পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনীর পরিবর্তে কেন ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে?
Ans: যুদ্ধ-বিগ্রহ, জয়-পরাজয়, আত্মসমর্পণ সম্পর্কে জেনেভা কনভেনশনের আন্তর্জাতিক নীতিমালা আছে। জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলো যুদ্ধ-বিগ্রহ, জয়-পরাজয়, আত্মসমর্পণ ইত্যাদির ব্যাপারে এই নীতিমালা মানতে বাধ্য। নীতিমালাগুলো হলো পরাজিত সৈন্যদের নির্যাতন বা হত্যা করা যাবে না, উন্নত খাবার ও সুযোগ-সুবিধা দিতে হবে ইত্যাদি। বাংলাদেশ জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয় বিধায় পাকিস্তানি সেনাবাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়নি। কারণ তাঁদের ধারণা ছিল তাঁরা বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করলে বাংলাদেশ জেনেভা কনভেনশনে বর্ণিত নীতিমালা অনুযায়ী আচরণ করবো না। এমনকি মুক্তিবাহিনী তাঁদের হত্যাও করতে পারে। কিন্তু ভারত ছিল জেনেভা কনভেনশন স্বাক্ষরকারী দেশ। তাই পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনীর পরিবর্তে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।