প্রাইমারী প্রস্তুতি সাধারণ জ্ঞান: বাংলাদেশ অংশ পর্ব ০২

২৫ পর্বের সাধারণ জ্ঞান সাজেশন্সের আজ ২য় পর্ব  ৬১ থেকে ১২০ পর্যন্ত কোন ভুল লক্ষ্য করলে তথ্যসহ কমেন্ট করুন।

সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশ পর্ব ০২:

৬১. সেন্টমাটিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার ? ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪ উত্তরঃ ক

৬২. বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি? ক. চর কুকরি মুকরি খ. নিঝুম দ্বীপ গ. সেন্টমাটিন ঘ. চর নিজাম উত্তরঃ গ

৬৩. রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরানো বাতিঘর ছিল ? ক. মহেশখালী খ. সেন্টমাটিন গ. টেকনাফ ঘ. কুতুবদিয়া উত্তরঃ ঘ

৬৪. কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত ? ক. লক্ষীপুর খ. কক্সবাজার গ. নোয়াখালী ঘ. চট্টগ্রাম উত্তরঃ খ

৬৫. বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি? ক. সেন্টমার্টিন খ. মহেশখালী গ. ছেড়া দ্বীপ ঘ. নিঝুম দ্বীপ উত্তরঃ খ

৬৬. সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত ? ক. মাছের প্রজনন ক্ষেত্র বলে খ. ঝড়ঝঞ্বা কবলিত এলাকা বলে গ. জনমানবহীন এলাকা বলে ঘ. সামুদ্রিক মাছ শিকারের জন্য উত্তরঃ ঘ

৬৭. নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? ক. কুতুবদিয়া খ. হাতিয়া গ. সন্দ্বীপ ঘ. মহেশ উত্তরঃ খ

৬৮. বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত ? ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. কর্ণফুলী উত্তরঃ খ

৬৯. নিঝুম দ্বীপের আয়তন কত? ক. ৮০ বঃ মাঃ খ. ৮২ বঃ মাঃ গ. ৮৫ বঃ মাঃ ঘ. ৯১ বঃ মাঃ উত্তরঃ ঘ

৭০. দক্ষিন তালপট্টি দ্বীপের অবস্থান কোথায় ? ক. হাড়িয়াভাঙ্গা নদীর বুকে খ. বায়মঙ্গল নদীর মোহনায় গ. বঙ্গপসাগরের বুকে ঘ. নিঝুম দ্বীপের মোহনায় উত্তরঃ গ

৭১. দক্ষিন তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ? ক. রূপসা খ. বালেশ্বর গ. হাড়িয়াভাঙ্গা ঘ. ভৈরব উত্তরঃ গ

৭২. দক্ষিন তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত? ক. হাতিয়ায় খ. সাতক্ষীরায় গ. কক্সবাজারে ঘ. সন্দ্বীপ উত্তরঃ খ

৭৩. পূর্বাশা দ্বীপের অপর নাম- ক. নিঝুম দ্বীপ খ. সেন্টমাটিন গ. দক্ষিণ তালপট্টি ঘ. কুতুবদিয়া উত্তরঃ গ

৭৪. দক্ষিণ তালপট্টি দ্বীপের-অপর নাম কি ? ক. কুতুবদিয়া খ. সোনাদিয়া গ. সন্দ্বীপ ঘ. পূর্বাশা দ্বীপ উত্তরঃ ঘ

৭৫. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ক. ভোলা খ. সন্দ্বীপ গ. সেন্টমাটিন ঘ. হাতিয়া উত্তরঃ ক

৭৬. মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত ? ক. বরিশাল খ. ভোলা গ. পটুয়াখালী ঘ. ঝালকাঠি উত্তরঃ খ

৭৭. নির্মল চর কোথায় অবস্থিত ? ক. ফেনী খ. ভোলা গ. রাজশাহী ঘ. হাতিয়া উত্তরঃ গ

৭৮. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত ? ক. সেন্টমার্টিনে খ. সুন্দরবনের দক্ষিন উপকূলে গ. ভোলা জেলায় ঘ. মাধবকুণ্ডের পাশে উত্তরঃ খ

