বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (৯ম -১০ম) এর ৪র্থ অধ্যায় : ‘সৌরজগৎ ও ভূমন্ডল’ এর কিছু প্রশ্ন। 🙂
======================
৪র্থ অধ্যায় :: সৌরজগৎ ও ভূমন্ডল
======================
পাঁচটি প্রমাণ সময় আছে নিচের কোন দেশটিতে?
ক) চীনে
খ) যুক্তরাষ্ট্রে
গ) জাপানে
ঘ) কানাডায়
সঠিক উত্তর: (ঘ)
বাংলাদেশে প্রবল বান হতে দেখা যায় –
ক) গ্রীষ্মকালে
খ) বর্ষাকালে
গ) শীতকালে
ঘ) শরৎকালে
সঠিক উত্তর: (খ)
প্রবল বান দেখা যায় –
ক) মেঘনা নদীতে
খ) সুরমা নদীতে
গ) ভাগীরথী নদীতে
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
পৃথিবীর কক্ষপথটি দেখতে –
ক) বৃত্তাকার
খ) ত্রিভুজাকৃতির
গ) উপবৃত্তাকৃতির
ঘ) চতুর্ভুজাকৃতির
সঠিক উত্তর: (গ)
পৃথিবীর দিন-রাত্রি সমান হওয়াকে বলে –
ক) শারদ বিষুব
খ) বাসন্ত বিষুব
গ) উত্তর অয়নান্ত
ঘ) দক্ষিণ অয়নান্ত
সঠিক উত্তর: (ক)
সূর্যকে নিয়ন্ত্রক বলা হয় –
ক) গ্রহের
খ) উপগ্রহের
গ) নক্ষত্রের
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
গ্রিনিচের সঠিক সময় কোন ঘড়ি থেকে জানা যায়?
ক) টাইমমিটার
খ) ব্যারোমিটার
গ) অটোমিটার
ঘ) ক্রনোমিটার
সঠিক উত্তর: (ঘ)
বাংলাদেশের প্রমাণ সময় ও গ্রিনিচের সময়ের পার্থক্য কত?
ক) ১২ ঘন্টা আগে
খ) ৬ ঘন্টা পরে
গ) ৬ ঘন্টা আগে
ঘ) ৮ ঘন্টা পরে
সঠিক উত্তর: (ক)
বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয় কোন দ্রাঘিমার স্থানীয় সময়কে?
ক) ৯০ ডিগ্রি পূর্ব
খ) ৯০ ডিগ্রি পশ্চিম
গ) ১৮০ ডিগ্রি পূর্ব
ঘ) ১৮০ ডিগ্রি পশ্চিম
সঠিক উত্তর: (ক)
সূর্য পৃথিবী থেকে দূরে অবস্থান করলে সেই অবস্থাকে কী বলে?
ক) অপসূর
খ) অনসূর
গ) দক্ষিণায়ন
ঘ) উত্তরায়ণ
সঠিক উত্তর: (ক)
যখন সূর্য পৃথিবীর নিকটতম স্থানে থাকে তখন তাকে কী বলে?
ক) অপসূর
খ) অনুসূর
গ) শারদ বিষুব
ঘ) বাসন্ত বিষুব
সঠিক উত্তর: (খ)
মূলমধ্যরেখার মান কত?
ক) ০ ডিগ্রি
খ) ২৩.৫ ডিগ্রি
গ) ৬৬.৫ ডিগ্রি
ঘ) ৯০ ডিগ্রি
সঠিক উত্তর: (ক)
নিরক্ষরেখার অপর নাম কী?
ক) বিষুবরেখা
খ) মেরুরেখা
গ) সমাক্ষরেখা
ঘ) মূল মধ্যরেখা
সঠিক উত্তর: (ক)
নিরক্ষরেখা পৃথিবীকে কোন দুটি ভাগে বিভক্ত করেছে?
ক) সুমেরু ও কুমেরুবৃত্ত
খ) কর্কটক্রান্তি ও মকরক্রান্তি
গ) উত্তর ও দক্ষিণ গোলার্ধ
ঘ) মহাসাগর ও মহাদেশ
সঠিক উত্তর: (গ)
পৃথিবীর উত্তর-দক্ষিণে কল্পিত রেখার উত্তর প্রান্তবিন্দুকে কী বলে?
ক) সুমেরু
খ) মেরুবিন্দু
গ) কুরিবিন্দু
ঘ) কুমেরু
সঠিক উত্তর: (ক)
মেরুরেখার দক্ষিণ প্রান্তবিন্দুকে বলা হয় –
ক) সুমেরু
খ) দক্ষিণ মেরু ও কুমেরু
গ) কুমেরু
ঘ) দক্ষিণ মেরু
সঠিক উত্তর: (খ)
পৃথিবীর দিন-রাত্রি সমান হয় কোন তারিখে?
