টিসি এর পূর্ণরূপ হচ্ছে টিকিট কালেক্টর (Ticket Collector)। ভ্রমণ শেষে স্টেশনের মেইন গেটে দেখবেন সাদা কাপড় পরিহিত টিসি দাঁড়িয়ে থাকেন। যাত্রা শেষে আপনার টিকিট কালেক্ট করার জন্য।

স্টেশনের মেইন গেটে দাঁড়িয়ে আউটগোয়িং যাত্রীদের টিকিট হয়েছে কি-না নিশ্চিত করা।ইনকামিং যাত্রীদের টিকিট চেক করা,টিকিট না থাকলে জরিমানা সহ টিকিট করিয়ে দেওয়া। পদন্নোতি – টিসি থেকে টিটিই হতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর পদের কাজঃ
টিসি এর পূর্ণরূপ হচ্ছে টিকিট কালেক্টর। বাংলাদেশ রেলওয়ের টিকেট কালেক্টর রেলের টিকেট চেক করে থাকে। সাদা কাপড় পরিহিত টিকেট কালেক্টর ট্রেনের ভিতরেও টিকেট চেক করে আবার স্টেশনের গেইটেও টিকেট চেক করার দায়িত্বে নিয়োজিত থাকে। তারা শুধু যাত্রীদের টিকেট চেক করে। অনেক সময় দেখা যায় টিকেট কালেক্টর গেইটে টিকেট সংগ্রহ করেন আবার অনেক সময় করেন না। যাত্রীরা চাইলে টিকেট চেক করিয়ে আবার সাথে করে নিয়ে যেতে পারে। পদন্নোতি হিসেবে টিসি থেকে টিটিই হতে পারবেন।
নিন্মে আরো কিছু দায়িত্বের কথা উল্লেখ করা হইলঃ-
১. মেইন গেটে টিকিট কালেক্ট করা;
২. টিকিট গুলো সিরিয়াল করা;
৩. টিসি রিপোর্ট করে চট্টগ্রাম পাঠানো;
৪. স্টেশনের মেইন গেটে দাঁড়িয়ে আউটগোয়িং যাত্রীদের টিকিট হয়েছে কি-না নিশ্চিত করা;
৫. ইনকামিং যাত্রীদের টিকিট চেক করা,টিকিট না থাকলে জরিমানা সহ টিকিট করিয়ে দেওয়া।