৭৯. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত ? ক. নোয়াখালী খ. ফেনী গ. লালমনিরহাট ঘ. সাতক্ষীরা উত্তরঃ খ

৮০. চরফ্যাশন কোন জেলায় ? ক. ভোলা খ. বরিশাল গ. বাগেরহাট ঘ. লক্ষীপুর উত্তরঃ ক

বাংলাদেশ সাধারণ জ্ঞান ৮১-১০০

নোটঃ Suhag Talukdar

৮১. হিরন পয়েন্ট : সুন্দরবন :: এলিফ্যাণ্ট পয়েন্ট : ক. বান্দরবান খ. কক্সবাজার গ. রাঙ্গামাটি ঘ. সিলেট উত্তরঃ খ

৮২. Tiger Point কোথায় অবস্থিত ? ক. চট্টগ্রাম খ. বান্দরবান গ. কক্সবাজার ঘ. সুন্দরবন উত্তরঃ ঘ

৮৩. বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি ? ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. কর্ণফুলী উত্তরঃ খ

৮৪. বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী – ক. যমুনা খ. ব্রহ্মপুত্র গ. পদ্মা ঘ. মেঘনা উত্তরঃ ঘ

৮৫. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি ? ক. মেঘনা খ. যমুনা গ. পদ্মা ঘ. কর্ণফুলী উত্তরঃ ক

৮৬. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? ক. সুরমা খ. কর্ণফুলী গ. তিস্তা ঘ. মেঘনা উত্তরঃ খ

৮৭. মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে ? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি উত্তরঃ গ

৮৮. The river Naf runs in Bangladesh along the border of – ক. India খ. Nepal গ. Myanmar ঘ. Thailand ঙ. None of these উত্তরঃ গ

৮৯. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি ? ক. গোমতী খ. জিঞ্জিরাম গ. নাফ ঘ. কর্ণফুলী উত্তরঃ গ

৯০. বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? ক. নাফ খ. কর্ণফুলী গ. নবগঙ্গা ঘ. ভাগিরথী উত্তরঃ ক

৯১. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী ‘নাফ’ নদীর দৈর্ঘ্য কত ? ক. ৫০ কি.মি. খ. ৭৫ কি.মি. গ. ৫৬ কি.মি. ঘ. ৬৫ কি.মি. উত্তরঃ গ

৯২. সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি ? ক. নাফ নদী খ. রায়মঙ্গল নদী গ. হাড়িয়াভাঙ্গা নদী উত্তরঃ গ

৯৩. যে নদীর উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে – ক. মাতামুহুরী খ. নাফ গ. কর্ণফুলী ঘ. সাঙ্গু উত্তরঃ ঘ

৯৪. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি ? ক. গোমতী খ. মহানন্দা গ. কর্ণফুলী ঘ. হালদা উত্তরঃ ঘ

৯৫. কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে? ক. যমুনা খ. তিস্তা গ. আত্রাই ঘ. মহানন্দা উত্তরঃ গ

৯৬. কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশ প্রবেশ করেছে ? ক. হাড়িয়াভাঙ্গা খ. কুলিখ গ. আত্রাই ঘ. তিস্তা উত্তরঃ গ

৯৭. কোনটি নদ ? ক. মেঘনা খ. যমুনা গ. তিস্তা ঘ. ব্রহ্মপুত্র উত্তরঃ ঘ

৯৮. ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয় ? ক. ভারত খ. বাংলাদেশ গ. নেপাল ঘ. চীন উত্তরঃ গ

৯৯. কোনটি আন্তর্জাতিক নদী ? ক. সুরমা খ. কপোতাক্ষ গ. ব্রহ্মপুত্র ঘ. মেঘনা উত্তরঃ গ

১০০. বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় ? ক. হালদা খ. তিস্তা গ. তিতাস ঘ. করতোয়া উত্তরঃ ক

বাংলাদেশ সাধারণ জ্ঞান ১০১-১২০:

