Railway Job Circular 2022: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট railway.gov.bd অথবা chakribd.com সাইটে রেলওয়ে নিয়োগ সার্কুলার ২০২১ বিষয়ে বিস্তারিত জানুন । রেলওয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, টিকিট বিক্রয় ও পরিবহন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে জনবল নিয়োগ দিবে ।
রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্বখাতসমুহে স্থায়ী শূণ্যপদ পূরণের নিমিত্ত শর্তসাপেক্ষে বাংলাদেশী নাগরিতের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে । বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার মোট ২৩৫ পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে ।
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ সার্কুলার ২০২২
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে
পদের নামঃ সহকারী স্টেশন মাস্টার
পদ সংখ্যাঃ ২৮০টি
আবেদন ফীঃ ৫৬/- টাকা
আবেদন শুরুঃ ৩০ জানুয়ারি ২০২২
আবেদনের লিংকঃ http://br.teletalk.com.bd/
আবেদনের শেষ তারিখঃ ৬ মার্চ ২০২২
Bangladesh Railway Job Circular 2022
According to the daily newspaper, Bangladesh Railway has posted a new job circular on 28 August 2021. They want to get some applicants on the “Station Master Assistant”. The Stationmaster assistant has only 235 posts. Only recognize university Graduation public can apply for this post that age between 18 to 30.

রেলওয়ে আবেদন যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ সম্নাতক ডিগ্রী ।
যে জেলা সমুহ আবেদন করতে পারবেঃ ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে । তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে ।
রেলওয়ে তে আবেদন প্রক্রিয়াঃ
- টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট http://br.teletalk.com.bd/ ভিজিট করে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, সকল শিক্ষাগত যোগ্যতা সহ সকল বিষয় পূরণ করতে হবে ।
- আবেদনে প্রার্থীর ৩০০*৩০০ পিক্সেল ছবি ও ৩০০*৫০ পিক্সেল সাইজের সাইন আপরোড করতে হবে ।
- যথাযথ ভাবে আবেদনের পরে একটি ইউজার আইডি পাবেন ।
- প্রদত্ত মেসেজ ফর্মেটে টেলিটক সিমে মেসেজ করতে হবে । এসএমএস চার্জ সহ আবেদন ফি ১১২/- ।
আরও পড়ুন: রেলওয়ে পরীক্ষার সিলেবাস ও সাজেশন
বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ ২০২২, bangladesh railway niyog biggopti,bangladesh railway chakrir khobor 2022. রেলওয়ে নিয়োগ সহকারী স্টেশন মাস্টার,বুকিং সহকারী রেলওয়ে নিয়োগ,বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি,,রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি,রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,রেলওয়েতে নিরাপত্তা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ।