২৫ পর্বের সাধারণ জ্ঞান সাজেশন্সের আজ ৫ম পর্ব
#সাধারণ_জ্ঞান_বাংলাদেশ_অংশ_পর্ব_০৫
২৪১ থেকে ৩০০ পর্যন্ত
কোন ভুল লক্ষ্য করলে তথ্যসহ কমেন্ট করুন।
২৪১. প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো? ক. বগুড়া ও দিনাজপুর অঞ্চল খ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল গ. ঢাকা ও ময়মসিংহ অঞ্চল ঘ. বৃহওম সিলেট অঞ্চল উত্তরঃ খ
২৪২. সমতট জনপদ কোথায় অবস্থিত ? ক. রংপুর অঞ্চল খ. খুলনা অঞ্চল গ. কুমিল্লা অঞ্চল ঘ. সিলেট অঞ্চল উত্তরঃ গ
২৪৩. বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ? ক. সমতট খ. পুণ্ড্রবর্ধন গ. বঙ্গ ঘ. রাঢ় উত্তরঃ গ
২৪৪. বরেন্দ্রভূমি নামে পরিচিত – ক. ময়নামতি ও লালমাই পাহাড় খ. মধুপুর ও ভাওয়াল গড় গ. সুন্দরবন ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের উত্তরঃ ঘ
২৪৫. বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় ? ক. উত্তর বঙ্গ খ. পশ্চিমবঙ্গ গ. উত্তর-পশ্চিমবঙ্গ ঘ. দক্ষিণ-পূর্ববঙ্গ উত্তরঃ গ
২৪৬. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত – ক. পলল গঠিত সমভূমি খ. বরেন্দ্রভূমি গ. উত্তরবঙ্গ ঘ. মহাস্থানগড় উত্তরঃ খ
২৪৭. বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত? ক. সিলেট খ. রাজশাহী গ. খুলনা ঘ. বরিশাল উত্তরঃ খ
২৪৮. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম – ক. রাঢ় খ. বঙ্গ গ. হরিকেল ঘ. পুণ্ড্র ঙ. গৌড় উত্তরঃ গ
২৪৯. সিলেট — প্রাচীন জনপদের অন্তর্গত- ক. বঙ্গ খ. পুণ্ড্র গ. সমতট ঘ. হরিকেল উত্তরঃ ঘ
২৫০. প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল- ক. হরিকেল খ. সমতট গ. বরেন্দ্র ঘ. রাঢ় উত্তরঃ ক
২৫১. প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত – ক. বগুড়া খ. কুমিল্লা গ. বর্ধমান ঘ. বরিশাল উত্তরঃ গ
২৫২. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? ক. আকবরনামা খ. আলমগীরনামা গ. আইন-ই-আকবরী ঘ. তুজুক-ই-আকবর উত্তরঃ গ
২৫৩. মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ? ক. ব্যাবিলন খ. থেসালোনিকি গ. আঙ্কারা ঘ. এথেন্স উত্তরঃ ক
২৫৪. বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ? ক. সফোক্লিস খ. সক্রেটিস গ. এরিস্টটল ঘ. প্লেটো উত্তরঃ গ
২৫৫. মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ? ক. চন্দ্রগুপ্ত মৌর্য খ. অশোক গ. ধর্মপাল ঘ. সমুদ্রগুপ্ত উত্তরঃ ক
২৫৬. অর্থশাস্ত্র-এর রচয়িতা কে? ক. কৌটিল্য খ. বাণভট্ট গ. আনন্দভট্ট ঘ. মেগাস্থিনিস উত্তরঃ ক
২৫৭. কৌটিল্য কার নাম ? ক. প্রাচীন রাজনীতিবিদ খ. প্রাচীন অর্থশাস্ত্রবিদ গ. পণ্ডিত ঘ. রাজকবি উত্তরঃ খ
২৫৮. অশোক কোন বংশের সম্রাট ছিলেন ? ক. মৌর্য খ. গুপ্ত গ. পুষ্যভূতি ঘ. কুশান উত্তরঃ ক
২৫৯. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? ক. হিদাস্পিসের যুদ্ধ খ. কলিঙ্গের যুদ্ধ গ. মেবারের যুদ্ধ ঘ. পানিপথের যুদ্ধ উত্তরঃ খ
২৬০. বৌদ্ধ ধর্মের কনস্ট্যা্নটাইন কাকে বলা হয় ? ক. অশোক খ. চন্দ্রগুপ্ত গ. মহাবীর ঘ. গৌতম বুদ্ধ উত্তরঃ ক
