পূবালী ব্যাংক চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির বর্ণনাঃ
পূবালী ব্যাংক লিমিটেড নিন্মলিখিত পদে নিয়োগের জন্য আগ্নেয়াস্ত্র চালনায় প্রশিক্ষণসহ সাধারণ আনসার ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি অথবা সেনা / নৌ / পুলিশ / বিমান / ব্যাটেলিয়ন আনসার বাহিনীর স্বভাবিক ভাবে অবসরপ্রাপ্ত সদস্যদের নিকট হতে নিন্মলিখিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করছে ।
পদের নাম এবং সংখ্যাঃ
সশস্ত্র প্রহরী – ২০০ জন ।
কাজের ধরনঃ ফুল টাইম ।
বেতনঃ
সশস্ত্র প্রহরী – প্রদেয় সুবিধাদি সহ প্রাথমিক মোট বেতন ২০,৪৩০ টাকা ।
আবেদন করার প্রক্রিয়াঃ https://www.pubalibangla.com/career.asp
নিচের বিজ্ঞপ্তি দেখুন ।
আবেদন করার শেষ তারিখঃ ১৫/০৫/২০১৮
আরও তথ্যের জন্য এই মূল বিজ্ঞপ্তি নিচে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)