সাপ্তাহিক চাকরির খবর – লক্ষ বেকারের প্রিয় পত্রিকা

বেকার মানুষদের জন্য জনপ্রিয় চাকরির সংবাদপত্র হল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা । চাকরির খবর পেপার প্রতি শুক্রবার এবং প্রতি মাসে চার বার প্রকাশ করা হয়। সাপ্তাহিক চাকরিরর পত্রিকার স্লগান হল “লক্ষ বেকারের প্রিয় প্রতিকা”। বিভিন্ন চাকরি নিউজ পেপার, চাকরির ওয়েবসাইট সমুহ (বিডি জবস, চাকরি ডট কম) সহ সকল তথ্য একত্রে প্রকাশ করে।

শুক্রবারের চাকরির পত্রিকায় প্রকাশিত সকল চাকরি। বাংলাদেশের সকল বেকার লোকেরা এই সংবাদপত্রে সমগ্র সপ্তাহে অপেক্ষা করে। এই চাকরির প্রত্রিকাটি পড়লে সপ্তাহের সকল চলমান চাকরির সার্কুলার জানা যায়।এই চাকরির খবরে সরকারি ও বেসরকারী সহ সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিগুলি পাওয়া যায়।

বাছাইকৃত সাপ্তাহিক চাকরির খবরঃ

লক্ষ বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় 2021 ইং তারিখের পত্রিকায় যে নিউজুগলো থাকছে তার মধ্যে থেকে বাছাই করা কিছু খবর এক নজরে দেখে নিন:

  • ১। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ৫৮৩ জন লোক নিয়োগ
  • ২। পানি উন্নয়ন বোর্ডে ২৪৭জন কম্পিউটারে ও সহকারী প্রকৌশলী ৩১জন
  • ৩। বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে ৮৭ জন, পশ্চিমাঞ্চলে ৩৭৯
  • ৪।চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ১৩৪ জন
  • ৫।বাংলাদেশ ডাক বিভাগে ৫৩ জন
  • ৬। স্বাস্থ্য অধিদপ্তরে ৪৩ জন
  • ৭।ওয়ালটন গ্রুপে ৩৭০ জন লোক নিয়োগ
  • ৮।ওয়ান ব্যাংকে ৪৫৪ জন লোক নিয়োগ
  • ৯। নিরাপদ খাদ্য অধিদপ্তরে ১০২ জন
  • ১০।রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এ চাকরি
  • ১১।ঢাকা কমিউনিটি নার্সিং কলেজে চাকরি

এছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির খবরগুলো ‍Weekly Chakrir Khobor job Newspaper 05 February 2021 ইং তারিখের লক্ষ বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায়।

সাপ্তাহিক চাকরির পত্রিকা 2021

সাপ্তাহিক চাকরির পত্রিকার HD ছবি নিচে দেওয়া হল। আপনারা সাপ্তাহিক চাকরির পত্রিকা পড়তে পেজের উপর ক্লিক করুন । নিচে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার পেজের ক্রমিক দেওয়া হল-

আপনি চাকরির খবর পত্রিকার যে পেজের খবর পড়তে চান, ঐ পেজের লিংকের উপর ক্লিক করুন (ছবি গুলো HD ফর্মেটের লোড নিতে সময় লাগতে পারে)।

ছবি ডাউনলোড করতে ছবির উপর long press করুন ( এই সুবিধা শুধু অ্যাপ এর Latest ভার্সন এ পাবেন)
weekly chakrir khobor newspaper
weekly job circular 2019
weekly job newspaper pdf
weekly chakrir khobor potrika today

চাকরির খবর পত্রিকা/পেপার PDF Download

সাপ্তাহিক জব নিউজপেপার ডাইনলোড করতে নিচের লিংকগুলো অনুসরণ করুন। জবস নিউজপেপার ডাইনলোড: সপ্তাহিক চাকরির সংবাদপত্রের সম্পূর্ণ অংশ পিডিএফ আকারে প্রকাশ করেছি। আপনি অতি সহজে Saptahik Chakrir Khobor Download  করতে পারবেন।

ফাইলটির সাইজ: ৯ মেগাবাইট

সাপ্তাহিক চাকরির পেপার পত্রিকাটি জনসার্থে প্রকাশিত করা হয়েছে। আমরা কোন প্রকার ক্ষতির জন্য পত্রিকার ছবি অনলাইনে প্রকাশ করি নাই ।এটি আমাদের এবং সমস্ত বেকার মানুষ সপ্তাহের সর্বশেষ চাকরী বিজ্ঞপ্তি খুঁজে পেতে সাহায্য করে। সাপ্তাহিক চাকরি সংবাদপত্র আমাদেরকে ভাল কাজের সন্ধানে ভাল কর্মজীবন গড়ে তুলতে সহায়তা করে।
বি.দ্র: বেকার মানুষের জন্য সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার স্ক্যান কপি প্রকাশ করা হয়। আপনারা মরহুম জাকির হোসেন ট্রেড মার্ক দেখে চাকরির পেপার ক্রয় করবেন। কর্তৃপক্ষ হস্তোক্ষেপ করলে আমরা ছবি আকারে দেওয়া বন্ধ করে দিব । ব্যবহারকারী যে কথাগুরো দ্বারা চাকরি খোজ করে ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.