NSI সহকারি পরিচালক পদের নিয়োগ পরীক্ষার পূর্ণ সমাধান- ২০১৯
বাংলা (২০x১.২৫=২৫)
1. কোন শব্দযুগল বিপরীতার্থক-? -উন্মীলন-নির্মীলন
2. কোনটি ফারসি উপসর্গ?- কম
3. রাতে তারা দেখা যায়-কোন কারকে কোন বিভক্তি?— অধিকরণে সপ্তমী
4. নাতিশীতোষ্ণ ” কোন সমাসের উদাহরণ ?-নঞ্ তৎপুরুষ।
5. অলুক তৎপুরুষ – সোনার তরী
6. কৃপাণ শব্দের অর্থ কি? উত্তর: তরবারি
7. ‘বাবা’ কোন ভাষার শব্দ?— তুর্কি।
8. মৌন শব্দের বিপরীত শব্দ- মুখর
9. Defendant শব্দের পরিভাষা- বিবাদী
10. হাড়ে বাতাস লাগা অর্থ- কোনটিই নয় ( অর্থ হচ্ছে স্বস্তি পাওয়া)
11. উত্থাপন সন্ধি বিচ্ছেদ- উৎ+স্থাপন
12. কুহক- এর স্ত্রীবাচক শব্দ? – কুহকিনী
13. স্বভাবতই মূর্ধন্য ণ হয় কোনটাতে?— বাণ
14. কাদনা> কান্না কোন ধরণের ধ্বনি পরিবর্তন? -সমীভবন
15. নিচের কোনটি সমাসের মাধ্যমে গঠিত?— আমরা
16. যুগসন্ধিক্ষণের কবি? – ঈশ্বরচন্দ্র গুপ্ত
17. “বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকড়াইয়া পরিয়া থাকে”-কোন রচনার অংশ? – যৌবনের গান
18. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত- অতসী মামী
19. রুপাই কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?— নকশী কাঁথার মাঠ
20. ঐতিহাসিক মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক মুলত কে?- চন্দকুমার দে
English (20×1.25=25)
Find Odd word (21- 25)
21. a. Dulcet b. Mellifluous c. Melodious d. Raucous e. Harmonious
Ans: Raucous অর্থ কর্কশ, বাকিগুলোর অর্থ মসৃণ/ সুমধুর
22. a. Magnificent b. Glorious c. Splendid d. Outstanding e. Average
Ans: Average
23. a. Obscure b. Limpid c. Ambiguous d. Vague e. Wispy
Ans: Limpid অর্থ নির্মল, পরিষ্কার বাকিগুলোর অর্থ অস্পষ্ট/ দ্ব্যর্থক
24. a. Paltry b. Significant b. Negligible d. Immaterial e. Trivial
Ans: Significant
25. a. Discord b. Conflict c. Friction d. Dispute e. Consent
Ans: Consent সম্মতি, বাকিগুলোর অর্থ অনৈক্য/বিতর্ক
Fill in the gap in the text (26-30)
Geological deposits of salt were formed millions of years ago, when what is now land, lay under the sea. It is hard to believe that salt is now such a cheap …….. (commodity), because centuries ago it was the commercial ……..(equivalent) of today’s oil. The men who mined salt became wealthy and, despites the risk, a job in a salt mine was highly ……..(coveted) . Nowadays, the specific microclimates in disused mines have been ……..(exploited) for the treatment of respiratory illnesses such as asthma, and the silent, dark surroundings in a mine are considered …….. (congenial) in encouraging patients to relax. Android App: Job Circular
Sentence Correction (31- 35)
31. There is no mother but loves her child- No error
32. I need to buy some equipment- No error
33. I would rather die than bribe- bribe
34. The picture has hung on the wall- (Incorrect: has)
35. I prefer tea than coffee in the morning- (Incorrect- than>to)
Closest Meaning (36-40)
36. Cats and dogs- heavily
37. looked into- investigate
38. deny- refuse
39. for good- forever
40. out of order- None
গণিত (২০x১.২৫=২৫)
41. ২ক*২ -১৬ক +৮= ০ , ক এর স্পম্ভাব্য মানগুলোর যোগফল? উঃ ৮
42. একটি ঝুড়িতে রাখা আম , কমলা ও লিচুর অনুপাত ৭:৩:২, কিছু আম সরিয়ে কিছু লিচু ও কমলা রাখলে অনুপাত হয় ৯:৫:৪। সর্বনিম্ন কয়টা লিচু যোগ করা হয়েছিল? উঃ ২টি
43. আবুলের সাপ্তাহিক বেতন ১৬% বৃদ্ধিতে উপার্জন ৮১২ টাকা হলে সাপ্তাহিক বেতন ১০% বৃদ্ধিতে উপার্জন কত? উঃ ৭৭০ টাকা
44. ঘনকের বাহুর দৈর্ঘ ৩ মিটার হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? উঃ৫৪ বর্গমিটার
45. ১০ টা ১২ মিনিটে ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত? উঃ ১২৬ ডিগ্রি
46. একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের ৫০% বাংলায় পাশ, অন্য একটি ক্লাসের ১০০জন ছাত্রের ৬০% বাংলায় পাশ করে। মোট ছাত্রের ৫৫% বাংলায় পাশ করলে মোট ছাত্রের সংখ্যা কত? উঃ ২০০
47. x এর সকল মানের জন্য (ax+২)(bx+৭)=১৫x*2+cx+১৪ এবং a+b=৮ হলে, c এরমান কত হতে পারে? উঃ ৩১ ও ৪১
48. একটি দোকানে দুই ধরণের খাবার পাওয়া যায় যার মূল্য ৬৫ টাকা ও ২০ টাকা যথাক্রমে। মোট ২০৯ টা খাবারের মূল্য ৮৩৬৫ টাকা হলে ৬৫ টাকার খাবার কয়টা বিক্রি হয়েছিল? উঃ ৯৩
49. আসাদ খেজুর বিক্রি করে ৩০০ টাকা দরে।তার ত্রুটিপূর্ণ পাল্লায় ৯০০ গ্রামকে ১ কেজি দেখায়।রমজানে ১০% মূল্যহ্রাসে খেজুর বিক্রি করে লাভ বা লোকসান না হলে খেজুরের ক্রয়মূল্য কত টাকা? উঃ কোনটিই নয়
50. সজীব তার বাসা থেকে ৪ কিমি দূরে ৫০ মিনিটে যায়। আসার সময় তার গতি ১০% কমে গেলে মোট কত সময় আসা যাওয়াতে লাগে? উঃ ১০৬ মিনিট( ১০৫.৫৫)
51. ১৮০ মিটার ট্রেন ৫৪ কিমি/ঘণ্টা গতিবেগে ৭২০ মিটার ট্যানেলে প্রবেশ করে।ট্যানেলটি অতিক্রম করতে কত সময় লাগবে? উঃ ৬০ সেকেন্ড
52. ঘনমূল ২ঃ ঘনমূল ৪= ৭ঃ ? উঃ ১৪
53. দুটি ছক্কা একযোগে নিক্ষেপে যোগফল ১০ হওয়ার সম্ভাব্যতা কত? উঃ কোনটিই নয় ( ১/১২)
54. যদি একটি সংখ্যা ক এর ১২০%, অপর একটি সংখ্যা খ এর ৮০% হয়, তবে ক+খ এর মান কত? উঃ কোনটিই নয়
55. ৬ জন লোক ও ৮ জন বালক একটি কাজ ১০ দিনে করে। একই কাজ ২৬ জন লোক ও ৪৮ জন বালক ২ দিনে করে। ১৫ জন লোক ও ২০ জন বালক ঐ কাজ কত দিনে করতে পারবে? উঃ ৪ দিন
56. ৬% সুদে ১০০০০টাকা আর ৮% সুদে কত টাকা বিনিয়োগে মোট ৭% হারে সুদ পাওয়া যাবে? উঃ কোনটিই নয় ( ১০০০০)
57. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ৬, ৮, ১০ মিটার। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর দুরত্ব কত মিটার? উঃ ৪ মিটার
58. আবুর মাসিক আয় বাবুর থেকে ৪০% বেশি এবং বদির আয়ের ৭/৮ অংশ, বাবুর আয় ৫০০০ টাকা হলে তিনজনের মোট আয় কত? উঃ ২০০০০ টাকা
59. কুরিয়ার সার্ভিসে প্রথম ১০ কেজি পন্য পরিবহনে সার্ভিস চার্জ প্রতি কেজি ৫ টাকা এবং ১০ কেজির বেশি পন্যে প্রতি কেজি ৩ টাকা হলে ২৭ কেজি পন্য পরিবহনে মোট চার্জ কত? উঃ কোনটিই নয় ( ১০১ টাকা)
60. Q এর মান কত হলে 4Y*2 -QY+16 রাশিটি পূর্ণবর্গ হবে? উঃ 16
সাধারন জ্ঞান (২০x১.২৫=২৫)
61. দোয়েল চত্বরের স্থপতি কে?— আজিজুল জলিল পাশ
62. স্বাধীনতার ঘোষণাপত্র কোন সংশোধনী তে যোগ করা হয়?— পঞ্চদশ
63. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণগ্রহন করে- আন্তর্জাতিক উন্নয়ন তহবিল (IDA) থেকে
64. বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কিত?- গলফ
65. বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের স্বীকৃতি কোন সংস্থা থেকে লাভ করে?- WIPO
66. দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) কোথায় স্থাপন করা হয়েছে?— মহেশখালী
67. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায়? – ঢাকা
68. মূল্য সংযোজন কর দিবস- ১০ ডিসেম্বর ( ২০১৭ হতে পালিত হচ্ছে এই দিনে, আগে ছিল ১০ জুলাই) এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
69. আমাজন বনভূমি কোন ধরণের বনভূমি- গৃষ্মমন্ডলীয় ঘনবর্ষন বনাঞ্চল
70. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে — ৪১
71. মিলোনেশিয়ার দেশ? — ফিজি
72. জি-৭ থেকে যোগদান করে আবার বের হয়ে গেছে? – রাশিয়া
73. CIRDAP এর উদ্যোক্তা কোন সংগঠন?—FAO
74. ওজোন স্তর সুরক্ষায় স্বাক্ষরিত হয়?- ভিয়েনা কনভেনশন
75. প্রাচীন সিল্করোড পূর্বের কোন দেশ পর্যন্ত এসেছে?- চীন
76. সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র? – তাজিকিস্তান
77. ফ্রিডম স্কয়ার কোথায় অবস্থিত? — জর্জিয়া
78. ওপেন সোর্স অপারেটিং সিস্টেম- Ubuntu
79. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় সংগ্রহ? – কোনটিই নয় ( উঃ জিম্বাবুয়ে-35 vs SL 2004, কানাডা- 36 vs SL 2003)
80. কোন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা অস্কার পান? – কেউ না (সত্যজিৎ রায় প্রথম বাঙালি)


