প্রাথমিক শিক্ষক হতে হলে শুধু প্রাইমারির গাইড পড়লেই হবে না । যদি প্রাথমিক শিক্ষক হতে চান তাইলে প্রাইমারির গাইড এর সাথে অন্যান্য বই সমন্বয় করে পড়বেন। প্রাইমারির জন্য যে সব বই ফলো করা উচিত বলে আমার মনে হয় তা নিচে দেওয়া হল। সবার আগে যা বলতে পারি যে এই বইগুলো অনুসরণ করলে ভাল ফলাফল পাবেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বইয়ের তালিকা:
১) একটি জব সলিউশন।শুধু প্রশ্নসমুহ পড়বেন।ব্যাখ্যা পড়ার কোন দরকার নাই।এখানে আপনাকে মনে রাখতে হবে জ্ঞানী হওয়ার জন্য বইগুলো পড়ছেন না।বইগুলো পড়ছেন একটি চাকরি পাবার জন্য।তাই চাকরির জন্য যতটুকু জ্ঞানী হওয়ার দরকার ততটুকু হলে ই যথেষ্ট। আর জ্ঞানী হতে হলে ভিন্ন পন্থা অবলম্বন করুন চাকরির বই পড়ে অধিক জ্ঞানী হওয়ার চেষ্টা করবেন না।এতে হিতে বিপরীতই হবে কারণ সময় আপনাকে ক্ষমা করবে না।
প্রফেসরস_জব_সলিউশন সংগ্রহ করতে পারেন (সর্বশেষ সংস্করণ)
২) চাকরির জন্য রচিত বিষয় ভিত্তিক বই, বাংলা_ভাষা_ও_সাহিত্য, MP3 বইটি সংগ্রহ করতে পারেন (সর্বশেষ সংস্করণ)
৩) চাকরির জন্য রচিত বিষয় ভিত্তিক বই, গণিত, MP3_Math_Review বইটি সংগ্রহ করতে পারেন (সর্বশেষ সংস্করণ)
৪)এবং চাকরির জন্য রচিত বিষয় ভিত্তিক বই, ইংরেজি, MP3_English_Review বইটি সংগ্রহ করতে পারেন (সর্বশেষ সংস্করণ)
অথবা professor’s competitive exam বইটি সংগ্রহ করতে পারেন (সর্বশেষ সংস্করণ)
৫)একটি প্রাইমারি নিয়োগ গাইড।এটি যে কোন কোম্পানির হলেই চলবে।কারণ এটি থেকে শুধু প্রাইমারিতে আসা প্রশ্নগুলো অধিক গুরুত্ব দিয়ে পড়বেন এবং জ্যামিতি অংশটুকুর বিগত বছরের প্রশ্নসমুহ।
কিছু অপশনাল বই:
আর ও কিছু অপশনাল বইয়ের তালিকা।যেগুলো শুধু রেফারেন্স বা অধিক বুঝতে বা সমৃদ্ধ হওয়ার জন্য রাখলে ও রাখতে পারেন।উপকার বৈ ক্ষতি হবে না।তবে না থাকলে ও তেমন অসুবিধা হবে না।
১)সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশ। MP3 বইটি সংগ্রহ করতে পারেন।সর্বশেষ সংস্করণ বাধ্যতামুলক।
২)সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশ। MP3 বইটি সংগ্রহ করতে পারেন।সর্বশেষ সংস্করণ বাধ্যতামুলক।
৩)দৈনন্দিন বিজ্ঞান: MP3 বইটি সংগ্রহ করতে পারেন।সর্বশেষ সংস্করণ বাধ্যতামুলক।
৪)প্রফেসর’ স এর গনিত স্পেশাল/ওরাকল বিসিএস ম্যাথ প্রিলি [বইটা খুবই ভালো … ডিটেইল সূত্র দিয়ে ক্যালকুলেশন এবং সাথে শর্ট টেকনিক]
৫)৫ম থেকে ৯ম পর্যন্ত সকল গণিত বোর্ড বই।এগুলোর pdf ডাউনলোড করে নিতে পারেন।পয়সা লাগবে না।
৬)নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই।
৭) ইংরেজির ভাল ব্যাকরণ বই আপনার রুচি অনুযায়ী।তবে জাকির হোসেনের বইটা কাছে রাখতে পারেন অথবা Advanced।
পড়ার কোনও শেষ নাই … জানার কোনও শেষ নাই। উপরের বইগুলো প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য শতভাগ নির্ভরযোগ্য।এর কম চাইবেন তো নিজেকে গর্তে ঠেলে দিলেন।মনে রাখবেন পরিশ্রমে ধন আনে পূণ্যে আনে সুখ আলস্যে দারিদ্রতা আনে পাপে আনে দুখ
কিছু টেকটিকস:
১.কি কি বাদ দিতে হবে তা খুঁজে বের করা(বিগত সালের প্রশ্ন পড়লেই বুঝতে পারবেন)
২.সব কিছু জিনিসের কিছু কিছু আর কিছু কিছু বিষয়ের সব কিছু জানতে হবে।অর্থা্ৎ গুরুত্তপূর্ণ বিষয় গুলোর গভীরে যেতে হবে।এটাও বুঝতে পারবেন বিগত প্রশ্ন থেকেই।
৩. যা শিখবেন স্পষ্ট করে শিখবেন কোন কনফিউসন রাখবেন না, কনফিউসন হলেই নেটে বেশি বেশি সার্চ দিন।
৪.গ্রুপ স্টাডি করবেন আর বেশি বেশি এক্সাম দিন/ প্রশ্ন সলভ করুন।
৫.যে কোন বিষয় বিশ্লেষন করার ক্ষমতা বাড়ান
৬.ইংরেজীতে ও গণিতে দক্ষতা বাড়ান
৭.প্রতিদিন কিছু শব্দভান্ডার বাড়ান।
৮. প্রতিদিনের নতুন নতুন জানা জ্ঞানকে নোট করুন( প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা)
৯.অযথা কোন কিছুর ছন্দ মুখস্ত করতে যাবেন না, তবে খুব ছোট হলে ভিন্ন কথা। কঠিন বিষয় গুলোকে নিজের পরিচিত কোন কিছু/ কারো সাথে মিল রাখার চেষ্টা করুন।
আজ আর নয় আর একদিন কথা হবে। সবার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি।আল্লাহ হাফেজ।
বি.দ্র: এটা সম্পূর্ন আমার মতামত এর বাইরেও আপনাদের মতামত থাকতে পারে সেটা ভিন্ন কথা…….!!!
সবার জন্য শুভ কামনা।ধন্যবাদ সবাইকে।
লেখকঃ Suhag Talukdar