কারেন্ট অ্যাফেয়ার্স জুন-২০১৮
২০১৭-১৮ মৌলিক অর্থসূচক অনুসারে বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম অর্থনীতির দেশ। যার জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৬৫%, মাথাপিছু জিডিপি ১৬৭৭ মার্কিন ডলার এবং মাথাপিছু জাতীয় আয় ১৭৫২ মার্কিন ডলার।
সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট উপাধি প্রদান করে?
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ।২৬ মে ২০১৮ বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে প্রথম বিদেশি সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপাধি লাভ করেন।
বাংলাদেশের প্রথম তরল পেট্রলিয়াম গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে কোথায় ?
কুয়াকাটা,পটুয়াখালী
সম্প্রতি দেশের বাইরে কোথায় ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করা হয়?
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?
১১ মে ২০১৮.বিশ্বের ৫৭তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফ্রোরিডা রাজ্যের ক্যানাভেরাল এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেটে করে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়। এটি নির্মাণ ও পরিচালনা করে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস। তবে এটি পরিচালনার জন্য বাংলাদেশের গাজীপুরের তালিবাবাদ ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় দুটি গ্রাউন্ড স্টেশন রয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ট্রান্সপন্ডারের সংখ্যা ৪০টি, যার মধ্যে ১৪টি ‘সি’ ব্রান্ডের এবং ২৬টি ‘কে’ ব্রান্ডের। স্যাটেলাইটটি মহাকাশে ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করবে এবং আয়ুষ্কাল হবে ১৫ বছর। এটি উৎক্ষেপণকালীন স্লোগান ছিল,’জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। ১৯৫৭ সালের ৪ অক্টোবর মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠান সোভিয়েত ইউনিয়ন(রাশিয়া),নাম স্পুটনিক-১। জাতিসংঘের হিসাব অনুযায়ী এপর্যন্ত মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহের সংখ্যা ৭৩২৮টি, যার মধ্যে এখন সক্রিয় রয়েছে ১৭৩৮টি, যার ৮০৩ টি যুক্তরাষ্ট্রের।
বর্তমানে বাংলাদেশে কয়টি শ্রম আদালত রয়েছে?
৭টি। তিনটি ঢাকায়,দুটি চট্টগ্রামে এবং একটি করে খুলনা ও রাজশাহীতে।
বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি কত সালে হবে?
২০২১ সালে। পঞ্চম আদমশুমারি হয় ২০১১ সালে, প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে।
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
মাহাথির মোহাম্মদ। দেশটির ১৪তম সাধারণ নির্বাচনে সাবেক ক্ষমতাসীন দল বারিসান ন্যাশনাল পার্টির প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককের বিপরীতে পাকাতান হারাপান দলের প্রার্থী হয়ে ১১৫ আসন পেয়ে পুনরায় ক্ষমতায় আসেন আধুনিক মালয়েশিয়ার এই স্থপতি।১৯২৫ সালে মালয়েশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর এ্যালোর সেটর-এ এক নিম্নমধ্যবিত্ত পরিবারের নয় সন্তানের মধ্যে কনিষ্ঠতম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন মাহাথির মোহাম্মদ । ১৯৫৩ সালে কর্মজীবন ডাক্তারি পেশায় শুরু করলেও ছাত্রজীবন থেকে রাজনীতিতে আকৃষ্ট থাকায় ১৯৬৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে যান আধুনিক মালয়েশিয়ার এই স্থপতি। ১৯৬৪ সালে সংসদ সদস্য,১৯৬৯ সালে পুনরায় সংসদ সদস্য,১৯৭২ সালে সিনেটর, ১৯৭৪ সালে শিক্ষামন্ত্রী, ১৯৭৬ সালে উপ-প্রধানমন্ত্রী এবং ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০শে অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। অবসর গ্রহণের দীর্ঘ পনের বছর পর ৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও ফিরে আসেন রাজনীতিতে। এই বছর ৯ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে পাকাতান হারাপান পার্টির হয়ে ১১৫ আসনে জয়ী হয়ে ৯২ বছর বয়সে মালয়েশিয়ার ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে আবারো শপথ নেন তিনি।
সাত দশকের বৈরিতার অবসান ঘটিয়ে কোরীয় উপদ্বীপে দুই কোরিয়ার মধ্যে ঐতিহাসিক শান্তিসূচক বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
২৭ এপ্রিল, ২০১৮। প্রায় সাত দশক আগে বিচ্ছিন্ন হওয়া উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সেদিন।(দুই কোরিয়ার প্রথম ও দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০০ এবং ২০০৭ সালে।) দুই কোরিয়ার সীমান্তগ্রাম পানমুনজমে ২৭ এপ্রিল, শুক্রবার বৈঠকে বসেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। সকালবেলা উভয় নেতাই দুই দেশের সীমান্তরেখা পার হয়ে এক দেশ থেকে অন্য দেশে মিলিত হন। দুপুরের মধ্যাহ্নভোজন শেষে বিকেলবেলা দুই কোরিয়ার মাটি ব্যবহার করে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পাইন গাছের চারা রোপণ করেন। (কোরিয়া নিয়ে বিস্তারিত গত মাসের টাইমলাইনে দেখুন)
বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর কি নামে পরিচিত?
‘গ্রেটেস্ট শো অন আর্থ’। এই আসর শুরু হবে ১৪ জুন। স্বাগতিক দেশ রাশিয়া। মাসকটের নাম ‘জাবিভাকা’,এটি রুশ শব্দ যার অর্থ ‘যে গোল করে’। নেকড়েরুপী এই জাবিভাকার’র ডিজাইনার হলেন একাতেরিনা বোচারোভা। মস্কোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের হাত দিয়ে ২৮ অক্টোবর ২০১৪ সালে ২১তম বিশ্বকাপের লেগো উন্মোচিত হয়। ২১তম আসরের অফিসিয়াল বলের নাম TELSTAR 18 যার নির্মাতা হলো বিশ্বের বৃহৎ বল তৈরির প্রতিষ্ঠান অ্যাডিডাস, এই প্রতিষ্ঠানের তৈরি বল দিয়ে প্রথম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ১৯৬৮ সালে এবং সর্বশেষ টেলস্টর বল দেখা গিয়েছে ১৯৭৪ সালের বিশ্বকাপে। ২১তম বিশ্বকাপের পোস্টার উন্মোচিত হয় ২০১৭ সালের ২৮ নভেম্বর, যাতে আঁকানো হয়েছে রাশিয়ার হয়ে চার বিশ্বকাপ খেলা ‘রুশ ফুটবলের প্রতীক’ এবং ব্যালন ডি’র ইতিহাসে জেতা একমাত্র গোলরক্ষক লেভ ইয়াসিন এর কালো জার্সি পরা প্রতিকৃতি। রাশিয়া বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন ৪৬টি দেশের ১১২জন রেফারি। রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে এই আসর অনুষ্ঠিত হবে।প্রথমবারের মত বিশ্বকাপ খেলবে আইসল্যান্ড ও পানামা এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েও বাদ পড়েছে ইতালি। ( বিশ্বকাপ নিয়ে বিস্তারিত তথ্য পরের পোষ্টে)
‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বলতে কি বুঝায়?
১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠিত হলে সাড়ে সাত লাখের বেশী ফিলিস্তিন নিজেদের ভিটেমাটি থেকে বিতাড়িত হয়,বিতাড়িত ফিলিস্তিনিগণ নিজেদের ভিটেমাটিতে ফেরত যাওয়ার অধিকার আদায়ের লক্ষ্যে ২০১৮ সালের ৩০ মার্চ থেকে ১৫মে ছয় সপ্তাহব্যাপী প্রতি শুক্রবার বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। একেই ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বলে। এই বিক্ষোভে ৬০জন ফিলিস্তিনি নিহত ও ২৫০০ আহত হন। প্রতিবাদকারীদের মধ্যে একজনের নাম ফাদি আবু সালাহ, যিনি হুইলচেয়ারে বসে ইসরাইলদের বিপক্ষে প্রতিবাদ করেন এবং নিহত হন। বর্তমানে আবু সালাহকে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতীক ধরা হচ্ছে।
OIC’র ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কবে,কোথায় অনুষ্ঠিত হয়?
৫-৬ মে ২০১৮,ঢাকা।
ফোর্বস ম্যাগাজিনের ২০১৮ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে?
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
২০১৮ সালে সাহিত্যে ‘ম্যান বুকার’ পুরষ্কার কে পান?
ওলগা টোকারচুক,পোল্যান্ড। তিনি তার Flights উপন্যাসের জন্য এই পুরস্কার পান।
আন্তর্জাতিক অপরাধ আদালতের(ICC) বর্তমান প্রেসিডেন্ট কে?
চিলি ইবোয়ে ওসুজি,নাইজেরিয়া
ইউরোপের দীর্ঘতম সেতুর নাম-ক্রিমীয়/কের্চ সেতু,এর দৈর্ঘ্য ১৮.১কিমি. এটি রাশিয়ার সাথে ক্রিমিয়া দ্বীপের সংযোগ স্থাপন করবে ।
বিবিধঃ
বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ-ভেনিজুয়েলা
কোস্টারিকার বর্তমান প্রেসিডেন্ট-কার্লোস আলভারাদো
মন্টিনেগ্রোর বর্তমান প্রেসিডেন্ট-মিলো ডুকানোভিচ
আর্মেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট-নিকোল পাশিনিয়ান
কাতালোনিয়ার বর্তমান ও ১৩১তম প্রেসিডেন্ট-কুইম তোররা
যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী-সাজিদ জাভিদ,পাকিস্তান।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ও ৭০তম পররাষ্ট্রমন্ত্রী-মাইক পম্পেওর।
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
মোঃ মমিনুল ইসলাম
আরও কিছু পড়ুনঃ
০১) বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
__১০০টি
০২) বিশ্ব মৌমাছি দিবস কবে?
