পৃথিবীতে ভাষার জন্য জীবন দিয়েছে এরকম একমাত্র জাতি – বাঙালি। কিন্তু অনেক খারাপ লাগে যখন দেখি সেই বাংলা ভাষাটাই আমরা সঠিক ভাবে লিখতে পারি না। এইতো আর কিছুদিন পরেই ২১শে ফেব্রুয়ারি। বাংলাদেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ ব্যানার, পোস্টার, ফেস্টুন ঝুলানো হবে এই উপলক্ষে।
আরও পড়ুনঃ ২১শে ফেব্রুয়ারি নিয়ে ২১ প্রশ্নোত্তর,

দুঃখের বিষয় হচ্ছে এসকল ব্যানার, পোস্টার বা ফেস্টুনে অধিকাংশ ক্ষেত্রেই বানান ভুলের সংখ্যা দেখা যায় মাত্রাধিক হারে। তাও মানা যেত, যদি ২১শে ফেব্রুয়ারি সম্পর্কিত পোস্টারে অন্তত ২১শে ফেব্রুয়ারি বানানটা সঠিক হতো।
২১শে ফেব্রুয়ারি VS ২১এ ফেব্রুয়ারি
লক্ষ্য করুন – ২১শে ফেব্রুয়ারি মানে কত তারিখ? ফেব্রুয়ারির ২১ তারিখ। এখন এই ২১ সংখ্যাটিকে যদি বানান করে লেখা হয় তাহলে হবে ‘একুশ’। এর সাথে যখন ‘শে’ যুক্ত করা হয় তখন সংখ্যাটি হয় ‘একুশশে’ অর্থাৎ ফেব্রুয়ারির ২১০০ তম দিনে ভাষাশহিদেরা জীবন দিয়েছেন – যা সম্পূর্ণ ভুল।
তাই সঠিক বানান হবে ২১এ ফেব্রুয়ারি। আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে এই ভুল সংশোধনের জন্য চেষ্টা করব। কারণ আজ আমরা যদি ভুলের প্রতিবাদ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মই ভুল শিখবে।