প্রাইমারী প্রস্তুতি: সাধারণ জ্ঞান: বাংলাদেশ অংশ পর্ব ০১

প্রাইমারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন । এই অংশে সাধারণ জ্ঞান দেওয়া হল। বাংলাদেশ বিষয় ১ থেকে ৬০ পর্যন্ত েসাধারণ জ্ঞান আলোচনা করা হল।

সাধারণ জ্ঞান: বাংলাদেশ

১. বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের – ক. ২০°৩৮’- ২৬°৩৮’ খ. ২১°৩১’- ২৬°৩৩’ গ. ২২°৩৪’- ২৬°৩৮’ ঘ. ২০°২০’- ২৫°২৬’ উত্তরঃ ক

২. বাংলাদেশের মোট আয়তন – ক. ১,৪৭,৭৭০ বর্গ কি.মি. খ. ১,৪৬,৭৮০ বর্গ কি.মি. গ. ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. ঘ. ১,৪৬,৮৫০ বর্গ কি.মি. উত্তরঃ গ

৩. বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ? ক. ৫৪,৫০১ বর্গমাইল খ. ৫৬,৫০১ বর্গমাইল গ. ৫৭,৪০১ বর্গমাইল ঘ. ৫৮,৫০১ বর্গমাইল উত্তরঃ খ

৪. বাংলাদেশের উত্তরে অবস্থিত? ক. নেপাল ও ভুটান খ. পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম গ. পশ্চিমবঙ্গ ও কুচবিহার ঘ. পশ্চিমবঙ্গ ও আসাম উত্তরঃ খ

৫. বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত? ক. ৫২৮২ কি.মি. খ. ৫১৩৮ কি.মি. গ. ৫৩২০ কি.মি. ঘ. ৫০৪২ কি.মি. উত্তরঃ খ

৬. বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য – ক. ৪৭১৯ কি.মি. খ. ৪৮০৫ কি.মি. গ. ৫০৪০ কি.মি. ঘ. ৪৫০০ কি.মি. উত্তরঃ ক

৭. বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত ? ক. ৫৫০০ মাইল খ. ৪৪২৪ মাইল গ. ৩২২০ মাইল ঘ. ২৯২৮ মাইল উত্তরঃ ঘ

৮. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? ক. ৭১১ কি.মি. খ. ৭২৪ কি.মি. গ. ৭৮০ কি.মি. ঘ. ৮৬৫ কি.মি. উত্তরঃ ক

৯. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ? ক. ৪৫০ মাইল খ. ৪৬০ মাইল গ. ৪৪৫ মাইল ঘ. ৪৩৫ মাইল উত্তরঃ গ

১০. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? ক. ১২ খ. ১৪ গ. ১৬ ঘ. ১০ উত্তরঃ ক

১১. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? ক. ২৫০ নটিক্যাল মাইল খ. ২০০ নটিক্যাল মাইল গ. ২২৫ নটিক্যাল মাইল ঘ. ২১২ নটিক্যাল মাইল উত্তরঃ খ

১২. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি উত্তরঃ খ

১৩. যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি? ক. ভারত ও ভুটান খ. ভারত ও মালদ্বীপ গ. ভারত ও নেপাল ঘ. ভারত ও মায়ানমার উত্তরঃ ঘ

১৪. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? ক. ৩৩০০ কিলোমিটার খ. ৩৫৩৭ কিলোমিটার গ. ৩৭১৫ কিলোমিটার ঘ. ৩৯৩৫ কিলোমিটার উত্তরঃ গ

১৫. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য – ক. ২০৬ কিলোমিটার খ. ২৩৬ কিলোমিটার গ. ২৬০ কিলোমিটার ঘ. ২৮০ কিলোমিটার উত্তরঃ ঘ

১৬. বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে ? ক. মিয়ানমার খ. থাইল্যান্ড গ. নেপাল ঘ. দক্ষিণ কোরিয়া উত্তরঃ ক

১৭. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? ক. ৭টি খ. ৬টি গ. ৪টি ঘ. ৫টি উত্তরঃ ঘ

১৮. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? ক. ২৮ খ. ৩০ গ. ৩১ ঘ. ৩৫ উত্তরঃ খ

