সমন্বিত ব্যাংকের আবেদনে চয়েস লিস্ট পদ্ধতি

সমন্বিতভাবে ব্যাংক ও আর্থিক ৯টি প্রতিষ্ঠানে অফিসার জেনারেল পদে ২০৪৬ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএসসিএস। যারা নতুনদের জন্য জন্য আমার(মোঃআশরাফুল ইসলাম আকাশ) এই লেখা।আশা করি কিছুটা হলেও উপকারে আসবে।

সমন্বিত ব্যাংকের আবেদনে চয়েসলিস্ট সংক্রান্তঃ

আইসিবিঃকাজের পরিবেশ অনেক ভাল।ঢাকা শহরে পোস্টিং হওয়ার সম্ভবনাই বেশি।কাজের চাপ কম। বছরে ৬-৭ টা ইন্সেন্টিভ পাবেন,দ্রুত প্রোমোশন,হাউজ লোন,কার লোন অন্যান্য ব্যাংকের চেয়ে বেশি পাবেন।পেনশন সুবিধা আছে।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনঃ

বিভাগীয় বা জেলা শহরে থাকার সুযোগ পাবেন। হাউজলোন কারলোন আছে। পেনশন পাবেন। বছরে ৪-৫ টা ইনসেন্টিভ পাবেন। কাজের চাপ কম,তবে জায়গাভেদে কাজের কিছুটা চাপ থাকতে পারে।

সোনালীঃ

দেশের সবচাইতে বড় রাষ্ট্র মালিকানাধীন লিমিটেড ব্যাংক । শাখার দিক দিয়েও সবথেকে বেশি,যার ফলে আপনার পোস্টিং আপনার এলাকাতেই হতে পারে । ২০০৭ সাল থেকে সম্ভবত পেনশন বন্ধ।(তবে আশা করা যায় আবার চালু হবে)কাজের চাপ একটু বেশি যার ফলে কাজ শেখার যথেষ্ট সুযোগ আছে । বছরে ৩-৪ টা ইনসেন্টিভ পাবেন।সোনালীতে চাকরি করলে সমাজে যথেষ্ট নাম ও সম্মান পাবেন।হাউজ লোন,কার লোন অন্যান্য ব্যাংকের মতই।

রুপালী ব্যাংকঃ

লিমিটেড ব্যাংকগুলার মধ্য কাজের পরিবেশ অনেক ভাল । চাপ তুলনামূলকভাবে কম,প্রোমোশন মোটামুটি ভাল।পেনশন আছে। ইনসেন্টিভ বছরে ২-৩টা পাবেন। হাউজলোন,কারলোন পাবেন।

জনতা ব্যাংকঃ

সোনালি ব্যাংকের মতই ,পেনশন নেই । বছরে ইনসেন্টিভ ২-৩টা পাবেন। প্রোমোশন গ্রোথ সোনালির মতই। সোনালির মতই লোকের মুখে নাম পাবেন । কাজের চাপ আছে।হাউজলোন,কারলোন অন্যান্য ব্যাংকের মতই।

বিডিবিএলঃ

কাজের চাপ কম।পেনশন সুবিধা আছে।নতুন ব্যাংক,তাই কম পরিচিত।বছরে ২-৩ টা ইন্সেন্টিভ পাবেন,হাউজলোন, কারলোন অন্যান্য ব্যাংকের মতই।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকঃপেনশন সুবিধা আছে। প্রমোশন মোটামুটি। পোস্টিং শুধুমাত্র রাজশাহী এবং রংপুর বিভাগে।তাই উত্তরবঙ্গের প্রার্থীরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চয়েস দিতে পারেন।কারন, সারাজীবন এলাকায় থাকতে পারবেন। প্রাথমিক পোষ্টিং সাধারণত প্রত্যন্ত অঞ্চলে হয়। হাউজ লোনের সিলিং কম। ইনসেন্টিভ সুবিধা নাই বললেই চলে। ফিল্ডে কাজ করতে হতে পারে।হাউজলোন আছে,তবে একবারে দেয়না।

বাংলাদেশ কৃষি ব্যাংকঃ

পেনশন সুবিধা আছে। প্রমোশন মোটামুটি। উত্তরবঙ্গে কোন শাখা নেই। ইনসেন্টিভ সুবিধার আশা না করাই ভাল। ফিল্ডে কাজ করতে হতে পারে।হাউজলোন আছে,তবে একবারে দেয়না।

কর্মসংস্থান ব্যাংকঃ

ব্যাংক পাড়ায় এর প্রভাব কম। সুযোগ সুবিধা কিছুটা অন্যদের মতই। মাঠে কাজ করতে হয় । চাপ কম।

আমি নিজে নিচেরক্রম অনুযায়ী চয়েস দিতাম।চাইলে আপনিও দিতে পারেন। ১.আইসিবি ২.বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ৩.সোনালী ব্যাংক ৪.রুপালী ব্যাংক ৫.জনতা ব্যাংক ৬.বিডিবিএল ৭.বাংলাদেশ কৃষি ব্যাংক ৮.রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৯.কর্মসংস্থান ব্যাংক।

আমি শুধুমাত্র আমার জানা তথ্যের আলোকে এবং আমার নিজের পছন্দ অনু্যায়ী চয়েস লিস্ট দিয়েছি।আপনি আবেদনের সময় সবদিক বিবেচনা করে আপনার নিজের পছন্দ অনু্যায়ী চয়েস দিবেন।

মোঃআশরাফুল ইসলাম আকাশ
সোনালী ব্যাংক অফিসার জেনারেল – সুপারিশপ্রাপ্ত।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.