আপনি অতি সহজে BCS লিখিত সিলেবাসের সাথে ব্যাংক প্রস্তুতি নিতে পারবেন । BCS written syllabus সাথে প্রিলি ও bank preparation
কী পড়ব, কোথা থেকে পড়ব, কতটুকু পড়ব বিস্তারিত আলোচনা করা হল ।
আপনি হযত bcs written syllabus pdf লিখে গুগলে সার্চ দিলেই সিলেবাসটা পেয়ে যাবেন। আপনি মোটামুটিভাবে কী পড়তে হবে তার একটি ধারনা পেয়ে যাবেন । কিন্তু আমরা লেখাটা লেখেছি কোথা থেকে পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে।
BCS written syllabus কে পিএসসি এর বিগত ১০ থেকে ৩৮তম বিসিএস এবং ব্যাংকের প্রিলি ও রিটেনের আলোকে একটা কম্বাইন্ড syllabus প্রস্তুত করা হয়েছে। সিলেবাসটা সাজানো হয়েছে এমনভাবে যাতে আপনার বিগত বছরগুলোর বিশেষ করে, ১০ থেকে ৩৮তম bcs question and answer(বাছাই করা)সহ এর সাথে রিলেটেড বিষয়গুলোর কতটুকু পড়তে হবে তা পেয়ে যাবেন, সেইসাথে কাভার হয়ে যাবে।।
শুধু তাই নয়, ব্যাংকসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আপনার সনাতন দা’র আড্ডা থেকেই ফুলপ্রুফ হয়ে যাবে। মূলকথা হচ্ছে, preparation সবসময় নিতে হবে রিটেনের, যাতে প্রিলি এমনিই হয়ে যায়। তো কষ্ট করে একবার বিসিএস রিটেনের প্রিপারেশন নিবেন এরপর শুধু পরীক্ষা দিবেন আর টিকবেন।
সকল তথ্য জানতে Marks Distribution নিচে থেকে দেখে নিন:-
ক্রম, বিষয় ও মার্কসঃ
বাংলা (ভাষা ও সাহিত্য) ৩৫ মার্ক
ইংরেজী(ভাষা ও সাহিত্য) ৩৫ মার্ক
গাণিতিক যুক্তি ১৫ মার্ক
মানসিক দক্ষতা ১৫ মার্ক
বাংলাদেশ বিষয়াবলী ৩০ মার্ক
আন্তর্জাতিক বিষয়াবলী ২০ মার্ক
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০ মার্ক
বিজ্ঞান ১৫ মার্ক
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫ মার্ক
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১০ মার্ক
BCS লিখিত ও ব্যাংক প্রস্তুতির কি বই পড়বেনঃ
কোথা থেকে কী পড়বেন, কতটুকু পড়বেন:
বাংলাঃ
বাংলা বিষয়ের জন্য কোথা থেকে পড়বেন বিস্তারিত জেনে নিন-
বিগত বছরগুলোর বিসিএস বাংলা বিষয়ক প্রশ্ন ও সমাধান(বাছাইকৃত)
১। মাধ্যমিক বাংলা ব্যাকরণ(৯ম-১০ম শ্রেণী)
২। বাগধারা- সমর পাল
৩। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর
৪। লাল নীল দীপাবলি- হুমায়ূন আজাদ (যা পড়বেন)
৫। যে কোন গাইড বই
ক্যাটাগরি যা পড়বেন
প্রিলি রিটেন
১. ভাষা যা সম্পর্কে জানতে হবে হ্যান্ডনোট অাপলোড করা হবে।
১। উৎসসহ প্রবাদ-প্রবচন
ধ্বনি বাক্যশুদ্ধি
পদ বানান
পরিভাষা বিপরীত শব্দ
প্রত্যয় শব্দ
প্রয়োগ-অপপ্রয়োগ সন্ধি
বর্ণ সমার্থক শব্দ
বাক্য সমাস
২. সাহিত্য ১. প্রাচীন যুগ(চর্যাপদ) হ্যান্ডনোট অাপলোড করা হবে
২. মধ্যযুগ
যা সম্পর্কে জানতে হবে
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মুসলিম সাহিত্য
মঙ্গলকাব্য অনুবাদ সাহিত্য
বৈষ্ণব পদাবলী গীতিকা
৩. আধুনিক যুগ: জন্ম-মৃত্যু তারিখ/সাল, স্থান, উল্লেখযোগ্য রচনা, ছদ্মনাম/উপাধি, রচনাবলী, প্রাপ্ত পুরষ্কার, সম্পাদিত পত্র-পত্রিকার নাম, পত্রিকার ধরন, উল্লেখ্যযোগ্য গ্রন্থ, পুরষ্কারপ্রাপ্ত গ্রন্থ ইত্যাদি)
যাদের সম্পর্কে বেশি জানতে হবে
১. আখতারুজ্জামান ইলিয়াস ২৪. ফররুখ আহমদ
২. আবু ইসহাক ২৫. বঙ্কিমচন্দ্র চট্রপাধ্যায়
৩. আবু জাফর ওবায়দুল্লাহ ২৬. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
৪. আবুল মনসুর আহমদ ২৭. মাইকেল মধূসুদন দত্ত
৫. আব্দুল্লাহ আল মামুন ২৮. মানিক বন্দোপাধ্যায়
৬. আল ফজল ২৯. মীর মশাররফ হোসেন
৭. আল মাহমুদ ৩০. মুনীর চৌধুরী
৮. আলাউদ্দিন আল আজাদ ৩১. রবীন্দ্রনাথ ঠাকুর
৯. আহসান হাবীব ৩২. শওকত ওসমান
১০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৩৩. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
১১. কাজী নজরুল ইসলাম ৩৪. শামসুর রহমান
১২. কাজী মোতাহার হোসেন ৩৫. সিকান্দার আবু জাফর
১৩. কায়কোবাদ ৩৬. সুকান্ত ভট্রাচার্য
১৪. গোলাম মোস্তফা ৩৭. সুফিয়া কামাল
১৫. জসীম উদ্দিন ৩৮. সেলিনা হোসেন
১৬. জাহানারা ইমাম ৩৯. সেলিম আল দিন
১৭. জীবনানন্দ দাশ ৪০. সৈয়দ ওয়ালিউল্লাহ
১৮. তারাশঙ্কর বন্দোপাধ্যায় ৪১. সৈয়দ মুজতবা আলি
১৯. দীনবন্ধু মিত্র ৪২. হাসান আজিজুল হক
২০. দ্বিজেন্দ্রলাল রায় ৪৩. হাসান হাফিজুর রহমান
২১. নির্মলেন্দু গুণ ৪৪. হুমায়ুন আজাদ
২২. প্যারীচাঁদ মিত্র ৪৫. হুমায়ুন আহমদ
২৩. প্রমথ চৌধুরী ৪৬. হুমায়ুন কবির