বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এর ৯টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৮পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে সহকারী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে সিলেট বিভাগের আওতাধীন সিলেট, সুনামগঞ্জ ,হবিগঞ্জ, এবং মৌলভীবাজার জেলায় স্থায়ী বাসিন্দা নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে।
সিলেট ডিভিশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নামঃ বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট
চাকরির ধরনঃ সরকারি
আবেদন শুরু তারিখঃ ১৫ ফেব্রুয়ারি ২০২১
আবেদনের শেষ তারিখঃ ১৪ই মার্চ ২০২১
আরো পড়ুন: চলমান সকল চাকরি, Govt Job Circular BD
Sylhet Division DIVSL Niyog Biggopti
পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
গ্রেডঃ ১৪
বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/-
পদসংখ্যাঃ ০১
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমান ডিগ্রী । খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবলশুটিং এ দক্ষতা । গ) কম্পিউটার বেসিক ধারনা । কম্পিউটার কম্পোজে গতি প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিওত ৩০ শব্দ ।
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেডঃ ১৬, বেতনঃ ৯,৩০০- ২২,৪৯০/-, পদঃ ১৮
আবেদনের যোগ্যতাঃ ক) স্বীকৃত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, এবং বেসিক কম্পিউটার ট্রাবলশুটিং এ দক্ষতা । গ) কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
পদের নামঃ গাড়ী চালক
পদসংখ্যাঃ ০১, গ্রেডঃ ১৬
আবেদন যোগ্যতা ও বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন ।
ডেসপাস রাইডার, অফিস সহায়ক, অফিস সহায়ক ২, অর্ডারলি, নিরাপত্তা প্রহরী ও বাবুর্চি পদ সমূহের তালিকাসমূহের তালিকা, পদসংখ্যা, বেতন শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য সার্কুলার হতে দেখুন ।
আবেদন করার পদ্ধতিঃ
আবেদনকারী http://divsl.teletalk.com.bd ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন আগামী 15 ফেব্রুয়ারি 2021 তারিখ সকাল ১০টা হতে 14 ই মার্চ 2021 তারিখ বিকাল 5 টা পর্যন্ত দাখিল করতে পারবেন । অফিসে সরাসরি অথবা ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না । সরাসরি অথবা দরখাস্ত বাতিল গণ্য হবে । নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য http://divsl.gov.bd এবং http://divsl.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে ।
Sylhet Division DIVSL Job Circular 2021 – www.sylhetdiv.gov.bd
