনা -৫১২, পিরোজপুর- ৫১৩, ফরিদপুর -১৭৩,মাদারীপুর -৫০৩, রাজবাড়ী -৫০৫,মানিকগঞ্জ -১২৬, কুমিল্লা-১৪৪, ফেনী – ১৪৭, চাঁদপুর -১৪৩, নোয়াখালী -১৪৬, লক্ষীপুর-১৪৫, গোপালগঞ্জ ৫০০, বগুড়া -১৬০, ময়মনসিংহ -১৫৭, জামালপুর -৫০১, কিশোরগঞ্জ-৫০২, শেরপুর -৫০৬, টাঙগাইল-১৫৮, গাজিপুর-১২৫, নীলফামারী -৫১০, লালমনিরহাট -৫০৯, পঞ্চগড় -৫১১, ঠাকুরগাঁও -১৭০, দিনাজপুর -১৬৭,কুড়িগ্রাম -১৬৮, পাবনা – ১৬১, গাইবান্ধা -৫০৮, চাপাই নবাবগঞ্জ -১৬৫, শাতক্ষীরা-৫১৮, নড়াইল-৫১৭, বাগেরহাট -১৫৯, যশোর -১৫০, ঝিনাইদহ -১৫১, কুষ্টিয়া -১৫৪, মাগুরা-১৫৫, চুয়াডাঙ্গা -১৫৬, নওগাঁ -১৬৬, নাটোর-৫০৭, হবিগঞ্জ-১৭১, মৌলভী বাজার -৫১৫, সুনামগঞ্জ -৫১৬, নরসিংদী -৫০৪, ব্রাক্ষণবাড়ীয়া-৫১৪, কক্সবাজার-১৩৯, খাগড়াছড়ি -১৪০, রাঙগামাটি-১৪১, বান্দরবন -১৩৩।
আবেদন সফল হলে এই SMS পাবেন:
Congradulation ! Ovi Ahamed, SSC Board: DHAKA Roll: 129655 Year: 2016, CC Name: Azimpur Customer Care Center. Your Registration is completed. completed Your AGAMI Regi is 8864771. We will notify you the schedule of Agami SIM collection via SMS.
বি.দ্র: সিম তোলার জন্য এভাবে SMS পেলে সিম তুলে নিবেন।
আপনার রেজিস্ট্রেশন করা সিমটি কাস্টমার কেয়ার সেন্টারে পোছালে নিচের অনুরুপ মেসেজ পাবেন।
Please collect “Agami” SIM on 10 – September -2018 between 2pm to 5pm from Azimpur CC. Your serial no. is EE6647.
সিম প্রাপ্তির নিয়মাবলীঃ
- নিজের #ভোটার #আইডি কার্ড না থাকলে যার ভোটার আইডির ফটোকপি দিবেন তার ২ কপি ছবি সহ তাকে নিয়ে কাষ্টমার কেয়ারে যাবেন।
- সিম তোলার SMS মাত্র একবার ই দেওয়া হবে SMS হাড়িয়ে গেলে সিম তুলতে পারবেন না।
- স্টুডেন্টদের শুধু সার্টিফিকেট বা মার্কসিটের ফটোকপি দরকার হবে।
- এ বছর পাওয়া SMS দিয়ে পরবর্তী বছর সিম তোলা যাবে না।
- নির্ধারিত তারিখের #আগে বা পরে সিমটি নিতে কাষ্টমার কেয়ার প্রতিনিধিদের অনুরোধ করুন।
যারা নতুন ভোটার হয়েছেন তারা নির্বাচন কমিশনের ওয়েব সাইডে গিয়ে নিজের আইডি প্রিন্ট করে নিজের নামে সিম নিবন্ধন করতে পারবেন।
আবেদন করেছেন কিন্তু সিম পান নি যোগাযোগ করুন। বিস্তারিত জানতে ১২১ এ ফোন করুন।