সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ পরীক্ষা ১২ টি জেলায় একযোগে ২০ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। জেলা গুলো হল মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, ফেনী, লক্ষ্মীপুর এবং জয়পুরহাট। পরবর্তীতে ধাপে ধাপে বাকি জেলাগুলোতে পরীক্ষা নেয়া হবে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ প্রশ্ন সমাধান:
সরকারি প্রাথমিক বিদ্যালয় চাকরির পরীক্ষা – ২০১৪ এর সম্পূর্ণ প্রশ্ন সমাধান গুলো জেনে নিই।
বাংলা প্রশ্ন সমাধান:
১। প্রাচীন এর বিপরীত শব্দ কোনটি? উঃ অর্বাচীন
২। নন্দিত এর এর বিপরীত শব্দ কি? উঃ নিন্দিত
৩।বহুব্রীহি সমাস কত প্রকার? উঃ ৮ প্রকার
৪। দেশের জন্য সেবা কর । দেশের কোন কারকে কোন বিভক্তি? উঃ কর্মে ষষ্ঠী
৫। কথায় বর্ণনা করা যায় না যা – এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি? উঃ অনির্বচনীয়
৬। কোনটি শুদ্ধ বানান? উঃ আদ্যাক্ষর
৭। ‘নিকুঞ্জ’ শব্দের সঠিক অর্থ কোনটি? উঃ বাগান
৮। ‘প্রত্যুষ’ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন? উঃ প্রতি + ঊষ
৯। ‘মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে’- ‘মাথা খাও’ বলতে বুঝায়- উঃ মাথার দিব্যি
১০। লোক সাহিত্য কী? উঃ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী , গান, ছড়া ইত্যাদি
১১। নীল লোহিত কার ছদ্মনাম? উঃ সুনীল গঙ্গোপাধ্যায়
১২। ‘দুর্দান্ত’এর বিপরীতার্থক শব্দ কোনটি? উঃ নিরীহ
১৩। বৃষ্টি পড়ে টাপুর টুপুর- এখানে’ টাপুর টুপুর ‘ কোন ধরনের শব্দ? উঃ ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
১৪। ‘কচুবনের কালাচাঁদ’ বাগধারাটির অর্থ কি? উঃ অপদার্থ
১৫। শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল – কোন সমাস? উঃ অব্যয়ীভাব
১৭। ‘অন্বেষণ ‘এর সন্ধি বিচ্ছেদ কি? উঃ অনু + এষণ
১৮। Diamond cuts diamond অর্থ কি? উঃ মানিকে মানিক চেনে
১৯। ‘বরণের যোগ্য যিনি’ – বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন? উঃ বরেণ্য ২০। কোন বানানটি অশুদ্ধ? উঃ উপচার্য
ইংরেজি প্রশ্ন সমাধান:
1. the singular of ‘leaves’ = leaf
2.I prefer tea — coffee = to
3.We were watching the news when the telephone =rang
4.The sentence ” empty vessels sound much’ refers = A little learning is dangerous thing
5.the roads of the Dhaka are wider = than those of sylhet
6.She asked me ‘ Are you happy in new job? Indirect sp = She asked me If I was happy in my new job.
7.precedence means = A matter of deal with 8.dissimilar pair = prevent : preserve
9.Infancy = abstract noun
10.He prefers — European = a
11.correction = you , he , I
12.spelling =Accelerate
13.correction = He was hanged for murder
14.Among used = more than two
15.Deliberate means = known
16.Everything = pronoun
17.I have to do it . ( passive) = I has to be done by me
18.It is now 11 a.m . The sun — in the eastern sky = is shining 19.prior to means = before
বিজ্ঞার, কম্পিউটার ও সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১। মৌলিক পদার্থ কোনটি? উঃ লোহা
২। Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে? উঃ ডলি
৩। বাংলাদেশে প্রথম এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী কে? উঃ নিশাত মজুমদার
৪। বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে? উঃ নিউইয়র্ক
৫। সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে?উঃ মঙ্গল শোভাযাত্রা
৬। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি ? উঃ রাজা শশাঙ্ক
৭। চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় না? উঃ পিতল ৮। বাংলাদেশে সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ? উঃ কর্নফুলী
৯। জাতিসংঘের অঙ্গসংস্থা নয়? উঃ আন্তর্জাতিক রেডক্রস
১০। বাংলাদেশ-মিয়ানমার সমুদ্র সীমার রায় হয়? উঃ ১৪ মার্চ, ২০১২ ১১। ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন? উঃ ইসলাম খাঁ
১২। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল? উঃ ১০ নং সেক্টর
১৩। কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? উঃ মায়ানমার
১৪। নিচের কোনটি বাংলা লিখার সফটওয়্যার? উঃ বিজয়
১৫। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? উঃ মৌর্য
১৬। বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা হলেন? উঃ সেতারা বেগম
১৭। নিম্নোক্ত নামের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন? উঃ মুন্সী আব্দুর রহিম
১৮। বাদুড় অন্ধকারে চলাফেরার সময় কিভাবে দিক নির্ণয় করে? উঃ আলট্রাসনিক শব্দের মাধ্যমে
১৯। ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে- উঃ ৩৫০ নটিকেল মাইল
২০। কোনটি সবচেয়ে বড় ডাটার একক? উঃ টেরাবাইট।