১৯. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই? ক. বান্দরবান খ. চাঁপাইনবাবগঞ্জ গ. পঞ্চগড় ঘ. দিনাজপুর উত্তরঃ ক

২০. কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? ক. ঠাকুরগাঁও খ. রংপুর গ. নওয়াবগঞ্জ ঘ. বাগেরহাট উত্তরঃ খ

সাধারণ জ্ঞান ২১-৪০:

২১. ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ? ক. আসাম খ. মেঘালয় গ. মিজোরাম ঘ. মনিপুর উত্তরঃ ঘ

২২. ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় ? ক. মেঘালয় খ. আসাম গ. ত্রিপুরা ঘ. মনিপুর উত্তরঃ ঘ

২৩. সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? ক. মেঘালয় খ. আসাম গ. নাগাল্যান্ড ঘ. মনিপুর উত্তরঃ ক

২৪. মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত? ক. উত্তরপূর্ব খ. পুর্ব গ. দক্ষিণপূর্ব ঘ. উত্তর উত্তরঃ গ

২৫. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ? ক. খাগড়াছড়ি খ. বান্দরবান গ. কুমিল্লা ঘ. রাঙ্গামাটি উত্তরঃ ঘ

২৬. বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে? ক. চট্টগ্রাম খ. কক্সবাজার গ. রাঙ্গামাটি ঘ. পটুয়াখালী উত্তরঃ গ

২৭. কোন জেলা রৌমারী ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত ? ক. নীলফামারী খ. কুড়িগ্রাম গ. দিনাজপুর ঘ. বগুড়া উত্তরঃ খ

২৮. বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? ক. সাতক্ষীরা খ. যশোহর গ. ফেনী ঘ. সিলেট উত্তরঃ গ

২৯. ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোন অঞ্চলে অবস্থিত? ক. মেঘালয় খ. কুচবিহার গ. মিজোরাম ঘ. ত্রিপুরা উত্তরঃ খ

৩০. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? ক. নীলফামারী খ. কুড়িগ্রাম গ. লালমনিরহাট ঘ. দিনাজপুর উত্তরঃ গ

৩১. আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? ক. রংপুর খ. নীলফামারী গ. লালমনিরহাট ঘ. দিনাজপুর উত্তরঃ গ

৩২. কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল ? ক. তিন বিঘা করিডোর খ. দহগ্রাম গ. জাফলং ঘ. রৌমারী উত্তরঃ খ

৩৩. বাংলাদেশের ভিতরে ভারতের কতগুলো ছিটমহল আছে ? ক. ৯৯টি খ. ১০৫টি গ. ১১১টি ঘ. ১২২টি উত্তরঃ গ

৩৪. ভারতের ছিটমহল নেই ? ক. লালমনিরহাটে খ. রংপুরে গ. কুড়িগ্রামে ঘ. নীলফামারীতে উত্তরঃ খ

৩৫. তিনবিঘা করিডোরের আয়তন কত ? ক. ১৭৮ ×৮৫ মিটার খ. ১৮৩ ×৮৭ মিটার গ. ১৮৭ ×৯৩ মিটার ঘ. ১৭৫ ×৭১ মিটার উত্তরঃ ক

৩৬. নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না? ক. মালভূমি খ. প্লাবন সমভূমি গ. পাহাড় ঘ. দ্বীপ উত্তরঃ ক

৩৭. ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উচু ভূমিকে বলে – ক. বরেন্দ্রভূমি খ. মধুপুরের গ. ভাওয়ালের গড় ঘ. কোনটিই নয় উত্তরঃ গ

৩৮. বরেন্দ্রভূমি হলো – ক. সাম্প্রতিককালে প্লাবন সমভূমি খ. টারশিয়ারী যুগের পাহাড় গ. প্লাইস্টোসিনকালের সোপান ঘ. পাদদেশীয় পলল সমভূমি উত্তরঃ গ

৩৯. বাংলাদেশের পাহাড় শ্রেনীর ভূ-তাত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে – ক. প্লাইসটোসিন যুগের খ. টারশিয়ারী যুগের গ. মায়োসিন যুগের ঘ. ডেবোনিয়ান যুগের উত্তরঃ খ

৪০. চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ? ক. হিমালয় খ. আরাকান ইয়োমা গ. কারাকোরাম ঘ. তিয়েনশান উত্তরঃ খ

