জাতীয় নদী রক্ষা কমিশনের অস্থায়ী রাজস্ব খাতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। National River Conservation Commission বিভাগে নিম্নলিখিত পদ পূরণের নিমিত্ত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশনে আগ্রহীরা আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
জাতীয় নদী রক্ষা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ঃ
পদের নামঃ
- সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) – ০১ জন ।
- সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) – ০১ জন ।
- সহকারী পরিচালক (পরিবীক্ষন ও সমন্বয়) – ০১ জন ।
- সহকারী প্রধান (জিও টেকনিক্যাল) – ০১ জন ।
- সহকারী প্রধান (জীব বিজ্ঞান) – ০১ জন ।
- সহকারী প্রধান (পরিবেশ ও প্রতিবেশ) – ০১ জন ।
- সহকারী প্রধান (পানি প্রকৌশল) – ০১ জন ।
- সহকারী প্রোগ্রামার – ০১ জন ।
- হিসাব রক্ষক – ০১ জন ।
- সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর – ০৩ জন ।
- ক্যাশিয়ার – ০১ জন ।
- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর – ০৮ জন ।
- ডাটা এন্ট্রি অপারেটর – ০১ জন ।
কাজের ধরনঃ
জাতীয় নদী রক্ষা কমিশন বিভাগে চাকরি হল ফুল টাইম ।
বেতনঃ
- সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) – ২২,০০০ – ৫৩,০৬০ টাকা ।
- সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) – ২২,০০০ – ৫৩,০৬০ টাকা ।
- সহকারী পরিচালক (পরিবীক্ষন ও সমন্বয়) – ২২,০০০ – ৫৩,০৬০ টাকা ।
- সহকারী প্রধান (জিও টেকনিক্যাল) – ২২,০০০ – ৫৩,০৬০ টাকা ।
- সহকারী প্রধান (জীব বিজ্ঞান) – ২২,০০০ – ৫৩,০৬০ টাকা ।
- সহকারী প্রধান (পরিবেশ ও প্রতিবেশ) – ২২,০০০ – ৫৩,০৬০ টাকা ।
- সহকারী প্রধান (পানি প্রকৌশল) – ২২,০০০ – ৫৩,০৬০ টাকা ।
- সহকারী প্রোগ্রামার – ২২,০০০ – ৫৩,০৬০ টাকা ।
- হিসাব রক্ষক – ১১,৩০০ – ২৭,৩০০ টাকা ।
- সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর – ১১,০০০ – ২৬,৫৯০ টাকা ।
- ক্যাশিয়ার – ১০,২০০ – ২৪,৬৮০ টাকা ।
- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর – ৯,৩০০ – ২২,৪৯০ টাকা ।
- ডাটা এন্ট্রি অপারেটর – ৯,৩০০ – ২২,৪৯০ টাকা ।
শিক্ষাগত যোগ্যতাঃ
নিচের বিজ্ঞপ্তি ছবিতে দেখুন ।
আবেদন করার প্রক্রিয়াঃ
নিচের বিজ্ঞপ্তি ছবিতে দেখুন ।
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এই লিংকেঃ http://nrcc.teletalk.com.bd/
অনলাইনে আবেদন করা যাবেঃ
জাতীয় নদী রক্ষা কমিশনের চাকরির জন্য আবেদন করা যাবে ২৪/০৭/২০১৮ ইং থেকে ৩০/০৮/২০১৮ ইং তারিখ পর্যন্ত ।
National River Conservation Commission Job Circular 2018:
বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)