বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI Job Circular 2021

বাংলাদেশ বন বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই বন ও জীবিকা প্রকল্পের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কম্পোনেন্ট এর অধীনে সার্কুলার প্রকাশিত হয়েছে । এর অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে ।

বাংলাদেশ বন ও গবেষণা ইনস্টিটিউট চাকরিরর সার্কুলারে ২ টি ক্যটাগরিতে মোট ৩ জন নিংয়োগ দেওয়া হবে । এই পদ সমুহে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে । আবেদন যোগ্যতা ও ইচ্ছে থাকলে অনলাইনে আবেদন করুন ।

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চাকরির সার্কুলার ২০২১

পদের নামঃ ল্যাব এ্যাটেনডেন্ট

পদের সংখ্যাঃ ০২ টি

আবেদন যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমমানের পরীক্ষার সনদ ।


পদের নামঃ নার্সারি এ্যাটেনডেন্ট

পদের সংখ্যাঃ ০২ টি

আবেদন যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস ।


আবেদনের শেষ তারিখঃ ৩১/05/২০২১ তারিখ ।

Bangladesh Forest Research Institute Job Circular 2021

Bangladesh Forest Research Institute Job Circular 2021

আবেদনের নিয়মঃ কেবল যোগ্য প্রার্থীগণ তাদের নাম, পিতার নাম, মাতার নাম, বর্তান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্মতারিখ ও বয়স, ধর্ম এবং জাতীয়তাপত্রের নম্বর, মোবাইল নম্বর সদ্য তোলা ২ কপি ছবি সহ আবেদন করুন । আবেদন করার ঠিকানা: ড. মোঃ মাহবুবুর রহমান, বিভাগীয় কর্মকর্তা ও কো-অর্ডিনেটর, টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প, বাংলাদেশ বন ও গবেষণা ইনস্টিটিউট, আমিন জুট মিলস, ষোলশহর, পাচমাইল, চট্রোগ্রাম -৪২১১ ।