ক) ২৫ জুলাই
খ) ২৯ ফেব্রুয়ারি
গ) ২৩ সেপ্টেম্বর
ঘ) ২৫ মার্চ
সঠিক উত্তর: (গ)
সৌরবছর গণনা করা হয় কত দিনে?
ক) ৩৬৪ দিনে
খ) ৩৬৫ দিনে
গ) ৩৬৬ দিনে
ঘ) ৩৬৭ দিনে
সঠিক উত্তর: (খ)
কোনটির প্রভাবে জলরাশি সর্বদা বাইরে নিক্ষিপ্ত হয়?
ক) মহাকর্ষণ শক্তির
খ) অভিকর্ষ শক্তির
গ) কেন্দ্রাতিগ শক্তির
ঘ) আণবিক শক্তির
সঠিক উত্তর: (গ)
অক্ষাংশ পরিমাপের একককে কী বলে?
ক) রেডিয়ান
খ) মিনিট
গ) ডিগ্রি
ঘ) মিটার
সঠিক উত্তর: (গ)
সমু্দ্রের পানিরাশি অনেক উঁচু নিচু হয় কোন অংশে?
ক) উপরিভাগে
খ) মধ্যভাগে
গ) অভ্যন্তরভাগে
ঘ) উপকূলের নিকটে
সঠিক উত্তর: (ঘ)
কোন যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের অবস্থান থেকে পৃথিবীর যেকোনো স্থানের অক্ষাংশ নিরূপণ করা যায়?
ক) সেক্সট্যান্ট যন্ত্র
খ) ক্রনোমিটার ঘড়ি
গ) দিগন্ত রেখা
ঘ) সূর্যের ছায়া
সঠিক উত্তর: (ক)
দ্রাঘিমারেখার বিকল্প নামটি কী?
ক) সমাক্ষরেখা
খ) মধ্যরেখা
গ) নিম্নরেখা
ঘ) অক্ষরেখা
সঠিক উত্তর: (খ)
পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব-পশ্চিমে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয় সেটি কী নামে পরিচিত?
ক) দ্রাঘিমা রেখা
খ) অক্ষরেখা
গ) বিষুবরেখা
ঘ) মূল মধ্যরেখা
সঠিক উত্তর: (খ)
কোন রেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব স্থির করা হয়?
ক) নিরক্ষরেখা
খ) মেরুরেখা
গ) মূলমধ্যরেখা
ঘ) সমাক্ষরেখা
সঠিক উত্তর: (খ)
সময়ের হিসাব করতে হলে দ্রাঘিমা জানা বিশেষ জরুরি। এর মাধ্যমেই আমরা বিভিন্ন স্থানীয় এবং প্রমাণ সময় জানতে এবং তুলনা করতে পারি –
ক) গ্রিনিচের দ্রাঘিমা শূন্য (০) ডিগ্রি
খ) পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ ৩৬০ ডিগ্রি
গ) ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান হয় ৪ মিনিট
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত?
ক) ১ মিনিট
খ) ৪ মিনিট
গ) ৪ ঘন্টা
ঘ) ২৪ ঘন্টা
সঠিক উত্তর: (খ)
কোনো স্থানের সময় বেলা ২ টা বাজলে তার ১ ডিগ্রি পূর্বের স্থানের সময় কী হবে?
ক) ২ টা ৪ মিনিট
খ) ১২ টা ৫২ মিনিট
গ) ১ টা ৫৬ মিনিট
ঘ) ২ টা ৫৬ মিনিট
সঠিক উত্তর: (ক)
দৈনিক কয়বার জোয়ার-ভাটা হয়?
ক) একবার
খ) দুইবার
গ) তিনবার
ঘ) চারবার
সঠিক উত্তর: (খ)
জোয়ার-ভাটার কারণ –
ক) পৃথিবীর নিজস্ব গতি
খ) পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের প্রভাব
গ) পৃথিবীর ওপর মঙ্গল গ্রহের প্রভাব
ঘ) ক + খ
সঠিক উত্তর: (ঘ)
চন্দ্র নিজ কক্ষপথে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চন্দ্রের কতদিন সময় লাগে?
ক) ১৫ দিন
খ) ২৫ দিন
গ) ২৭ দিন
ঘ) ৩০ দিন
সঠিক উত্তর: (গ)
শনি গ্রহটি পৃথিবী অপেক্ষা কত গুণ বড়?
