বাংলাদেশ বন বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই বন ও জীবিকা প্রকল্পের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কম্পোনেন্ট এর অধীনে সার্কুলার প্রকাশিত হয়েছে । এর অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে ।
বাংলাদেশ বন ও গবেষণা ইনস্টিটিউট চাকরিরর সার্কুলারে ২ টি ক্যটাগরিতে মোট ৩ জন নিংয়োগ দেওয়া হবে । এই পদ সমুহে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে । আবেদন যোগ্যতা ও ইচ্ছে থাকলে অনলাইনে আবেদন করুন ।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চাকরির সার্কুলার ২০২১
পদের নামঃ ল্যাব এ্যাটেনডেন্ট
পদের সংখ্যাঃ ০২ টি
আবেদন যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমমানের পরীক্ষার সনদ ।
পদের নামঃ নার্সারি এ্যাটেনডেন্ট
পদের সংখ্যাঃ ০২ টি
আবেদন যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস ।
আবেদনের শেষ তারিখঃ ৩১/05/২০২১ তারিখ ।
Bangladesh Forest Research Institute Job Circular 2021
আবেদনের নিয়মঃ কেবল যোগ্য প্রার্থীগণ তাদের নাম, পিতার নাম, মাতার নাম, বর্তান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্মতারিখ ও বয়স, ধর্ম এবং জাতীয়তাপত্রের নম্বর, মোবাইল নম্বর সদ্য তোলা ২ কপি ছবি সহ আবেদন করুন । আবেদন করার ঠিকানা: ড. মোঃ মাহবুবুর রহমান, বিভাগীয় কর্মকর্তা ও কো-অর্ডিনেটর, টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প, বাংলাদেশ বন ও গবেষণা ইনস্টিটিউট, আমিন জুট মিলস, ষোলশহর, পাচমাইল, চট্রোগ্রাম -৪২১১ ।