সাধারণ জ্ঞান ৪১-৬০:

নোটঃ সোহাগ তালুকদার

৪১. Where is the’ Chimbuk Hill’ situated ? ক. Bangladesh খ. India গ. Pakistan ঘ. Endland উত্তরঃ ক

৪২. বাংলাদেশর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? ক. লালমাই খ. বাটালি গ. কেওক্রাডং ঘ. বিজয় উত্তরঃ ঘ

৪৩. The highest mountain peak in Bangladesh is – ক. Tajingdong খ. Bijoy Tajingdong গ. Bijoy Odong ঘ. Caocradong উত্তরঃ ক

৪৪. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত ‘বিজয়’ -এর পূর্ণ নাম – ক. কেউক্রেডং খ. তাজিংডং গ. বাটালি ঘ. ক-১২ উত্তরঃ খ

৪৫. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি ? ক. গারো পাহাড় খ. লালমাই পাহাড় গ. চিম্বুক পাহাড় ঘ. কুলাউড়া পাহাড় উত্তরঃ ক

৪৬. চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? ক. সীতাকুন্ডুতে খ. খাগড়াছড়িতে গ. মৌলভীবাজারে ঘ. টেকনাফে উত্তরঃ ক

৪৭. লালমাই পাহাড় নিচের কোন অঞ্চলে অবস্থিত? ক. রাজশাহী খ. বগুড়া গ. বরিশাল ঘ. কুমিল্লা ঙ. কক্সবাজার উত্তরঃ ঘ

৪৮. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা- ক. মারিস্যা ভ্যালি খ. খাগড়া ভ্যালি গ. জাবরি ভ্যালি ঘ. ভেঙ্গি ভ্যালি উত্তরঃ ঘ

৪৯. ‘হালদা ভ্যালি’ কোথায় অবস্থিত ? ক. রাঙ্গামাটি খ. খাগড়াছড়ি গ. বান্দরবান ঘ. সন্দ্বীপ উত্তরঃ খ

৫০. কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? ক. ১২০ কি.মি. খ. ১২৫ কি.মি. গ. ১৫৫ কি.মি. ঘ. ১৭০ কি.মি. উত্তরঃ ক

৫১. Which of the following is the longest beach in the world ? ক. Miami খ. Kuakata গ. California ঘ. Cox’s Bazar উত্তরঃ ঘ

৫২. বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় ? ক. কক্সবাজার খ. কুয়াকাটা গ. দীঘা ঘ. পাটায়া উত্তরঃ ক

৫৩. কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? ক. পটুয়াখালীতে খ. ভোলা গ. ঝালকাঠি ঘ. পিরোজপুর উত্তরঃ ক

৫৪. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত – ক. নোয়াখালীর ছাগলনাইয়া খ. চট্টগ্রামের বাঁশখালী গ. খুলনার মংলা ঘ. পটুয়াখালীর কুয়াকাটা উত্তরঃ ঘ

৫৫. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ (Swatch of no ground ) এর মানে- ক. একটি খেলার মাঠ খ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম গ. একটি প্লাবন ভূমির নাম ঘ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম উত্তরঃ ঘ

৫৬. Which is the largest riverine delta in the world ? ক. Bangladesh খ. Vietnam গ. Egypt ঘ. Laos উত্তরঃ ক

৫৭. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? ক. সেন্টমার্টিন খ. মহেশখালী গ. হাতিয়া ঘ. সন্দ্বীপ উত্তরঃ ক

৫৮. সেন্টমার্টিন কি ধরনের দ্বীপ? ক. ব-দ্বীপ খ. প্রবাল দ্বীপ গ. পাললিক দ্বীপ ঘ. আগ্নেয় দ্বীপ উত্তরঃ খ

৫৯. বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপের আর একটি নাম কি? ক. নারিকেল জিঞ্জিরা খ. সোনাদিয়া গ. কুতুবদিয়া ঘ. নিঝুম দ্বীপ উত্তরঃ ক

৬০. বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপ কোন জেলায় ? ক. ভোলা খ. নোয়াখালী গ. চট্টগ্রাম ঘ. কক্সবাজার উত্তরঃ ঘ

নোটঃনোটঃ সোহাগ তালুকদার

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.