রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক বাংলাদেশের একটি সরকারি সংস্থা । বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক পরিচালিত হয়। রাজউক এদেশের রাজধানী উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে।রাজউকের পূর্বনাম ছিলো ডিআইটি যার পরিবর্ধন হলো ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট।১৯৭১ সালের পরে ঢাকা বাংলাদেশের রাজধানী হয়। সারা বিশ্বের মধ্যে ঢাকা দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে একটি ।দিন দিন এখানে জনসংখ্যা বেড়েঈ চলেছে। সামাজিক এবং বাহ্যিক অবকাঠামো উন্নয়নের প্রয়োজন পড়ে । শহর উন্নয়নে শৃংখলা বজায় রাখতে তাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক কাজ করে চলেছে এবং প্রায়ই এখানে জনবল নিয়োগ করা হয়ে থাকে।