জিআরই পরীক্ষার দিন মূল পরীক্ষার স্টেশনে বসার আগ পর্যন্ত আপনার বেশ কিছু কাজ করতে হবে। তাই পরীক্ষার হলে কি কি সাথে নিতে হবে এবং স্টেশনের যাবার আগে কিকি লকারে রেখে যেতে হবে তার ক্লিয়ারকাট ধারণা থাকা চাই।
জিআরই পরীক্ষা: শেষ মুহূর্তে যা করণীয়ঃ
পরীক্ষার দিন সাথে নেবেনঃ
- পাসপোর্ট
- জিআরই রেজিস্ট্রেশন কনফারমেশন টিকেট (প্রিন্ট)
- কলম
- হাতঘড়ি, ডায়ালযুক্ত হলে ভালো হয়; ঘড়ির কাটার অংক আসলে সূত্র ভুলে গেলেও কাজে আসবে
- মোবাইল ফোন
- মানিব্যাগ
- পানির বোতল
- শুকনো খাবার (পরীক্ষার মধ্যে ছোট একটা ব্রেক পাবেন; বাইরে এসে ব্রেইনকে পুষ্টি যোগাতে এই পরামর্শ)
- ব্যাকপ্যাক
মূল পরীক্ষার স্টেশনে যাবার আগেঃ
উপরের সবগুলো একটি লকারে বন্দী করে রেখে যেতে হবে। আপনার সাথে যাবে শুধু:
পাসপোর্ট
হাতঘড়ি (Digital watch and smartwatches are not allowed)
✫ পরীক্ষাকেন্দ্র থেকে বাড়তি যা দেওয়া হবে:
- হলুদ রঙের তিনটি পেইজ, রাফ করার জন্য
- একটি পেন্সিল
- একটি ইরেজার
আরেকটা কথা। ইরেজার (eraser) শব্দটার বহুল প্রচলিত বাংলাদেশী ইংলিশ কি জানেন তো? হ্যা, রাবার (rubber). ভাই, আমেরিকায় আসার আগেই এই ইংলিশটা দয়া করে মেমোরী থেকে ঝেড়ে ফেলুন। রাবার বলতে আমেরিকানরা মাত্র একটা জিনিসই বোঝে।.. সেই বস্তুটি কি তা জানার জন্য “American meaning of rubber” লিখে একটু গুগলিং করেই দেখুন।
সঠিক সময়ে হাজির হওয়া:
পরীক্ষা কেন্দ্রে কমপক্ষে ৪৫-৬০ মিনিট আগে আসা উচিত। কেননা মূল পরীক্ষার আগে কয়েকটি ধাপ পার হতে হবে। ছবি তুলা, স্ক্যান করা, তথ্য মিলিয়ে দেখা, এক রাউন্ড প্রাকটিস করানোর জন্য ৩০মিনিটের অধিক সময় লাগতে পারে। সে কারনে সঠিক সময়ের আগে ভেন্যুতে হাজির হওয়া আবশ্যক।
সাথে করে খাবার নিয়ে যাওয়া:
১৮০ মিনিটের মূল পরীক্ষার সাথে শুরুর ট্রায়াল হিসেবে আরো ৪০-৬০ মিনিট। সে হিসেবে মোট চার ঘন্টা আপনাকে পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুতির জন্য আপনার শরীরের চাই নিরবিচ্ছিন্ন গ্লুকোজের যোগান। পরীক্ষার সময় ব্যাগে করে হালকা খাবার (স্ন্যাকস জাতীয় খাবার) এবং গ্লুকোজের শরবত রাখুন। মনে রাখবেন ব্রেইনের প্রধান কোষ নিউরনের শক্তির উৎস হলো গ্লুকোজ, কাজেই ব্রেইনকে খাটানোর আগে তাকে প্রস্তুত করে নিন। প্রতিটি ভেন্যুতে লকার রুম থাকে, চাইলে লকার রুমে জমা রাখা যাবে। বিরতির সময়ে সহজেই ১০ মিনিটের সময় তাড়াতাড়ি খেয়ে নেবেন।