নোটঃ মোস্তাফিজুর রহমান সোহাগ

১০১. এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি ? ক. হালদা নদী খ. হাইল হাওড় গ. চলনবিল ঘ. হাকালুকি উত্তরঃ ক

১০২. নিচের কোন নদীটি মৃত নয়? ক. করতোয়া খ. চিত্রা গ. ইছামতি ঘ. হালদা উত্তরঃ ঘ

১০৩. বাংলাদেশের নদী গবেষণা ইন্সিটিউট কোথায়? ক. ফরিদপুর খ. চাঁদপুর গ. চট্টগ্রাম ঘ. নারায়ণগঞ্জ উত্তরঃ ক

১০৪. শিকস্তি-পয়স্তি কিসের সাথে সম্পর্কিত ? ক. চর প্রশাসনের আইন খ. নদী তীরবর্তী ভূমির ভাঙা গড়া গ. নদী অববাহিকার উৎসব ঘ. শিবের স্ত্রীর নাম উত্তরঃ খ

১০৫. ‘নদী সিকস্তি’ কারা ? ক. নদীর চর জাগলে যারা চর দখল করতে যারা খ. পূজা-পার্বণে যারা নদীতে স্নান করতে যায় গ. নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ ঘ. নদীতে জাল দিয়ে মাছ ধরার কাজে নিয়োজিত জনগণ উত্তরঃ গ

১০৬. গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ? ক. ৪ খ. ১৪ গ. ৭ ঘ. ৩৩ উত্তরঃ ঘ

১০৭. ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায় ? ক. নেপাল খ. মানস সরোবর গ. গঙ্গোত্রী ঘ. হিমালয় পর্বত উত্তরঃ খ

১০৮. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? ক. বরাইল খ. কৈলাস গ. কাঞ্চনজঙ্ঘা ঘ. গডউইন অস্টিন উত্তরঃ খ

১০৯. আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? ক. ফেনী নদী খ. সাঙ্গু নদী গ. নাফ নদী ঘ. কর্ণফুলী নদী উত্তরঃ খ

১১০. কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল – ক. তিব্বতের মানস সরোবর হ্রদ খ. লামার মইভার পর্বত গ. সিকিমের পার্বত্য অঞ্চল ঘ. আসামের লুসাই পাহাড়ের লংলেহ উত্তরঃ ঘ

১১১. মাতামহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে ? ক. লামার মইভার পর্বত খ. খাগড়াছড়ির বাদনাতলী পর্বত গ. আসামের লুসাই পর্বত উত্তরঃ ক

১১২. সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে ? ক. মনু খ. কর্ণফুলী গ. করতোয়া ঘ. সাঙ্গু উত্তরঃ গ

১১৩. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? ক. চাঁদপুর খ. সিরাজগঞ্জ গ. গোয়ালন্দ ঘ. ভোলা উত্তরঃ গ

১১৪. বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী , ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে – ক. গোয়ালন্দ খ. বাহাদুরাবাদ গ. ভৈরববাজার ঘ. নারায়ণগঞ্জ উত্তরঃ ক

১১৫. যমুনা নদী কোথায় পতিত হয়েছে? ক. পদ্মা খ. বঙ্গোপসাগর গ. ব্রহ্মপুত্র ঘ. মেঘনা উত্তরঃ ক

১১৬. পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? ক. গোয়ালন্দ খ. চাঁদপুর গ. ভৈরব ঘ. নরসিংদী উত্তরঃ খ

১১৭. সুরমা ও কুশিয়ারা এ দুটি নদীর মিলিত শ্রোতের নাম কি ? ক. কুশিয়ারা খ. বরাক গ. মেঘনা ঘ. নবগঙ্গা উত্তরঃ গ

১১৮. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? ক. ভৈরব খ. চাঁদপুর গ. দেওয়ানগঞ্জ ঘ. আজমিরীগন্জ উত্তরঃ ক

১১৯. তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে? ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. কর্ণফুলী উত্তরঃ গ

১২০. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? ক. রাজশাহী খ. পাবনা গ. বগুড়া ঘ. সিরাজগঞ্জ উত্তরঃ গ

নোটঃ মোস্তাফিজুর রহমান সোহাগ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.