হামদর্দ ইউনানি, আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা বিজ্ঞানের আধুনিকায়নের পথিকৃৎ। শতাব্দী ব্যাপী নিরবিচ্ছিন্ন গবেষণা ও সর্বাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সমন্বয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গাইডলাইন এবং জিএমপি অনুসরণ করে ইউনানি, আয়ুর্বেদিক এবং হারবাল ওষুধকে ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ, অয়েন্টমেন্ট ইত্যাদি আধুনিক পরিবেশনায় উৎপাদন ও বাজারজাত করছে।
বাংলাদেশ হামদর্দ হলিস্টিক প্রােডাক্ট এবং হলিস্টিক চিকিৎসা সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগােড়ায় আরও দ্রুত পৌছে দেয়ার লক্ষ্যে শূণ্য পদে নিয়ােগের জন্য সৎ, উদ্যমী, গতিশীল, পরিশ্রমী ও টার্গেট অর্জনে দৃঢ় প্রত্যয়ী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) নিয়োগ বিজ্ঞপ্তিঃ
১. মেডিকেল অফিসার
শিক্ষাগত যােগ্যতাঃ বি.ইউ.এম.এস
বয়সঃ অনুর্ধ্ব ৩০ বছর ।
২. মেডিকেল প্রতিনিধি
শিক্ষাগত যােগ্যতাঃ স্নাতক (বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে) । বয়সঃ অনুর্ধ্ব ৩০ বছর ।
৩. অফিস সহকারী কাম কাউন্টার সেলসম্যান
শিক্ষাগত যােগ্যতাঃ স্নাতক (বাণিজ্য বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে) । বয়সঃ অনুর্ধ্ব ৩০ বছর।
৪. পিয়ন।
শিক্ষাগত যােগ্যতাঃ এস.এস.সি । বয়সঃ অনুর্ধ্ব ২৫ বছর ।
সকল পদে বাংলাদেশের যে কোনাে স্থানে অবস্থিত হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রসমূহে কাজ করার মানসিকতা থাকতে হবে।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) চাকরি বিজ্ঞপ্তি ২০১৮ঃ
আগ্রহী প্রার্থীদের সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, মার্কসিট ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্যতােলা ৩ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি এবং পূর্ণ জীবন বৃত্তান্তসহ
আবেদনপত্র আগামী ১৬ এপ্রিল ২০১৮ খ্রিঃ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযােগে প্রেরণ করার জন্য অনুরােধ করা যাচ্ছে। উল্লেখ্য যে, ২, ৩ এবং ৪ নং পদের জন্য ফেরতযােগ্য জামানত আবশ্যক। খামের উপরে স্পষ্ট অক্ষরে পদের নাম লিখতে হবে।
পরিচালক মানব সম্পদ উন্নয়ন
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ হামদর্দ ভবন, ৯৮-৯৯ বীর উত্তম সি.আর. দত্ত সড়ক (পুরাতন ২৯১/১ সােনারগাঁও রােড)
কলাবাগান, ঢাকা-১২০৫।