বাংলা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রতিদিন ৫০টি করে রিভাইস দিতে সাথে থাকুন। পর্ব- ৮(৩৫১-৪০০=৫০টি)
বাংলা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক (পর্ব-৮)
৩৫১) ‘পূর্ববঙ্গ গীতিকা’র’ লোকপালাসমূহের সংগ্রাহক কে?
ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. চন্দ্রকুমার দে
ঘ. দীনেশচন্দ্র সেন
উত্তরঃ গ
৩৫২) বাংলা সাহিত্যে ‘রোসাং’ বা ‘রোসাঙ্গ’ বলা হয়েছে কাকে?
ক. মধ্যযুগের মুসলিম কবিদের
খ. আরাকানকে
গ. বৈষ্ণব কবিদের
ঘ. আরাকান রাজাকে
উত্তরঃ খ
৩৫৩) ‘বটতলার পুঁথি’ বলতে কি বুঝায়?
ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিপিতে পাণ্ডুলিপি
খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য
গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
উত্তরঃ গ
৩৫৪) মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
ক. শ্রীচৈতন্যদেব
খ. শ্রীকৃষ্ণ
গ. আদিনাথ
ঘ. মনোহর দাশ
উত্তরঃ ক
৩৫৫) লোকসাহিত্য সাধারণত কোন সম্প্রদায় বা জনগোষ্ঠীর-
ক. লিখিত সাহিত্য
খ. অলিখিত সাহিত্য
গ. সংকলিত সাহিত্য
ঘ. পারিবারিক সাহিত্য
উত্তরঃ খ
৩৫৬) দৌলত কাজী কোন কাব্য অবলম্বনে ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ (প্রথম অংশ) রচনা করেন?
ক. ফারসি কবি জামীর ‘লাইলী মজনু’
খ. হিন্দি কবি পচ্চিসীর ‘বৈতাল পঞ্চবিংশতি’
গ. হিন্দি কবি সাধনের ‘মৈনাসত’
ঘ. উর্দু কবি আল্লামা ইকবালের ‘শিকওয়াহ’
উত্তরঃ গ
৩৫৭) লোকসাহিত্য কাকে বলে?
ক. গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
খ. লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
গ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
ঘ. গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
উত্তরঃ গ
৩৫৮) মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন?
ক. কাজী দৌলত
খ. সৈয়দ সুলতান
গ. আবুদল হাকিম
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ গ
৩৫৯) বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান কোন যুগের সৃষ্টি?
ক. আদিযুগের
খ. মধ্যযুগের
গ. অন্তমধ্যযুগের
ঘ. আধুনিক যুগের
উত্তরঃ খ
৩৬০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি সম্পাদিত হয়-
ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
খ. শ্রীরামপুর মিশন থেকে
গ. রামকৃষ্ণ মিশন থেকে
ঘ. জানা সম্ভব হয়নি
উত্তরঃ ক
৩৬১) মর্সিয়া শব্দের অর্থ কি?
ক. শোক বা আহাজারি
খ. দুঃখ
গ. শোক কাব্য
ঘ. বেদনামিশ্রিত কাব্য
উত্তরঃ ক
৩৬২) ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?
ক. শাহ মুহম্মদ সগীর
খ. আলাওল
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. বাহরাম খান
উত্তরঃ খ
৩৬৩) কার পৃষ্ঠপোষকতায় কবি আলাওল ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন?
ক. চন্দ্র সুধর্মা
খ. সমর সচিব আশরাফ খান
গ. শ্রী সুধর্মা
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ ঘ
৩৬৪) ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন-
ক. ভারতচন্দ্র
খ. আলাওল
গ. সৈয়দ হামজা
ঘ. আব্দুল হাকিম
উত্তরঃ খ
৩৬৫) ‘পদ্মাবতী’ কাব্য কোন কাহিনী অবলম্বনে লেখা?
ক. লঙ্কার
খ. চিতোরের রানীর
গ. চন্দ্রাবতীর
ঘ. রাধাকৃষ্ণের
উত্তরঃ খ
৩৬৬) ধর্মমঙ্গল কাব্যধারা অষ্টদাশ শতকের শ্রেষ্ঠকার কে?
ক. ঘনরাম চক্রবর্তী
খ. নিরঞ্জন মন্ডল
গ. শ্যামপন্ডিত
ঘ. রাজা রামদাস
উত্তরঃ ক
৩৬৭) ‘বৃন্দাবনের ষড় গোস্বামী’ কি?
ক. হিন্দু তীর্থক্ষেত্র
খ. তীর্থ ঠাকুর
গ. শ্রী চৈতন্যের বৃন্দাবিনী নাম
ঘ. বৃন্দাবনে চৈতন্যের ছয় শিষ্য
উত্তরঃ ঘ
৩৬৮) নিমাই কার বাল্যকালের নাম?
ক. জয়দেব
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. দীনবন্ধু
ঘ. শ্রী চৈতন্যদেব
উত্তরঃ ঘ
(পূর্ব পোস্টে উত্তরটি ভুল ছিলো)
৩৬৯) আলাওলের তৃতীয় রচনা কোনটি?
ক. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
খ. সপ্তপয়কর
গ. সতী ময়নার শেষ অংশ
ঘ. তোহফা
উত্তরঃ গ
৩৭০) কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান?
ক. পদ্মাবতী
খ. বিদ্যাসুন্দর
গ. জয়চন্দ্র চন্দ্রাবতী
ঘ. পদ্মিনী উপাখ্যান
উত্তরঃ গ
৩৭১) হিন্দি কবি মনঝন রচিত ‘মধুমারত’ অবলম্বনে মধুমালতী কাব্য রচনা করেন কে?
ক. আলাওল
খ. মুহম্মদ কবীর
গ. মাগন ঠাকুর
ঘ. কাজী দৌলত
উত্তরঃ খ
৩৭২) মৈমনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনূদিত হয়েছে?
ক. ১৩টি
খ. ১৮টি
গ. ২৩টি
ঘ. ২৬টি
উত্তরঃ গ
৩৭৩) কৃষ্ণদাস কবিরাজের লেখা গ্রন্থের নাম কি?
ক. চৈতন্যমঙ্গল
খ. শ্রীচৈতন্য কড়চা
গ. শ্রী চৈতন্য চরিতামৃত
ঘ. গৌরক্ষ বিজয়
উত্তরঃ গ
৩৭৪) মনসামঙ্গলের কাহিনী নেওয়া-
ক. রামায়ণ থেকে
খ. মহাভারত থেকে
গ. অন্য কোনো পুরাণ থেকে
ঘ. এটি একটি স্বতন্ত্র লৌকিক কাহিনী
উত্তরঃ ঘ
৩৭৫) পুঁথি সাহিত্যের বিকাশ সাধিত হয় কোন শতকে?
ক. অষ্টাদশ শতকে
খ. সপ্তদশ শতকে
গ. নবম শতকে
ঘ. উনিশ শতকে
উত্তরঃ ক
®®®®রমজান®®®®
৩৭৬) লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
ক. আলাওল
খ. কোরেশী মাগন
গ. দৌলত কাজী
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ গ
৩৭৭) ময়মনসিংহ অঞ্চলে গীত হয় কোন গান?
ক. ভাওয়াইয়া
খ. জারি
গ. ঝুমুর গান
ঘ. জাগ গান
উত্তরঃ খ
৩৭৮) কোন কবি অদ্ভুতাচার্য হিসেবে পরিচিত?
ক. কৃত্তিবাস
খ. নিত্যানন্দ আচার্য
গ. চন্দ্রাবতী
ঘ. কাশীরাম দাস
উত্তরঃ খ
৩৭৯) আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন-
ক. আলাওল
খ. কোরেশী মাগন ঠাকুর
গ. শেখ মর্দন
ঘ. দৌলত কাজী
উত্তরঃ ক
৩৮০) চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী কয় খণ্ডে বিভক্ত?
ক. দুই খণ্ডে
খ. তিন খণ্ডে
গ. চার খণ্ডে
ঘ. অখণ্ড কাব্য
উত্তরঃ খ
৩৮১) ‘মর্সিয়া’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. উর্দু
খ. ফারসি
গ. আরবি
ঘ. তুর্কি
উত্তরঃ গ
৩৮২) ‘জয়নাবের চৌতিশা’ কে রচনা করেন?
ক. কবি শেরবাজ
খ. মুহম্মদ খান
গ. বাহরাম খান
ঘ. শেখ ফয়জুল্লাহ
উত্তরঃ ঘ
৩৮৩) ‘মহুয়া’ পালাটির রচয়িতা-
ক. দ্বিজ কানাই
খ. মনসুর বয়াতী
গ. নয়নচাঁদ ঘোষ
ঘ. দ্বিজ ঈশান
উত্তরঃ ক
৩৮৪) মহাকবি আলাওল কোন যুগের কবি?
ক. সর্বাধুনিক যুগের
খ. আধুনিক যুগের
গ. প্রাচীন যুগের
ঘ. মধ্যযুগের
উত্তরঃ ঘ
৩৮৫) সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাবগ্রন্থ কোনটি?
ক. চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. ইউসুফ-জোলেখা
ঘ. পদ্মাবতী
উত্তরঃ খ
৩৮৬) ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বডু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচিত হয়-
ক. ১৩০০-১৩৪০ সালের মধ্যে
খ. ১৩৫০-১৪০০ সালের মধ্যে
গ. ১৩৪০-১৪৪০ সালের মধ্যে
ঘ. ১৩০০-১৪০০ সালের মধ্যে
উত্তরঃ গ
৩৮৭) ‘বিদ্যাসুন্দর’ কাব্যের কবি কে?
ক. আলাওল
খ. শাহ মুহম্মদ সগীর
গ. দৌলত কাজী
ঘ. সাবিরিদ খান
উত্তরঃ ঘ
৩৮৮) ‘ভাদুগান’ কি?
ক. সাধারণ পূজায় গাওয়া হয় যে গান
খ. নবান্ন উৎসবে গাওয়া হয় যে গান
গ. ভাদ্রমাসে গাওয়া গান
ঘ. ভাদু পূজায় গাওয়া গান
উত্তরঃ ঘ
৩৮৯) রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার অন্যতম সাহিত্যিক নিদর্শন-
ক. হাকন্দ পুরান
খ. গীতাঞ্জলি
গ. অন্নদামঙ্গল
ঘ. পদ্মাবতী
উত্তরঃ ঘ
৩৯০) পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য কি নামে পরিচিত?
ক. লোককথা
খ. উপকথা
গ. রূপকথা
ঘ. গল্পকথা
উত্তরঃ খ
৩৯১) ‘জঙ্গনামা’ কাব্যের বিষয় কি?
ক. যুদ্ধ-বিগ্রহ
খ. শোক-তাপ
গ. রোমান্স
ঘ. প্রেম-ভালোবাসা
উত্তরঃ ক
৩৯২) শ্রী চৈতন্যদেব কোথায় জন্মগ্রহন করেন?
ক. সিলেটে
খ. রাজশাহীতে
গ. পশিমবঙ্গে
ঘ. নবদ্বীপে
উত্তরঃ ঘ
৩৯৩) ‘মৈমনসিংহ গীতিকা’র সম্পাদনা করেছেন কে?
ক. আশরাফ ভট্টাচার্য
খ. আশরায় সিদ্দিকী
গ. ড. দীনেশচন্দ্র সেন
ঘ. গোরাম সাকলায়েন
উত্তরঃ গ
৩৯৪) কোন পর্তুগীজ বাঙালী বিধবাকে বিয়ে করেন এবং বাংলার কবিয়াল হিসেবে খ্যাতি লাভ করেন?
ক. উইলিয়াম কেরী
খ. দোম অ্যান্তোনিও
গ. অ্যান্টনি ফিরিঙ্গি
ঘ. উইলিয়াম জোনস
উত্তরঃ গ
৩৯৫) ‘শ্রীকৃষ্ণবিজয়’ গ্রন্থটি কার লেখা?
ক. কাশীরাম
খ. মালাধর বসু
গ. শ্রীকর নন্দী
ঘ. কৃত্তিবাস
উত্তরঃ খ
৩৯৬) ‘নসীরা নামা’ কাব্য কার রচনা?
ক. দৌলত কাজী
খ. কবি মরদন
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. আলাওল
উত্তরঃ খ
৩৯৭) মহুয়া পালা কে রচনা করেছেন?
ক. দ্বিজ কানাই
খ. মনসুর বয়াতী
গ. ফকীর গরীবউল্লাহ
ঘ. নয়ন চাঁদ ঘোষ
উত্তরঃ খ
৩৯৮) মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
ক. কাশীরাম দাস
খ. শ্রীকর নন্দী
গ. সঞ্জয়
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ ক
৩৯৯) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়?
ক. ১৯০৯ সালে
খ. ১৯০৭ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২২ সালে
উত্তরঃ ক
৪০০) মৈমনসিংহ গীতিকার অন্তর্গত পালা কোনটি?
ক. মহুয়া
খ. মলুয়া
গ. চন্দ্রাবতী
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