বর্ডার গার্ড বাংলাদেশ- এ বিভিন্ন পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী Border Guard Bangladesh (BGB) ৯৩ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে নিয়োগ হবে।
বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি:
আরো বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন
শারিরিক যোগ্যতাঃ
উচ্চতাঃ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে নূন্যতম ১.৫২৪ মিটার (৫”-০”) এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নূন্যতম ১.৪২২ মিটার (৪”-৮”)
ওজনঃ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কেজি।
বুকের মাপঃ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮ – ৮৬.৩৬ সে.মি (৩২”-৩৪”) এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২০ – ৮১.২৮ সে.মি. (৩০”-৩২”)
উভয়ক্ষেত্রে সম্পসারণ ৫.০৮ সে.মি. ( ২” )।
দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।
রেজিস্ট্রেশনের নিয়ম:
আগ্রহী প্রার্থীকে বিজিবি রেজিস্ট্রেশন টেলিটক মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
- ১ম ধাপ: মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন BGB<space>HSC Board Keyword<space>HSC Roll<space>HSC PassYear<space>SSC Board Keyword<space>SSC Roll<space>SSC PassYear<space>Home District Code<space>Upazilla Name এবং সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
- প্রত্যেক জেলার কোড নম্বর বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
- এসএমএসে পাঠানো পর তাৎক্ষণিক ফিরতি এসএমএসে একটি পিন (PIN) নম্বর পাঠানো হবে। প্রাপ্ত পিন নম্বরসহ পুনরায় মেসেজ পাঠাতে হবে।
- ২য়ধাপ: তার পরে লিখুন: BGB<space>YES<space>PIN Number<space>Contact Mobile Number লিখে পুনরায় ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
- দ্বিতীয় এসএমএস পাঠানোর সময় মোবাইলে পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং এসএমএস চার্জসহ মোট ১৬০ টাকা ব্যালেন্স থাকতে হবে।
- আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে। রেজিস্ট্রেশন নম্বরসহ এসএমএসটি সংরক্ষণ করতে হবে।
এছাড়া অন্যান্য চাকরির খবর জানুন আমাদের ওয়েবসাইট হতে ।