সাজেশন্সের ৩য় পর্ব
#সাধারণ_জ্ঞান_বাংলাদেশ_অংশ_পর্ব_০৩
১২১ থেকে ১৮০ পর্যন্ত
কোন ভুল লক্ষ্য করলে কমেন্টে উল্লেখ করুন।
১২১. সিলেট কোন নদীর তীরে অবস্থিত? ক. আড়িয়াল খাঁ খ. সুরমা গ. চন্দনা ঘ. রূপসা উত্তরঃ খ
১২২. পদ্মা নদীর উপনদী কোনটি ? ক. মধুমতি খ. কুমার গ. আত্রাই ঘ. মহানন্দা উত্তরঃ ঘ
১২৩. উত্তর -পূর্ব দিক থেকে আগত পদ্মার উপ-নদী কোনটি ? ক. পুনর্ভবা খ. আত্রাই গ. বরাল ঘ. মহানন্দা উত্তরঃ ঘ
১২৪. পুনর্ভবা,নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? ক. মহানন্দা খ. ভৈরব গ. কুমার ঘ. বড়াল উত্তরঃ ক
১২৫. পুনর্ভবা কোন নদীর উপনদী ? ক. মহানন্দা খ. ভৈরব গ. কুমার ঘ. বড়াল উত্তরঃ ক
১২৬. শীতলক্ষ্যা নদী কোন নদীর উপনদী ? ক. মেঘনা খ. ধলেশ্বরী গ. পুরাতন ব্রহ্মপুত্র ঘ. কোনটিই নয় উত্তরঃ ঘ
১২৭. গড়াই কোন নদীর শাখা নদী? ক. পদ্মা খ. ব্রহ্মপুত্র গ. যমুনা ঘ. মেঘনা উত্তরঃ ক
১২৮. ধলেশ্বরী কোন নদীর শাখা নদী ? ক. পদ্মা খ. বুড়িগঙ্গা গ. যমুনা ঘ. মেঘনা উত্তরঃ গ
১২৯. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ক. শীতলক্ষ্যা খ. বুড়িগঙ্গা গ. ধরলা ঘ. বংশী উত্তরঃ খ
১৩০. শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে – ক. ব্রহ্মপুত্র নদ থেকে খ. যমুনা নদী থেকে গ. পদ্মা নদী থেকে ঘ. মেঘনা নদী থেকে উত্তরঃ ক
১৩১. কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে ? ক. জামালপুর খ. কুড়িগ্রাম গ. দেওয়ানগঞ্জ ঘ. সিরাজগঞ্জ উত্তরঃ গ
১৩২. ভারত থেকে কতগুলি আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে ? ক. ৫৪টি খ. ১টি গ. ৩টি ঘ. ২৮টি উত্তরঃ খ
১৩৩. The river Padma enters Bangladesh through – ক. Khulna খ. Rajshahi গ. Kushtia ঘ. Dinajpur উত্তরঃ খ
১৩৪. ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ? ক. গাইবান্ধা খ. নীলফামারী গ. ঠাকুরগাঁও ঘ. কুড়িগ্রাম উত্তরঃ ঘ
১৩৫. গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে ? ক. গোমতী খ. সুরমা গ. বুড়িগঙ্গা ঘ. পদ্মা উত্তরঃ ঘ
১৩৬. কোন নদীর অপর নাম কীর্তিনাশা ? ক. পদ্মা খ. যমুনা গ. মেঘনা ঘ. ব্রহ্মপুত্র উত্তরঃ ক
১৩৭. ‘দোলাই’ কোন নদীর পূর্বনাম ? ক. যমুনা খ. পদ্মা গ. বুড়িগঙ্গা ঘ. সুরমা উত্তরঃ গ
১৩৮. মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত ? ক. শরীয়তপুর খ. মাদারীপুর গ. ঢাকা ঘ. মুন্সিগঞ্জ উত্তরঃ ঘ
১৩৯. মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত ? ক. ভৈরব খ. মেঘনা গ. রূপসা ঘ. পদ্মা উত্তরঃ ঘ
১৪০. ঢাকা যে নদীর তীরে অবস্থিত- ক. ইরাবতী খ. বুড়িগঙ্গা গ. শীতলক্ষ্যা ঘ. ব্রহ্মপুত্র উত্তরঃ খ
সোহাগ তালুকদার
১৪১. বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? ক. কীর্তনখোলা খ. মেঘনা গ. আড়িয়াল খাঁ ঘ. কোনটিই নয় উত্তরঃ ক
১৪২. যশোর কোন নদীর তীরে অবস্থিত ? ক. পশুর খ. গড়াই গ. কপোতাক্ষ ঘ. যমুনা উত্তরঃ গ
১৪৩. কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত ? ক. গড়াই খ. আত্রাই গ. পদ্মা ঘ. মহানন্দা উত্তরঃ ক
১৪৪. মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? ক. মধুমতি খ. আড়িয়াল খাঁ গ. পদ্মা ঘ. কুমার উত্তরঃ খ
১৪৫. টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? ক. পদ্মা খ. যমুনা গ. নাফ ঘ. কর্ণফুলী উত্তরঃ গ
১৪৬. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? ক. করতোয়া খ. গঙ্গা গ. ব্রহ্মপুত্র ঘ. মহানন্দা উত্তরঃ ক
১৪৭. বাংলাদেশের মহাস্থানগড়ের পুর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি? ক. কাঞ্চন খ. কালীগঙ্গা গ. কপোতাক্ষ ঘ. করতোয়া উত্তরঃ ঘ
১৪৮. গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ? ক. ভৈরব খ. মেঘনা গ. রূপসা ঘ. সুরমা উত্তরঃ ক
১৪৯. সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত ? ক. পদ্মা খ. যমুনা গ. করতোয়া ঘ. আত্রাই উত্তরঃ ক
১৫০. নদীর তীরবর্তী শহর-বন্দর নিম্নের কোনটি সঠিক ? ক. শিলাইদহ-মেঘনা খ. চালনা-যমুনা গ. সারদা-পদ্মা ঘ. ঠাকুরগাঁও-পশুর উত্তরঃ গ
১৫১. পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত ? ক. জামালপুর খ. সিরাজগঞ্জ গ. মানিকগঞ্জ ঘ. ময়মনসিংহ উত্তরঃ ঘ
১৫২. ‘মহানন্দা’ নদী কোন জেলায় ? ক. দিনাজপুর খ. রংপুর গ. বগুড়া ঘ. পাবনা উত্তরঃ ক
১৫৩. ‘ভৈরব’ নদীর তীরে কোন শহর অবস্থিত ? ক. ভৈরব বাজার খ. আশুগঞ্জ গ. মুন্সীগঞ্জ ঘ. খুলনা উত্তরঃ ঘ
১৫৪. ‘ভৈরব’ নদীর অবস্থান কোথায় ? ক. কিশোরগঞ্জ খ. পঞ্চগড় গ. বরিশাল ঘ. ঝিনাইদহ উত্তরঃ ঘ
১৫৫. ‘চেঙ্গী নদী’ কোন জেলায় অবস্থিত? ক. বান্দরবান খ. খাগড়াছড়ি গ. পটুয়াখালী ঘ. সিলেট উত্তরঃ খ
১৫৬. প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে – ক. বরাক, তুইভাই খ. সুরমা, কুশিয়ারা গ. খোয়াই, কুশিয়ারা ঘ. সুরমা, বরাক উত্তরঃ ক
১৫৭. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ক. আসাম খ. মনিপুর গ. মিজোরাম ঘ. নাগাল্যাণ্ড উত্তরঃ খ
১৫৮. চলন বিল কোথায় অবস্থিত? ক. নাটোর খ. নাটোর ও বগুড়া গ. পাবনা ও নাটোর ঘ. সিরাজগঞ্জ ও নাটোর উত্তরঃ গ
১৫৯. চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ? ক. সিলেট খ. রাজশাহী-পাবনা গ. ময়মনসিংহ ঘ. যশোর-কুষ্টিয়া উত্তরঃ খ
১৬০. The major part of Chalan Beel cover which of the following districts ? ক. Pabna খ. Bogra গ. Dinajpur ঘ. Rangpur উত্তরঃ ক
সোহাগ তালুকদার
১৬১. বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস- ক. চলন বিল খ. হাকালুকি গ. হাইল ঘ. সবগুলোই উত্তরঃ ঘ
১৬২. ভবদহ বিল অবস্থিত – ক. ফরিদপুর খ. জামালপুরে গ. যশোরে ঘ. পটুয়াখালীতে উত্তরঃ গ
১৬৩. কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ এমডিজি-২০১০ পুরস্কার পায়? ক. মাতৃমৃত্যুর হার হ্রাস খ. শিশুমৃত্যুর হার হ্রাস গ. জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস ঘ. দারিদ্র বিমোচন উত্তরঃ খ
১৬৪. বাংলাদেশের বৃহত্তম হাওড়- ক. পাথরচাওলি খ. হাইল গ. চলন বিল ঘ. হাকালুকি উত্তরঃ ঘ
১৬৫. ‘হাকালুকি’ একটি – ক. বনভূমি খ. নদী গ. হাওড় ঘ. পাহাড় উত্তরঃ গ
১৬৬. বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি কোন জেলায় অবস্থিত? ক. হবিগঞ্জ খ. সুনামগঞ্জ গ. রাজশাহী ঘ. মৌলভীবাজার উত্তরঃ ঘ
১৬৭. ‘হাইল হাওড়’ কোন জেলায় অবস্থিত ? ক. নেত্রকোনা খ. সুনামগঞ্জ গ. হবিগঞ্জ ঘ. মৌলভীবাজার উত্তরঃ খ
১৬৮. টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত? ক. সুনামগঞ্জ খ. হবিগঞ্জ গ. টাঙ্গাইল ঘ. সিলেট উত্তরঃ ক
১৬৯. মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ? ক. রাঙ্গামাটি খ. সিলেট গ. বরগুনা ঘ. মৌলভীবাজার উত্তরঃ ঘ
১৭০. বাংলাদেশে জলপ্রপাত রয়েছে – ক. জাফলং খ. রাঙ্গামাটি গ. মাধবকুণ্ড ঘ. ইমছড়ি উত্তরঃ গ
১৭১. ‘হিমছড়ি’ কোন শহরের নিকট অবস্থিত? ক. কক্সবাজার খ. খাগড়াছড়ি গ. রাঙ্গামাটি ঘ. কাপ্তাই উত্তরঃ ক
১৭২. বংলাদেশের শীতল পানির ঝর্না কোন জেলায় অবস্থিত? ক. মৌলভীবাজার খ. কক্সবাজার গ. চট্টগ্রাম ঘ. সিলেট উত্তরঃ খ
১৭৩. বাংলাদেশ উষ্ণজলের ঝর্ণাধারা অবস্থিত – ক. রামু খ. হাকালুকি গ. সীতাকুণ্ড ঘ. হিমছড়ি উত্তরঃ গ
১৭৪. বাংলাদেশের জলবায়ুর নাম কি ? ক. নাতিশীতোষ্ণ খ. নিরক্ষীয় গ. ক্রান্তীয় ঘ. ক্রান্তীয় মৌসুমী উত্তরঃ ঘ
১৭৫. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ (প্রায়) কত? ক. ২৯০ সে.মি. খ. ১৮০ সে.মি. গ. ১২০ সে.মি. ঘ. ২০৩ সে.মি. উত্তরঃ ঘ
১৭৬. বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত ? ক. ১,৫০০ মি.মি. খ. ২,০০০ মি.মি. গ. ২,৩৭৫ মি.মি. ঘ. ২,৫০০ মি.মি. উত্তরঃ খ
১৭৭. বাংলাদেশের বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয় ? ক. ৪০% খ. ৬০% গ. ৮০% ঘ. ২০% উত্তরঃ গ
১৭৮. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ? ক. দিনাজপুর খ. কক্সবাজার গ. চট্টগ্রাম ঘ. সিলেট উত্তরঃ ঘ
১৭৯. Where do we have the highest annual rainfall in Bangladesh ? ক. Kaptai খ. Srimongol গ. Dhaka ঘ. Barisal ঙ . Sylhet উত্তরঃ ঙ
১৮০. বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? ক. লালপুর খ. জাফলং গ. মাধবকুণ্ড ঘ. লালখানে উত্তরঃ ঘ
সোহাগ তালুকদার