__২০ মে,
০৩) বিশ্ব অনুবাদ দিবস কবে?
__৩০ সেপ্টেম্বর
০৪) দেশে প্রথম তরল পেট্রোলিয়াম ভিত্তিক গ্যাস(LPG) বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়?
__কুয়াকাটা(পটুয়াখালি)
০৫) দেশে কতটি শ্রম আদালত রয়েছে?
__৭টি
০৬) “সি-১২২২১, “সি-২৫৯৩, “সি-১২০৩৩, ও “সি-৩৪৭৩, লবণাক্ততা সহিষ্ণু কিসের জাত?
__পাটের।
০৭) “২০১৮”রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে কে?
__আবুল মোমেন ও শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।
০৮) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নাম কী?
__পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
০৯) দেশে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কতটি ও কী কী?
__২টি(গাজিপুরে তালিবাবাদ ও রাঙামাটির বেতবুনিয়া)
১০) স্যাটেলাইটের ট্রান্সপন্ডার কতটি?
__৪০টি
১১) স্যাটেলাইটের অরবিটাল অবস্থান কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে?
__১১৯.১ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
১২) স্যাটেলাইটের উৎক্ষেপণের স্লোগান কী ছিল?
__জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
১৩) স্যাটেলাইট বহনকারী রকেটের নাম কী?
__ফ্যালকন ৯
১৪) ইউরোপের দীর্ঘতম সেতুর নাম কী?
__ক্রিমীয় বা কের্চ সেতু।
১৫) কাতালোনিয়ার বর্তমান ও ১৩১তম প্রেসিডেন্ট কে?
__কুইম তোররা
১৬) মন্টিনিগ্রোর বর্তমান প্রেসিডেন্ট কে?
__মিলো ডোকানভিচ।
১৭) যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে?
__পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ
১৮) দেশান্তরি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক ও মার্ক্সবাদের প্রবর্তক কার্ল মার্ক্সের ২০০তম জন্মবার্ষিক পালিত হয় কবে?
__৫ মে,২০১৮।
১৯) চীনের তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কী?
__Yype 001A.
২০) দেশে প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস(LNG) টার্মিনাল কোথায় অবস্থিত?
__মহেশখালী, কক্সবাজার।
__রমজান__
২১) প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিক হিসেবে কে যুক্তরাষ্ট্রের সিনেটর পদে বিজয়ী হতে যাচ্ছেন?
__শেখ মোজাহিদুর রহমান।
২২) মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা(CIA) ‘র বর্তমান ও প্রথম নারীপরিচালক কে?
__জিনা হাসপেল।
২৩) যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৭০তম পররাষ্ট্রমন্ত্রী কে?
__মাইক পম্পেও।
২৪) “Forbes” এর তথ্য মতে ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে?
__সি চিন পিং (চীন)
২৫) বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশের নাম কী?
__ভেনিজুয়েলা।
২৬) বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
__Akademik Lomonosov
২৭) বিশ্বের প্রথম ভাসমান পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের?
__রাশিয়ার।
২৮) ইউরোপের দীর্ঘতম সেতুর নাম কী?
__১৮.১ কি.মি
২৯) সোকোত্রা দ্বীপটির মালিকানা কোন দেশের?
__ইয়েমেনের।
৩০) কোস্টারিকার বর্তমান প্রেসিডেন্ট কে?
__কার্লোস আলভারাদো
৩১) জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা(UNIDO) এর বর্তমান সদস্য দেশ
কতটি?
__১৬৮টি
৩২) ১৭ মে, ২০১৮ ‘UNIDO’র এর ১৬৮তম সদস্য পদ লাভ করে কোন দেশ?
__ফিলিস্তিন
৩৩) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(IMO)
এর বর্তমান সদস্য দেশ কতটি?
__১৭৪টি।
৩৪) ১৪ মে, কোন দেশ এর ১৭৪তম সদস্যপদ লাভ করেন?
__নাউরু।
৩৫) ২৭তম APECশীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
__মোর্ট মোর্সবি,পাপুয়ানিউ গিনি(১৮নভে)
৩৬) ৪৪তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
__কুইবেক, কানাডা(৮-৯ জুনে)
৩৭) ২০১৮ ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন কে?
__ওলগা টোকারচুর(পোল্যান্ড)Flights
৩৮) ২০১৮ সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে না?
__সাহিত্যে।
৩৯) বার্বাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
__মিয়া আমর মোটলি(৫২)
৪০) গিনির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
__ইব্রাহিম কাসোবি ফোফানা(৮ মে,১৮)