প্রাইমারী প্রস্তুতি সাধারণ জ্ঞান: বাংলাদেশ অংশ পর্ব ০৪

আজ সাজেশন্সের ৪র্থ পর্ব

#সাধারণ_জ্ঞান_বাংলাদেশ_অংশ_পর্ব_০৪

১৮১ থেকে ২৪০ পর্যন্ত।

কোন ভুল লক্ষ্য করলে কমেন্টে উল্লেখ করুন।

১৮১. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল – ক. পঞ্চগড় খ. লালখানে গ. চাঁপাইনবাবগঞ্জ ঘ. লালপুর উত্তরঃ ঘ

১৮২. বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত? ক. ৩০°সেঃ খ. ২৬°সেঃ গ. ২৫°সেঃ ঘ. ২৭°সেঃ উত্তরঃ খ

১৮৩. বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? ক. নাটোরের লালপুর খ. পাবনার ঈশ্বরদী গ. রাজশাহী সদর ঘ. যশোর শহর উত্তরঃ ক

১৮৪. বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? ক. লালমাই খ. শ্রীমঙ্গল গ. লালপুর ঘ. লালখান উত্তরঃ খ

১৮৫. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? ক. এপ্রিল খ. মে গ. জুন ঘ. আগস্ট উত্তরঃ ক

১৮৬. বাংলাদেশের শীতলতম মাস কোনটি? ক. জানুয়ারি খ. ফেব্রুয়ারি গ. ডিসেম্বর ঘ. নভেম্বর উত্তরঃ ক

১৮৭. কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয়? ক. ফাল্গুন-চৈত্র খ. চৈত্র-বৈশাখ গ. বৈশাখ-জৈষ্ঠ ঘ. বৈশাখ উত্তরঃ খ

১৮৮. বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় ? ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শরৎ ঘ. শীত উত্তরঃ খ

১৮৯. শীতকাল কোন দুইটি মাস ? ক. কার্তিক-অগ্রহায়ণ খ. অগ্রহায়ণ -পৌষ গ. পৌষ-মাঘ ঘ. মাঘ-ফাল্গুন উত্তরঃ গ

১৯০. বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় – ক. উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে খ. সমুদ্র বায়ুর প্রভাবে গ. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ঘ. নিরক্ষীয় বায়ুর প্রভাবে উত্তরঃ ক

১৯১. বাংলাদেশে বছরের কোন মাসে সবচেয়ে বড় দিন হয় ? ক. মার্চ খ. ডিসেম্বর গ. জুন ঘ. আগস্ট উত্তরঃ গ

১৯২. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? ক. প্রতিরক্ষা মন্ত্রণালয় খ. দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয় গ. পরিবেশ ও বন মন্ত্রণালয় ঘ. বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় উত্তরঃ ক

১৯৩. স্পারসো কি ? ক. মহাকাশ গবেষণাকারী বেসরকারী সংস্থা খ. ভূ-উপগ্রহ গ. মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা ঘ. একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি উত্তরঃ গ

১৯৪. ‘SPARRSO’ কোন মন্ত্রণালয়ের অধীনে? ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয় খ. পরিবেশ ও বন মন্ত্রণালয় গ. প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘ. তথ্য মন্ত্রণালয় উত্তরঃ গ

১৯৫. When did Sidr hit Bangladesh?/বাংলাদেশে সিডর (Sidr) কখন আঘাত হানে? ক. 15 Nov, 2007 খ. 16 Nov, 2007 গ. 17 Nov, 2007 ঘ. 18 Nov, 2007 ঙ . None of them উত্তরঃ ক

১৯৬. What is the meaning of ‘Sidr’?/’সিডর’ শব্দের অর্থ কি? ক. Cyclone/ঘূর্ণিঝড় খ. Eye/চোখ গ. Ear/কান ঘ. Wind/বাতাস ঙ . Storm/ঝড় উত্তরঃ খ

১৯৭. ঘূর্ণিঝড় ‘সিডর’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ক. হিন্দি খ. সিংহলী গ. আরবি ঘ. পশতু উত্তরঃ খ

১৯৮. বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল – ক. মহাস্থান খ. কর্ণসুবর্ণ গ. পুণ্ড্রনগর ঘ. রামাবর্তী উত্তরঃ গ

১৯৯. পুণ্ড্র বর্ধনের বর্তমান নাম – ক. পাবনা খ. কুমিল্লা গ. মহাস্থানগড় ঘ. পাহাড়পুর উত্তরঃ গ

২০০. ঢাকার প্রাচীন নাম কি ? ক. জাহাঙ্গীরনগর খ. ইসলামপুর গ. সোনারগাঁ ঘ. ঢাকা উত্তরঃ ক

২০১. What is the previous name of the Sonargaon ? ক. Chandradeep খ. Suvarna Gram গ. Shudharam ঘ. Bikrampur উত্তরঃ খ

২০২. সোনারগাঁও -এর পূর্বনাম ছিল – ক. চন্দ্রদ্বীপ খ. সুবর্ণগ্রাম গ. সুধারাম ঘ. বিক্রমপুর উত্তরঃ খ

২০৩. প্রাচীন জাহাঙ্গীরনগরের বর্তমান নাম কি ? ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. খুলনা ঘ. সোনারগাঁও উত্তরঃ ক

২০৪. বরিশালের প্রাচীন নাম কি ? ক. জালালাবাদ খ. চন্দ্রদ্বীপ গ. বাকলা ঘ. জঙ্গলবাড়ী উত্তরঃ খ

২০৫. সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর কোথায়? ক. দিল্লি খ. পোল্যান্ড গ. ঢাকা ঘ. ইসলামাবাদ উত্তরঃ গ

২০৬. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ বর্তমান নাম কি? ক. মালদ্বীপ খ. সন্দ্বীপ গ. বরিশাল ঘ. হাতিয়া উত্তরঃ গ

২০৭. কোনটি বরিশালের পূর্বনাম নয় ? ক. বাকলা খ. চন্দ্রদ্বীপ গ. ইসমাইলপুর ঘ. সুধারাম উত্তরঃ ঘ

২০৮. নোয়াখালীর পূর্বনাম কি ছিল ? ক. সুজানগর খ. নাসিরাবাদ গ. পূর্বাশা ঘ. সুধারাম উত্তরঃ ঘ

২০৯. ‘সুধারাম’ কোন জেলার পূর্বনাম? ক. যশোর খ. নোয়াখালী গ. বরিশাল ঘ. দিনাজপুর উত্তরঃ খ

২১০. কুমিল্লার পূর্ব নাম কি? ক. ত্রিপুরা খ. জাহাঙ্গীরনগর গ. নাসিরাবাদ ঘ. ইসলামপুর উত্তরঃ ক

২১১. সিলেটের প্রাচীন নাম ছিল – ক. শ্রীহট্ট খ. জালালাবাদ গ. শ্রীভূমি ঘ. আফজালাবাদ উত্তরঃ খ

২১২. কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয় ? ক. জাহাঙ্গীরনগর খ. ইসলামাবাদ গ. ইসলামপুর ঘ. জালালাবাদ উত্তরঃ গ

২১৩. ময়নামতির পূর্ব নাম কি? ক. লালমাই খ. রোহিতগিরি গ. বড় কামতা ঘ. কোনটিই নয় উত্তরঃ খ

২১৪. ‘রোহিতগিরি’ কোন স্থানের পূর্ব নাম – ক. বরিশালের খ. বগুড়া্র গ. সিলেটের ঘ. ময়নামতির উত্তরঃ ঘ

২১৫. ঢাকার গুলিস্থানে অবস্থিত ‘জিরো পয়েন্ট’ এর বর্তমান নাম কি? ক. এলিফ্যান্ট পয়েন্ট খ. দোয়েল চত্বর গ. নূর হোসেন স্কোয়ার ঘ. বিজয় উল্লাস উত্তরঃ গ

২১৬. বেইলী রোড এর নতুন নাম কি ? ক. থিয়েটার এভিনিউ খ. নাট্য সদন গ. নাটক সরণী ঘ. ব্রডওয়ে উত্তরঃ গ

২১৭. The first SARRC summit was held in-/ প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ক. Dhaka খ. Islamabad গ. New Delhi ঘ. Mali ঙ. Kathmundu উত্তরঃ ক

২১৮. সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত? ক. ১৯৮৫ সালে ঢাকায় খ. ১৯৮৩ সালে দিল্লিতে গ. ১৯৮৪ সালে কলম্বোতে ঘ. ১৯৮৬ সালে মালেতে উত্তরঃ ক

২১৯. সোনালী আঁশের দেশ কোনটি? ক. ভারত খ. শ্রীলংকা গ. পাকিস্থান ঘ. বাংলাদেশ উত্তরঃ ঘ

২২০. সার্কের প্রথম মহাসচিব কে? ক. জনাব আবুল আহসান খ. জনাব কিউ.এ.এম. রমি গ. জনাব ইব্রাহিম হোসেন জাকি ঘ. জনাব সৈয়দ নাঈম-উল-হাসান উত্তরঃ ক

২২১. — is known as the city of mosques. ক. Islamabad খ. Istambul গ. Dhaka ঘ. Jakarta উত্তরঃ গ

২২২. কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় ? ক. চট্টগ্রাম খ. মংলা গ. ঢাকা ঘ. চাঁদপুর উত্তরঃ ক

২২৩. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়? ক. ঢাকা খ. খুলনা গ. চট্টগ্রাম ঘ. সিলেট উত্তরঃ গ

২২৪. ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় —- কে ? ক. চট্টগ্রাম খ. রাজশাহী গ. সিলেট ঘ. খুলনা উত্তরঃ গ

২২৫. কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের ‘সাগরকন্যা’ বলা হয় ? ক. কক্সবাজার খ. সেন্টমাটিন গ. পতেঙ্গা ঘ. কুয়াকাটা উত্তরঃ ঘ

২২৬. ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম? ক. টেকনাফ খ. কক্সবাজার গ. খুলনা ঘ. পটুয়াখালী উত্তরঃ ঘ

২২৭. প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি ? ক. মংলা খ. চট্টগ্রাম গ. নারায়ণগঞ্জ ঘ. টঙ্গী উত্তরঃ গ

২২৮. সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে? ক. ভারত খ. বাংলাদেশ গ. শ্রীলঙ্কা ঘ. মালদ্বীপ উত্তরঃ ঘ

২২৯. কোন গোষ্ঠি থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ? ক. নেগ্রিটো খ. ভোটচীন গ. দ্রাবিড় ঘ. অস্ট্রিক উত্তরঃ ঘ

২৩০. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? ক. আর্য খ. মোঙ্গল গ. পুণ্ড্র ঘ. দ্রাবিড় উত্তরঃ ঘ

২৩১. বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? ক. বাঙালি খ. আর্য গ. নিষাদ ঘ. আলপাইন উত্তরঃ গ

২৩২. আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? ক. বাহরাইন খ. ইরাক গ. মেক্সিকো ঘ. ইরান উত্তরঃ ঘ

২৩৩. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? ক. ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে খ. হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিনে গ. ভাগিরথী নদীর পশ্চিম তীরে ঘ. আফগানিস্থানের দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায় উত্তরঃ ক

২৩৪. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী? ক. ত্রিপিটক খ. উপনিষদ গ. বেদ ঘ. ভগবৎ গীতা উত্তরঃ গ

২৩৫. বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? ক. সংস্কৃত খ. বাংলা গ. অস্ট্রিক ঘ. হিন্দি উত্তরঃ গ

২৩৬. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত? ক. অ্যালপাইন খ. আদি-অস্ট্রেলীয় গ. নার্কিড ঘ. মঙ্গোলীয় উত্তরঃ খ

২৩৭. বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ – ক. মঙ্গোলয়েড খ. সেমাটিড গ. অস্ট্রালয়েড ঘ. ককেশীয় উত্তরঃ ক

২৩৮. বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? ক. হরিকেল খ. তাম্রলিপি গ. পুণ্ড্র ঘ. গৌড় উত্তরঃ গ

২৩৯. বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম – ক. রাঢ় খ. চট্টলা গ. শ্রীহট্ট ঘ. কোনটিই নয় উত্তরঃ ক

২৪০. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন জনপদের নাম – ক. সমতট খ. পুণ্ড্র গ. বঙ্গ ঘ. হরিকেল উত্তরঃ গ

২৪১. প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো? ক. বগুড়া ও দিনাজপুর অঞ্চল খ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল গ. ঢাকা ও ময়মসিংহ অঞ্চল ঘ. বৃহওম সিলেট অঞ্চল উত্তরঃ খ

২৪২. সমতট জনপদ কোথায় অবস্থিত ? ক. রংপুর অঞ্চল খ. খুলনা অঞ্চল গ. কুমিল্লা অঞ্চল ঘ. সিলেট অঞ্চল উত্তরঃ গ

২৪৩. বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ? ক. সমতট খ. পুণ্ড্রবর্ধন গ. বঙ্গ ঘ. রাঢ় উত্তরঃ গ

২৪৪. বরেন্দ্রভূমি নামে পরিচিত – ক. ময়নামতি ও লালমাই পাহাড় খ. মধুপুর ও ভাওয়াল গড় গ. সুন্দরবন ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের উত্তরঃ ঘ

২৪৫. বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় ? ক. উত্তর বঙ্গ খ. পশ্চিমবঙ্গ গ. উত্তর-পশ্চিমবঙ্গ ঘ. দক্ষিণ-পূর্ববঙ্গ উত্তরঃ গ

২৪৬. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত – ক. পলল গঠিত সমভূমি খ. বরেন্দ্রভূমি গ. উত্তরবঙ্গ ঘ. মহাস্থানগড় উত্তরঃ খ

২৪৭. বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত? ক. সিলেট খ. রাজশাহী গ. খুলনা ঘ. বরিশাল উত্তরঃ খ

২৪৮. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম – ক. রাঢ় খ. বঙ্গ গ. হরিকেল ঘ. পুণ্ড্র ঙ. গৌড় উত্তরঃ গ

২৪৯. সিলেট — প্রাচীন জনপদের অন্তর্গত- ক. বঙ্গ খ. পুণ্ড্র গ. সমতট ঘ. হরিকেল উত্তরঃ ঘ

২৫০. প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল- ক. হরিকেল খ. সমতট গ. বরেন্দ্র ঘ. রাঢ় উত্তরঃ ক

২৫১. প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত – ক. বগুড়া খ. কুমিল্লা গ. বর্ধমান ঘ. বরিশাল উত্তরঃ গ

২৫২. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? ক. আকবরনামা খ. আলমগীরনামা গ. আইন-ই-আকবরী ঘ. তুজুক-ই-আকবর উত্তরঃ গ

২৫৩. মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ? ক. ব্যাবিলন খ. থেসালোনিকি গ. আঙ্কারা ঘ. এথেন্স উত্তরঃ ক

২৫৪. বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ? ক. সফোক্লিস খ. সক্রেটিস গ. এরিস্টটল ঘ. প্লেটো উত্তরঃ গ

২৫৫. মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ? ক. চন্দ্রগুপ্ত মৌর্য খ. অশোক গ. ধর্মপাল ঘ. সমুদ্রগুপ্ত উত্তরঃ ক

২৫৬. অর্থশাস্ত্র-এর রচয়িতা কে? ক. কৌটিল্য খ. বাণভট্ট গ. আনন্দভট্ট ঘ. মেগাস্থিনিস উত্তরঃ ক

২৫৭. কৌটিল্য কার নাম ? ক. প্রাচীন রাজনীতিবিদ খ. প্রাচীন অর্থশাস্ত্রবিদ গ. পণ্ডিত ঘ. রাজকবি উত্তরঃ খ

২৫৮. অশোক কোন বংশের সম্রাট ছিলেন ? ক. মৌর্য খ. গুপ্ত গ. পুষ্যভূতি ঘ. কুশান উত্তরঃ ক

২৫৯. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? ক. হিদাস্পিসের যুদ্ধ খ. কলিঙ্গের যুদ্ধ গ. মেবারের যুদ্ধ ঘ. পানিপথের যুদ্ধ উত্তরঃ খ

২৬০. বৌদ্ধ ধর্মের কনস্ট্যা্নটাইন কাকে বলা হয় ? ক. অশোক খ. চন্দ্রগুপ্ত গ. মহাবীর ঘ. গৌতম বুদ্ধ উত্তরঃ ক

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.