অতি সহজে মনে রাখুন আর যন্ত্র কে কোন সেক্টরে যুদ্ধ করেছে। শর্টকাট পদ্ধতিতে মুখস্ত করুন আটজন বিরুদ্ধে কোন ক্ষেত্রে যুদ্ধ করেছিলেন। সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও পদবী মুখস্ত করার সহজ কৌশল। Shortcut Technique ৭ জন বীরশ্রেষ্ঠ সেক্টর গুলোর নাম এবং কে কোথায় যুদ্ধ করেন তালিকা।
৭ জন বীরশ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন কৌশল
৭ জন বীরশ্রেষ্ঠ মনে রাখার কৌশল । ৭(সাত) জন বীরশ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন, তার Shortcut Technique মনে রাখুন। বাংলাদেশের গৌরব ৭ বীরশ্রেষ্ঠ- যেভাবে শহীদ হয়েছিলেন তাঁরা জেনে নিন।

৭ জন বীরশ্রেষ্ঠ এর নাম ও তাদের পদবী
1.মোস্তফা কামাল(সিপাহী).
2.মুন্সি আব্দুর রউফ(ন্যান্স নায়েক).
3.মতিউর রহমান(ফ্লাইট ল্যাফটেন্যান্ট).
4.নুর মুহাম্মদ শেখ(সিপাহী).
5.হামিদুর রহমান(সিপাহী).
6.রুহুল আমিন(স্কোয়াডন ইঞ্জিনিয়ার).
7.মহিউদ্দিন জাহাঙ্গির(ক্যাপ্টেন).
৭ জন বীরশ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন
সাত জন বীরশ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন মনে রাখার ছন্দ ।
ছন্দ: আজ হাজারো মোম এর নূর জ্বলে । সেক্টর ১,৪,৭,১০,২,০,৮ (বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭ হাজার………… এর সাথে মিল রেখে উপরের সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)
এবার পড়ুন: আজ=আব্দুর রউফ (১) ; হা=হামিদুর রহমান(৪), জা=জাহাঙ্গীর(৭), রো=রুহুল আমিন(১০), মো=মোস্তফা কামাল(২), ম=মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি), নূ=নূর মোহাম্মদ(৮)
আশা করি আজ চন্ডিপুর থেকে কোন পদ্ধতিতে করেছেন এ বিষয়ে জানতে পেরেছেন। পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন।