সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির বর্ণনাঃ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য নিন্মলিখিত পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে শূন্য পদ পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

পদের নাম এবং সংখ্যাঃ

অধ্যাপক (কীটতত্ত্ব বিভাগ – ০১, উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান – ০১, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ – ০১, এগ্রিকালচার কনস্ট্রাকশন অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ – ০১) – ০৪ জন ।

সহযোগী অধ্যাপক (ডেইরী বিজ্ঞান বিভাগ) – ০১ জন ।

প্রভাষক (ফিজিওলজি বিভাগ – ০১, ফার্মাকোলজি ও টেক্সিকোলজি বিভাগ – ০১, প্রাণী পুষ্টি বিভাগ – ০১, এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ – ০১, মেডিসিন বিভাগ – ০১, সার্জারী বিভাগ – ০১, থেরেওজেনেলজি বিভাগ – ০১, কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগ – ০১, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ – ০১, কীটতত্ত্ব বিভাগ- ০১, উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান – ০১, কৃষি রসায়ন বিভাগ – ০১, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ – ০১, মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ – ০১, মৎস্য জীববিদ্যা ও কৈলিতত্ত্ব বিভাগ – ০১, কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগ – ০১, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ – ০১, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ – ০১, বায়োকেমেস্ট্রি অ্যান্ড কেমেস্ট্রি বিভাগ – ০১) – ১৯ জন ।

সেকশান অফিসার (রেজিস্ট্রার কার্যালয় – ০১, অর্থ ও হিসাব – ০১, হযরত শাহ পরাণ রাঃ হল – ০১, মৎস্য বিজ্ঞান অনুষদ – ০১) – ০৪ জন ।

অডিট অফিসার (অর্থ ও হিসাব) – ০১ জন ।

সহকারী প্রকৌশলী (সিভিল) – ০১ জন ।
কাজের ধরনঃ ফুল টাইম ।

বেতনঃ

অধ্যাপক – ৫৬,৫০০ – ৭৪,৪০০ টাকা ।
সহযোগী অধ্যাপক – ৫০,০০০ – ৭১,২০০ টাকা ।
প্রভাষক – ২২,০০০ – ৫৩,০৬০ টাকা ।
অডিট অফিসার – ২২,০০০ – ৫৩,০৬০ টাকা ।
সহকারী প্রকৌশলী (সিভিল) – ২২,০০০ – ৫৩,০৬০ টাকা ।

শিক্ষাগত যোগ্যতাঃ নিচের বিজ্ঞপ্তিতে দেখুন ।

আবেদন করার প্রক্রিয়াঃ নিচের বিজ্ঞপ্তিতে দেখুন ।

আবেদন করার শেষ তারিখঃ ১৫/০৫/২০১৮

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.