২৬১. চীন দেশের কোন ভ্রমনকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন ? ক. হিউয়েন সাঙ খ. ফা হিয়েন গ. আইসিং ঘ. উপরের সবগুলোই উত্তরঃ খ
২৬২. কোন যুগ প্রাচীন ভারতের স্বর্নযুগ হিসেবে পরিচিত? ক. মৌর্যযুগ খ. শুঙ্গযুগ গ. কুষাণযুগ ঘ. গুপ্তযুগ উত্তরঃ ঘ
২৬৩. কোনটি প্রাচীন নগরী নয় ? ক. কর্ণসুবর্ণ খ. উজ্জয়নী গ. বিশাখাপট্টম ঘ. পাটালিপুত্র উত্তরঃ গ
২৬৪. বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ? ক. হাভার্ড খ. তুরিন গ. নালন্দা ঘ. আল-হামরা উত্তরঃ গ
২৬৫. প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি উত্তরঃ ক
২৬৬. প্রাচীনকালে এদেশের নাম ছিল – ক. বাংলাদেশ খ. বঙ্গ গ. বাংলা ঘ. বাঙ্গালা উত্তরঃ খ
২৬৭. প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন – ক. রাজা কনিস্ক খ. বিক্রমাদিত্য গ. চন্দ্রগুপ্ত মৌর্য ঘ. রাজা শশাংক উত্তরঃ ঘ
২৬৮. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ক. কুষ্টিয়া খ. বগুড়া গ. কুমিল্লা ঘ. চাঁপাই নবাবগঞ্জ উত্তরঃ ঘ
২৬৯. প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে? ক. হর্ষবর্ধন খ. শশাঙ্ক গ. গোপাল ঘ. লক্ষণ সেন উত্তরঃ খ
২৭০. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন – ক. ধর্মপাল খ. গোপাল গ. শশাঙ্ক ঘ. দ্বিতীয় চন্দ্র গুপ্ত উত্তরঃ গ
২৭১. একসময়ে বাংলা,বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল- ক. সিনহাবাদ খ. চন্দ্রদ্বীপ গ. গৌড় ঘ. মাকসুদাবাদ উত্তরঃ গ
২৭২. শশাঙ্কের রাজধানী ছিল – ক. কর্ণসুবর্ন খ. গৌড় গ. নদীয়া ঘ. ঢাকা উত্তরঃ ক
২৭৩. প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ন নামে কথিত হতো ? ক. মুর্শিদাবাদ খ. রাজশাহী গ. চট্টগ্রাম ঘ. মেদিনীপুর উত্তরঃ ক
২৭৪. ‘মাৎস্যন্যায়’ ধারণাটি কিসের সাথে সম্পর্কিত ? ক. মাছ বাজার খ. ন্যায় বিচার প্রতিষ্ঠা গ. মাছ ধরার নৌকা ঘ. আইন-শৃংখলাহীন অরাজক অবস্থা উত্তরঃ ঘ
২৭৫. ‘মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে? ক. ৫ম-৬ষ্ঠ শতক খ. ৬ষ্ঠ -৭ম শতক গ. ৭ম-৮ম শতক ঘ. ৮ম-৯ম শতক উত্তরঃ গ
২৭৬. বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন – ক. শশাংঙ্ক খ. বখতিয়ার খলজি গ. বিজয় সেন ঘ. গোপাল উত্তরঃ ঘ
২৭৭. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? ক. পাল বংশ খ. সেন বংশ গ. ভূইয়া বংশ ঘ. গুপ্ত বংশ উত্তরঃ ক
২৭৮. নিম্নের কোন বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে? ক. মৌর্য বংশ খ. গুপ্ত বংশ গ. পাল বংশ ঘ. সেন বংশ উত্তরঃ গ
২৭৯. পাল বংশের প্রথম রাজা কে? ক. গোপাল খ. দেবপাল গ. মহীপাল ঘ. রামপাল উত্তরঃ ক
২৮০. পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ? ক. গোপাল খ. ধর্মপাল গ. দেবপাল ঘ. রামপাল উত্তরঃ খ
২৮১. রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত? ক. রংপুর খ. দিনাজপুর গ. নবাবগঞ্জ ঘ. কুড়িগ্রাম উত্তরঃ খ
২৮২. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? ক. বিজয় সেন খ. লক্ষণ সেন গ. হেমন্ত সেন ঘ. বল্লাল সেন উত্তরঃ খ