ক) প্রায় ৮ গুণ
খ) প্রায় ৯ গুণ
গ) প্রায় ১০ গুণ
ঘ) প্রায় ১১ গুণ
সঠিক উত্তর: (খ)
উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট রাত কোনটি?
ক) ২১ মার্চ
খ) ২১ জুন
গ) ২৩ সেপ্টেম্বর
ঘ) ২২ ডিসেম্বর
সঠিক উত্তর: (খ)
পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় কোন তারিখে?
ক) ২২ মার্চ
খ) ২২ ডিসেম্বর
গ) ২৩ সেপ্টেম্বর
ঘ) ১২ নভেম্বর
সঠিক উত্তর: (খ)
পৃথিবী তার অক্ষ থেকে চারদিকে দ্রুতবেগে ঘোরায় তার পৃষ্ঠ থেকে পানিরাশির চতুর্দিকে ছিটকে যাওয়ার প্রবণতাকে কী বলে?
ক) জোয়ার
খ) অভিকর্ষ শক্তি
গ) মহাকর্ষণ শক্তি
ঘ) কেন্দ্রাতিগ শক্তি
সঠিক উত্তর: (ঘ)
ইউরেনাসের ওজন পৃথিবী থেকে কত গুণ বেশি?
ক) ১২
খ) ১৩
গ) ১৪
ঘ) ১৫
সঠিক উত্তর: (ঘ)
পৃথিবী উপবৃত্তাকার পথে পরিক্রমণ করার কারণে –
ক) বিভিন্ন ঋতুর আবির্ভাব হয়
খ) মাধ্যাকর্ষণ শক্তির হ্রাস-বৃদ্ধি ঘটে
গ) দিন-রাত্রির দৈর্ঘ্যের তারতম্য ঘটে
ঘ) ক + গ
সঠিক উত্তর: (ঘ)
শুক্রকে কখন আমরা শুকতারা রূপে দেখতে পাই?
ক) সন্ধ্যায়
খ) রাতে
গ) ভোরে
ঘ) বিকেলে
সঠিক উত্তর: (গ)
সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?
ক) ১৯
খ) ৩৯
গ) ৪১
ঘ) ৪৯
সঠিক উত্তর: (ঘ)
নিচের কোনটি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ?
ক) মঙ্গল
খ) নেপচুন
গ) পৃথিবী
ঘ) বুধ
সঠিক উত্তর: (ঘ)
কোনটি সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ?
ক) শনি
খ) মঙ্গল
গ) বৃহস্পতি
ঘ) নেপচুন
সঠিক উত্তর: (গ)
পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
ক) ফেবোস
খ) ক্যারন
গ) চন্দ্র
ঘ) গ্যানিমেড
সঠিক উত্তর: (গ)
ইউরেনাসের উপগ্রহ কোনটি?
ক) ক্যাপিটাস
খ) এরিয়েল
গ) নেরাইড
ঘ) গ্যানিমেড
সঠিক উত্তর: (খ)
কোনটি বৃহস্পতির উপগ্রহ?
ক) গ্যানিমেড
খ) ডিমোস
গ) টাইটান
ঘ) ফেবোস
সঠিক উত্তর: (ক)
‘টাইটানিয়া’ কোন গ্রহের একটি উপগ্রহ?
ক) ইউরেনাস
খ) শনি
গ) মঙ্গল
ঘ) বৃহস্পতি
সঠিক উত্তর: (ক)
শনির উপগ্রহ কয়টি?
ক) ২১টি
খ) ২২টি
গ) ২৩টি
ঘ) ২৪টি
সঠিক উত্তর: (খ)
মঙ্গল গ্রহের মোট কয়টি উপগ্রহ রয়েছে?
ক) একটি
খ) দুইটি
গ) পাঁচটি
ঘ) ষোলটি
সঠিক উত্তর: (খ)
কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ?
ক) বুধ
খ) মঙ্গল
গ) শুক্র
ঘ) শনি
সঠিক উত্তর: (গ)
সূর্যের তৃতীয় নিকটতম গ্রহের নাম কী?
ক) বুধ
খ) মঙ্গল
গ) পৃথিবী
ঘ) শনি
সঠিক উত্তর: (গ)
আহ্নিক গতির ফলে –
ক) সময় গনণা করা যায়
খ) জোয়ার ও ভাটা হয়
গ) দিবা-রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে
ঘ) ক + খ
সঠিক উত্তর: (ঘ)
পৃথিবীর বার্ষিক গতির ফলে –
ক) দিন ও রাতের হ্রাস-বৃদ্ধি ঘটে
খ) সূর্যরশ্মি কোথাও লম্ব আবার কোথাও তির্যকভাবে পতিত হয়
গ) পৃথিবীতে তাপমাত্রার পার্থক্য ঘটে
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
ট্রপোমন্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলা হয়?
