Homeচাকরির খবরবিসিএস ভাইভাতে কেন ফেইল করানো হয়?

বিসিএস ভাইভাতে কেন ফেইল করানো হয়?

বিসিএস ভাইভাতে কেন ফেইল করানো হয়?

পিএসসির একজন সাবেক মেম্বার স্যারের উত্তর:
১.নিজের এলাকা সম্পর্কে না জানা।(যেমন: ইতিহাস – ঐতিহ্য – সংস্কৃতি , মুক্তিযুদ্ধ – মুক্তিযোদ্ধা, বিখ্যাত- কুখ্যাত , সমস্যা- – সমাধান – সম্ভাবনা)
২.বাবা/মায়ের প্রফেশন নিয়ে মিথ্যা বলা/বলতে লজ্জা বোধ করা।
৩.মিথ্যা বলা, ধোকা দেয়ার চেষ্টা করা।
৪.অনেক আগে পড়েছিলাম, তাই মনে নেই।এই টাইপের কথা না বলাই ভাল।
৫.উত্তর না পারলে,গাইগুই করা! (জানা নেই সরি ,স্যার বলাই ভাল)
৬. অতি গম্ভীর ভাব ধরে বসে থাকা ( হাসিখুশি ভাব থাকা পছন্দনীয়)
৭. কথা বার্তায়( ইংরেজি ও বাংলা) সাবলীলতা না থাকা।
৮. টেকনিক্যাল প্রশ্নের জবাবে সরাসরি সরকারের বিপক্ষে বলা।(যেমন: সরকারের কিছু ব্যর্থতা বলুন। এর উত্তরে, এটি একটি চলমান সমস্যা…,তবে এটা নিরসনে সরকার কাজ করে যাচ্ছে ….এমন বলা ভাল)
৯. সুকুমার বৃত্তির অনুশীলন না করা যেমন :গান একদমই না শোনা, সিলেবাসের বাইরে বিভিন্ন টপিকসের বই একদমই না পড়া, কবিতা একদমই না পড়া।
১০. অল্প সময়ে ছেড়ে দেয়া মানেই খারাপ ভাইভা না, ঐ সময়ের মধ্যে:পোষাক,চুল,হাঁটচলা এবং কথা বলার সময় চোখের তীক্ষ্ণতা এবং আত্মবিশ্বাস প্রভৃতিই লক্ষ করা হয়।

- Advertisment -

More Job Circular

More Job Circular