২৮৩. কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ? ক. মুসা বিন নুসায়ের খ. খালিদ বিন ওয়ালিদ গ. মুহাম্মদ বিন কাসেম ঘ. তারিক উত্তরঃ ঘ
২৮৪. আরবদের আক্রমনের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন – ক. মানসিংহ খ. জয়পাল গ. দাহির ঘ. দাউদ উত্তরঃ গ
২৮৫. প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন – ক. বাবর খ. সুলতান মাহমুদ গ. মুহাম্মদ বিন কাসিম ঘ. মোহাম্মদ ঘোরী উত্তরঃ গ
২৮৬. কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন ? ক. মুসা বিন নুসায়ের খ. তারেক বিন জিয়াদ গ. মুহাম্মদ বিন কাসিম ঘ. খালেদ বিন ওয়ালিদ উত্তরঃ গ
২৮৭. কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করেন ? ক. ১৫ বার খ. ১৬ বার গ. ১৭ বার ঘ. ১৮ বার উত্তরঃ গ
২৮৮. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ? ক. মুহম্মদ ঘুরী খ. লক্ষণ সেন গ. পৃথ্বিরাজ ঘ. জয়চন্দ্র উত্তরঃ গ
২৮৯. ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন – ক. মুহম্মদ বিন কাসিম খ. সুলতান মাহমুদ গ. মুহম্মদ ঘুরি ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ উত্তরঃ গ
২৯০. দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা – ক. কুতুবউদ্দীন আইবেক খ. শামসুদ্দিন ইলতুৎমিশ গ. গিয়াসউদ্দিন বলবন ঘ. আলাউদ্দিন খলজী উত্তরঃ খ
২৯১. দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে ? ক. বেগম রোকেয়া খ. নুর জাহান গ. সুলতানা রাজিয়া ঘ. মমতাজ বেগম উত্তরঃ গ
২৯২. কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন ? ক. আলাউদ্দিন খিলজি খ. শের শাহ গ. আকবর ঘ. আওরঙ্গজেব উত্তরঃ ক
২৯৩. কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ? ক. মালিক কাফুর খ. বৈরাম খাঁন গ. শায়েস্তা খাঁন ঘ. মীর জুমলা উত্তরঃ ক
২৯৪. মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন ? ক. ইলতুৎমিশ খ. বলবন গ. আলাউদ্দিন খলজী ঘ. মুহম্মদ বিন তুঘলক উত্তরঃ গ
২৯৫. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন ? ক. শের শাহ খ. মুহম্মদ বিন তুঘলক গ. ইলতুৎমিশ ঘ. লর্ড কর্নওয়ালিস উত্তরঃ খ
২৯৬. দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? ক. সম্রাট আকবর খ. মুহম্মদ বিন তুঘলক গ. সম্রাট জাহাঙ্গীর ঘ. সুলতান ইলিয়াস শাহ্ উত্তরঃ খ
২৯৭. মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানাতর করেন – ক. করাচীতে খ. দেবগিরিতে গ. নগর কোটে ঘ. ঘোড়াশালে উত্তরঃ খ
২৯৮. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? ক. কুসুম্বা মসজিদ খ. বড় সোনা মসজিদ গ. ষাট গম্বুজ মসজিদ ঘ. সাত গম্বুজ মসজিদ উত্তরঃ গ
২৯৯. কে ‘ষাট গম্বুজ’ মসজিদটি নির্মাণ করেন ? ক. হযরত আমানত শাহ্ খ. যুবরাজ মুহাম্মদ আযম গ. পীর খানজাহান আলী ঘ. সুবেদার ইসলাম খান উত্তরঃ গ
৩০০. ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ক. খুলনা খ. যশোর গ. বাগেরহাট ঘ. কোনটিই নয় উত্তরঃ গ