ক) ট্রপোস্ফিয়ার
খ) ট্রপোপস
গ) ট্রপোসীমা
ঘ) আয়নমন্ডল
সঠিক উত্তর: (খ)
ট্রপোমন্ডলের গড় গভীরতা কত কিলোমিটার?
ক) ১১
খ) ১২
গ) ১৩
ঘ) ১৪
সঠিক উত্তর: (গ)
শুক্র গ্রহ সন্ধ্যায় পশ্চিমাকাশে কী নামে পরিচিত?
ক) শুকতারা
খ) সন্ধ্যাতারা
গ) ধ্রুবতারা
ঘ) নীহারিকা
সঠিক উত্তর: (খ)
ইন্দোনেশিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি দেশ। ২১ শে জুন তারিখে ইন্দোনেশিয়াতে –
ক) শীতকাল থাকবে
খ) ভূপৃষ্ঠ বেশি উত্তপ্ত থাকবে
গ) দিন ছোট থাকবে
ঘ) শীতকাল ও দিন ছোট থাকবে
সঠিক উত্তর: (ঘ)
ভূত্বক ও গুরুমন্ডলের ঊর্ধ্বংশে কোন স্তর অবস্থিত?
ক) তাপমন্ডল
খ) কেন্দ্রমন্ডল
গ) ট্রপোমন্ডল
ঘ) অশ্বমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
বৃহস্পতি সূর্যকে একবার আবর্তন করতে কত সময় লাগে?
ক) ১২ বছর
খ) ২৯ বছর
গ) ৪৭ বছর
ঘ) ৮৪ বছর
সঠিক উত্তর: (ক)
পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব কত কোটি কিলোমিটার?
ক) ৫.৮
খ) ৭.৮
গ) ৭.৯
ঘ) ৯.৭
সঠিক উত্তর: (খ)
বুধের সূর্যের চারদিকে পরিক্রমণ করতে সময় কত লাগে?
ক) ৮৮ দিন
খ) ১৭৫ দিন
গ) ২২৫ দিন
ঘ) ৩৬৫ দিন
সঠিক উত্তর: (ক)
সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়?
ক) ১.৫০ কোটি
খ) ২.৫০ কোটি
গ) ২.৬০ কোটি
ঘ) ৩.৬০ কোটি
সঠিক উত্তর: (গ)
সূর্যের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো –
ক) সূর্য গোলীয় পদার্থ দ্বারা গঠিত
খ) আণবিক শক্তি প্রক্রিয়ায় সূর্যে শক্তি তৈরি হয়
গ) ইউরেনাসের তাপের উৎস সূর্য
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
আন্তর্জাতিক তারিখ রেখা জলভাগের মধ্য দিয়ে অতিক্রম করার মূল কারণ –
ক) জাহাজ সঠিক সময়ে চলাচল করার জন্য
খ) আন্তর্জাতিক তারিখ ঠিক রাখার জন্য
গ) স্থানীয় সময় ঠিক রাখার জন্য
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
কোন প্রণালিটি আন্তর্জাতিক তারিখ রেখার সাথে যুক্ত?
ক) হরমুজ প্রণালি
খ) জিব্রাল্টার প্রণালি
গ) বেরিং প্রণালি
ঘ) পক প্রণালি
সঠিক উত্তর: (গ)
অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা না যাওয়ার কারণ কী?
ক) এদের অবস্থান ১৮০ ডিগ্রি দ্রাঘিমায় নয়
খ) এরা প্রশান্ত মহাসাগরে অবস্থিত
গ) এই রেখাটি বিষুবরেখার ওপর দিয়ে গিয়েছে
ঘ) এই রেখাটি মূল মধ্যরেখায় অবস্থিত
সঠিক উত্তর: (ক)
কয়টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
মেরু প্রদেশীয় অক্ষাংশসমূহকে কী বলে?
ক) দ্রাঘিমাংশ
খ) উচ্চ অক্ষাংশ
গ) নিম্ন অক্ষাংশ
ঘ) মধ্য অক্ষাংশ
সঠিক উত্তর: (খ)
এসিড বৃষ্টির ঘটনা ঘটে –
ক) শুক্র গ্রহে
খ) বুধ গ্রহে
গ) শনি গ্রহে
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)