LGED Job Circular : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নতুন চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদে মোট ১৮০ জনবল নিয়োগ করা হবে । LGED Niyog Biggopti অনুয়ায়ী পদসমূহে যোগ্যতা থাকা শর্তে আবেদন করতে পারবেন। নিচে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চাকরির সার্কুলার ২০২১
প্রতিষ্ঠানের নামঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)
পদের নামঃ হিসাব সহকারী
পদ সংখ্যাঃ ১৮০ টি
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সঃ অনুর্ধ্ব ৩০ বছর।
আবেদন ফিঃ ১১২/- টাকা
আবেদন শুরু তারিখঃ
আবেদনের শেষ তারিখঃ ২৬/02/২০২১
আবেদনের লিংকঃ http://lged.teletalk.com.bd
LGED Job Circular 2021
h


LGED তে অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী
অনলাইনে আবেদনের জন্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট http://lged.teletalk.com.bd এ ভিজিট করুন। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, ও সকল শিক্ষা যোগ্যতা সঠিকভাবে পূরণ করে আবেদন করুন । সঠিকভাবে আবেদনপত্র পূরণ করার পরে, আবেদন ফরম টি ডাউনলোড করে সংরক্ষন করুন । সঠিকভাবে পূরণ করার পরে একটি নির্দিষ্ট ইউজার আইডি পাবেন । নিন্মলিখিতভাবে এসএমএসের মাধ্যমে আবেদন করুন ।
SMS প্রেরণ ও পরীক্ষার ফি প্রদান
টেলিটক প্রিপেইড সিম কার্ড হতে আবেদন ফি পরিশোধ করতে পারবেন । আবেদন ফরম হতে ইউজার আইডি সংগ্রহ করে নিম্নলিখিতভাবে এসএমএস করুন –
১ম মেসেজঃ LGED <space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: LGED ABCDEF and send 16222 ।
২য় মেসেজঃ LGED<space>Yes<space>Pin and send 16222
উদাহরণ: LGED YES 12345678 ।
আশা করি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চাকরির নিয়োগ বুঝতে পেরেছেন । আবেদন শেষ হওয়ার পূর্বে, আবেদন যোগ্যতা থাকা শর্তে চাকরিতে আবেদন করুন ।