সাম্প্রতিক বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার নিয়োগ ২০২১ প্রকাশিত হয়েছে । কিভাবে পড়লে রেলওয়ে চাকরির পরীক্ষার ভাল প্রস্তুতি নিতে পারেবেন জানা উচিৎ। এখানে রেলওয়ে পরীক্ষার সিলেবাস ও সাথে সাজেশন দেওয়া হল।
বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার সিলেবাস
বিভিন্ন পদে রেলওয়েতে নিয়েগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে । প্রথমে, রেলওয়েতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে । এবং লিখিত পরীক্ষায় উর্তীণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা দিতে হবে । এবং চুড়ান্ত বাছাই প্রক্রিয়া শেষ হলে নির্দিষ্ট পদের জন্য সিওলক্টেড হবে । নিতে বিভিন্ন পদের জন্য বিস্তারিত সিলেবাস দেওয়া হল।
সহকারী স্টেশন মাস্টার’ পদের পরীক্ষার মান বন্টনঃ
লিখিত পরীক্ষার সিলেবাস: সহকারী স্টেশন মাস্টার পদে ৭০ মার্কের লিখিত পরীক্ষা হবে । যার মধ্যে বাংলা ২০, ইংরেজী ২০, গণিত ১৫ ও সাধারণ জ্ঞান ১৫ মার্কের পরীক্ষা হবে ।
মৌখিক পরীক্ষার মার্ক: ৩০ মার্ক
সর্বমোট মার্কঃ লিখিত পরীক্ষা (৭০)+মৌখিক পরীক্ষা (৩০) = ১০০ নম্বর ।

Railway Job Exam Syllabus, Railway station master syllabus & suggestion 2021. বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার সাজেশন ২০২১, লিখিত সিলেবাস ও মার্ক সমুহ, কোথায় কোথায় রেলওয়ের পরীক্ষা হবে? রেলওয়ে নতুন সার্কলার কবে আসবে স্তিারিত জানুন।