৫ ব্যাংকের সমন্বিত ৭৬৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2018।ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ ও প্রবাসী কল্যান ব্যাংক এ ‘কর্মকর্তা(ক্যাশ)’ এর (ব্যাংকসমূহের অর্গানোগ্রামে যে নামেই উল্লেখ থাকুক) নিয়োগ প্রকাশিত হয়েছে।
৫ ব্যাংকের সমন্বিত পদ যথাক্রমে ২৪৪, ১৯৭, ৩১৯, ৪ ও ৩ টিসহ মোট ৭৬৭ (সাতশত সাতষট্টি)টি শূন্য পদে(কম/বেশি হতে পারে)। নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য নিম্নেবর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
৫ ব্যাংকের সমন্বিত ৭৬৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ঃ
বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬০০০-১৬৮০০-১৭৬৪০………৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০ স্কেল এবং তৎসহ
নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
বয়স ( ০১/০৪/২০১৮ তারিখে)ঃ (ক) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
(খ) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আগ্রহী প্রার্থীদেরকে ০৫/০৮/২০১৮ তারিখ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bd)-এর
Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
বিস্তারিত নিচেঃ
সমন্বিত ৫ ব্যাংকের অধীনে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম : অফিসার (ক্যাশ)
পদ সংখ্যা- ৭৬৭
সোনালী ব্যাংক – ২৪৪
রুপালী ব্যাংক – ১৯৭
কৃষি ব্যাংক – ৩১৯
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক – ৪
প্রবাসী কল্যান ব্যাংক – ৩
আবেদন শেষ তারিখ – ০৫ / ০৮ / ২০১৮ ইং
সমন্বিত ৫ ব্যাংকের ৭৬৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ঃ
৭৬৭ পদে ৫ ব্যাংকের সমন্বিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ. বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
Combined 5 Bank Officer (Cash) New Job Circular 2018 has been published. সমন্বিত পাঁচ ব্যাংকে ক্যাশ অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পাঁচ ব্যাংক হলো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক।