BCS, Job Exam, সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা সাহিত্যের নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থসহ, প্রবন্ধ, পত্রিকাসহ বিভিন্ন বিষয়ের প্রথম সম্পর্কিত তথ্য প্রায়ই এসে থাকে। তাই বাংলা সাহিত্যে যা কিছু প্রথম অংশটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাজারে প্রচলিত বইসমূহে একসাথে সাহিত্যের এত তথ্য দেয়া নেই। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমার বই ‘ধ্রুব’-সাহিত্য অংশ থেকে কপি করে একসাথে সকল তথ্য দিয়ে দিলাম। বই হাতে পাওয়ার আগ পর্যন্ত সবাই নোট করে পড়ে ফেলুন।
উপন্যাস সম্পর্কিত সকল প্রথম
1. অবাঙ্গালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস = হ্যানা ক্যাথারিনা ম্যলেন্সের “ফুলমণি ও করুণার বিবরণ” (১৮৫২)।
2. বাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস = প্যারীচাঁদ মিত্র রচিত “আলালের ঘরের দুলাল” (১৮৫৭)।
3. ১ম সার্থক উপন্যাস = বঙ্কিমচন্দ্রের “দুর্গেশনন্দিনী” (১৮৬৫)।
[‘ফুলমণি ও করুণার বিবরণ’ এবং ‘আলালের ঘরের দুলাল’ বাংলা সাহিত্যাঙ্গনে তেমন সাড়া ফেলতে পারেনি বিধায় ‘দুর্গেশনন্দিনী’কেই বাংলা সাহিত্যের ১ম উপন্যাস বলে ধরা হয়]
4. ১ম রোমান্টিক উপন্যাস = বঙ্কিমচন্দ্রের “কপালকুণ্ডলা” (১৮৬৬)
5. ১ম মুসলমান লেখকের উপন্যাস = মীর মশাররফের “রত্নবতী”।
6. ১ম মনস্তাত্ত্বিক উপন্যাস = রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ (১৯০৩)।
7. ১ম ব্যঙ্গ উপন্যাস = ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের “কল্পতরু”।
8. ১ম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস = রাইফেল–রোটি–আওরাত।
9. ১ম ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস = “আরেক ফাল্গুন” (১৯৬৯)।
10. ১ম মহিলা ঔপন্যাসিক = স্বর্ণকুমারী দেবী (দীপ নির্বাণ –১৮৭৬)।
11. ১ম পত্রোপন্যাস = কাজী নজরুল ইসলামের “বাঁধনহারা”।
নাটক সম্পর্কিত সকল প্রথম :
12. ১ম মৌলিক নাটক = তারাচরণ শিকদারের “ভদ্রার্জুন” (১৮৫২)।
13. ১ম সার্থক নাটক = মাইকেল মধুসূদন দত্তের “শর্মিষ্ঠা” (১৮৫৯)।
14. ১ম ট্রাজেডি নাটক = যোগেন্দ্র চন্দ্র নাথের ‘কীর্তিবিলাস’ (১৮৫২)।
15. ১ম সার্থক ট্রাজেডি নাটক = মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১)।
16. ১ম সামাজিক নাটক = রামনারায়ণ তর্করত্নের ‘কুলীনকুলসর্বস্ব’ (১৮৫৪)।
17. ১ম সাংকেতিক নাটক রচয়িতা = রবীন্দ্রনাথ ঠাকুর।
18. ১ম সাংকেতিক নাটক = শারদোৎসব (১৯০৮)।
19. ১ম মুসলমান নাট্যকার = মীর মশাররফ হোসেন।
20. ১ম মুসলমান রচিত বাংলা নাটক = বসন্তকুমারী (১৮৭৩)।
21. ১ম মুসলমান চরিত্র অবলম্বনে বাংলা নাটক = জমিদার দর্পণ।
22. ১ম সার্থক নাট্যকার = মাইকেল মধুসূদন।
23. ১ম সার্থক কমেডি নাটক = মাইকেল মধুসূদনের “পদ্মাবতী”।
24. ১ম ভাষা আন্দোলনভিত্তিক নাটক = মুনীর চৌধুরীর ‘কবর’ (১৯৫৩)।
25. ১ম বাংলাদেশ বেতারে প্রচারিত নাটক = বুদ্ধদেব বসুর ‘কাঠঠোকরা’।
26. ১ম বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নাটক = ‘একতলা দোতলা’।
কাব্য সম্পর্কিত সকল প্রথম :
27. ১ম কবি = মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ।
28. ১ম মহাকবি = বড়ু চণ্ডীদাস (শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা)।
29. ১ম মানবতাবাদী কবি = চণ্ডীদাস (বৈষ্ণব পদাবলির রচয়িতা)।
30. ১ম পদাবলির কবি = বিদ্যাপতি।
31. ১ম নাগরিক কবি = ভারতচন্দ্র রায় গুণাকর।
32. ১ম পরিবেশ সচেতন কবি = ঈশ্বরচন্দ্র গুপ্ত।
33. ১ম রোমান্টিক কবি = বিহারীলাল চক্রবর্তী।
34. ১ম গীতিকবি = বিহারীলাল চক্রবর্তী।
35. ১ম মুসলমান কবি = শাহ মুহাম্মদ সগীর।
36. ১ম মহিলা কবি = চন্দ্রাবতী।
37. ১ম মুসলমান মহিলা কবি = মাহমুদা খাতুন সিদ্দিকা।
38. ১ম পত্রকাব্য = মাইকেল মধুসূদন দত্তের “বীরাঙ্গনা কাব্য”।
39. ১ম মহাকাব্য = মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ (১৮৬১)
40. ১ম অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্যগ্রন্থ = তিলোত্তমা সম্ভব।
41. ১ম দেশাত্মবোধক পদ রচয়িতা = রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
42. ১ম কাব্য সমালোচক = রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
43. ১ম ভাষা আন্দোলনভিত্তিক কবিতা = মাহাবুব উল আলম চৌধুরীর “কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি”।
ছাপাখানা সম্পর্কিত সকল প্রথম :
44. ১ম বাংলা মুদ্রিত গ্রন্থ = উইলিয়াম কেরির ‘কথোপকথন’ (১৮০১)।
45. ১ম ছাপা অক্ষরে বাংলা বই = কৃপাশাস্ত্রের অর্থভেদ (কথ্য ভাষায়)।
46. উপমহাদেশে প্রথম ছাপাখানা আমদানি করে = পর্তুগিজরা।
47. উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত বইয়ের নাম = কণুকসোজ।
48. উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৪৯৮ সালে।
49. ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৮৬০ সালে।
50. ঢাকা থেকে প্রকাশিত ১ম গ্রন্থ = দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ (১৮৬০)।
51. বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ = “রাজা প্রতাপাদিত্য চরিত্র”।
পত্রিকা সম্পর্কিত সকল প্রথম :
52. ১ম প্রকাশিত বাংলা পত্রিকার নাম = জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত দিকদর্শন, ১৮১৮ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত।
53. ১ম প্রকাশিত বাংলাদেশি পত্রিকার নাম = রংপুর বার্তাবহ, রংপুর থেকে প্রকাশিত।
54. ঢাকা থেকে প্রকাশিত ১ম পত্রিকার নাম = ঢাকা প্রকাশ (১৮৬১)।
55. বাংলা প্রথম পত্রিকা = সমাচার দর্পণ (১৮১৮)।
56. মুসলমান সম্পাদিত বাংলা প্রথম পত্রিকা = সমাচার সভারাজেন্দ্র (শেখ আলীমুল্লাহ কর্তৃক সম্পাদিত)।
57. বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক = লায়লা সামাদ।
অন্যান্য গুরুত্বপূর্ণ সকল প্রথম :
58. ১ম প্রবন্ধ = রাজা রামমোহন রায় কর্তৃক রচিত ‘বেদান্ত’ (১৮১৫)।
59. ১ম বিজ্ঞানবিষয়ক লেখক = অক্ষয়কুমার দত্ত।
60. ১ম সায়েন্স ফিকশন = জগদীশ চন্দ্র বসুর “পলাতক তুফান”।
61. ১ম মুসলিম পুঁথি সংগ্রহকারী = আব্দুল করিম সাহিত্য বিশারদ।
62. ১ম সনেট রচয়িতা = মাইকেল মধুসূদন দত্ত।
63. ১ম যতি চিহ্নের ব্যবহারকারী = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
64. ১ম কুরআন শরীফের বাংলা অনুবাদক = ভাই গিরিশ চন্দ্র সেন।
65. ১ম বাইবেলের অনুবাদক = উইলিয়াম কেরি।
66. ১ম মুসলিম বাংলা গদ্য লেখক = শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।
67. ১ম মুসলিম বাংলা গদ্য লেখিকা = বিবি তাহেরন নেছা।
68. ১ম ইসলামী গান ও গজল রচয়িতা = কাজী নজরুল ইসলাম।
69. ১ম প্রহসন = মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা’।
70. ১ম প্রামাণ্য চিত্র = জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ (১৯৭১)
71. ১ম জীবনীগ্রন্থ = বৃন্দাবন দাস “চৈতন্যভাগবত”।
72. ১ম ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য সংকলন = একুশে ফেব্রুয়ারি।
73. ১ম প্রণয়োপাখ্যান = শাহ মুহাম্মদ সগীরের “ইউসুফ-জোলেখা”।
74. ১ম কাহিনীধর্মী গ্রন্থ = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বেতাল পঞ্চবিংশতি’।
75. ১ম লৌকিক কাহিনীর রচয়িতা = দৌলত কাজী।
76. ১ম “সাধুভাষা” পরিভাষাটি ব্যবহার করেন = রাজা রামমোহন রায়।
[তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এভাষাকে প্রথম প্রাঞ্জল করে তোলেন। এজন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাধু ভাষার জনক বলা হয়।]
77. ১ম “চলিত রীতি”র প্রবর্তক = প্রমথ চৌধুরী।
– F. M. Shariyer Firoz
অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে অনেক বই, বাংলাপিডিয়ার ওয়েবসাইট ঘেটে আপনাদের জন্য এই পোস্টগুলো লিখি। কিন্তু আপনাদের তেমন সাড়া না পেলে পরবর্তী পোস্ট লেখার উৎসাহ পাই না। তাই কমেন্ট এবং শেয়ার করে কাজের মূল্যায়ন করলে খুশি হব। আর এই পোস্টের তথ্য সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আমি উত্তর দিয়ে দিচ্ছি।