বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায়- ২ঃ স্বাধীন বাংলাদেশ

মুজিববাহিনী গঠিত হয়েছিল –
ক) সাধারণ জনগণ নিয়ে
খ) ছাত্রছাত্রীদের নিয়ে
গ) পেশাজীবী ও বুদ্বিজীবীদের নিয়ে
ঘ) গেরিলাদের নিয়ে

সঠিক উত্তর: (খ)

দেশের বাইরে কোন শহরে মুজিবনগর সরকারের মিশন স্থাপিত হয়েছিল?
ক) আমস্টার্ডাম
খ) জেনেভা
গ) স্টকহোম
ঘ) মস্কো

সঠিক উত্তর: (গ)

মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন?
ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) তাজউদ্দিন আহমদ
গ) এ এইচ এম কামরুজ্জামান
ঘ) এম. মনসুর আলী

সঠিক উত্তর: (খ)

মুক্তিযুদ্ধের সময়ে খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণের জন্য কোন নেতা অর্থ সংস্থানের দায়িত্বে নিয়োজিত ছিলেন?
ক) তাজউদ্দিন আহমদ
খ) মওলানা ভাসানী
গ) এ এইচ এম কামরুজ্জামান
ঘ) এম মনসুর আলী

সঠিক উত্তর: (ঘ)

মুক্তিযুদ্ধের সময়ে ভারতে আশ্রয় নেয়া শরনার্থীদের জন্য ত্রাণ সংগ্রহের দায়িত্বে কোন নেতা নিয়োজিত ছিলেন?
ক) এ এইচ এম কামরুজ্জামান
খ) খন্দকার মোশতাক আহমেদ
গ) কমরেড মনি সিং
ঘ) মওলানা ভাসানী

সঠিক উত্তর: (ক)

অপারেশন সার্চ লাইট এর নীলনকশা করা হয় –
ক. ১৭ মার্চ, ১৯৭১
খ. ২৩ মার্চ, ১৯৭১
গ. ১৭ মার্চ, ১৯৭১
ঘ. ২৩ মার্চ, ১৯৭১

সঠিক উত্তর: (ক)

‘অপারেশন সার্চলাইট’ পরিকল্পনায় জড়িত ছিলেন –
ক) ইহাহিয়া খান
খ) রাও ফরমান আলী
গ) জুলফিকার আলী ভুট্টো
ঘ) টিক্কা খান ও রাও ফরমান আলী

সঠিক উত্তর: (ঘ)

মুক্তিযুদ্দের সময় বাংলাদেশ এ কতটি জেলা ছিল?
ক.১৯ টি
খ. ১৮ টি
গ. ১৭ টি
ঘ. ১৫ টি

সঠিক উত্তর: (ক)

মুজিবনগর নামকরণ করেন কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমেদ
গ. নজরুল ইসলাম
ঘ. ক্যাপ্টেন মনসুর আলী

সঠিক উত্তর: (খ)

১৯৭১ সালের ১১ এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে?
ক) তাজউদ্দিন আহমদ
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) এ এইচ এম কামরুজ্জামান
ঘ) এম মনসুর আলী

সঠিক উত্তর: (ক)

মুক্তিযুদ্বকে ১১ টি সেক্টরে ভাগ করা হয় –
ক. ১৭ এপ্রিল, ১৯৭১
খ. ১০ এপ্রিল, ১৯৭১
গ. ১১ এপ্রিল, ১৯৭১
ঘ. ২৬ মার্চ, ১৯৭১

সঠিক উত্তর: (গ)

মুজিবনগর সরকার গঠিত হয় –
ক. ১৭ এপ্রিল, ১৯৭১
খ. ১০ এপ্রিল, ১৯৭১
গ. ১১ এপ্রিল, ১৯৭১
ঘ. ২৬ মার্চ, ১৯৭১

সঠিক উত্তর: (খ)

মুজিবনগর সরকারের সদস্য ছিল কতজন –
ক. ৬
খ. ৯
গ. ১১
ঘ. ১২

সঠিক উত্তর: (ক)

মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল –
ক. ৮
খ. ৯
গ. ১১
ঘ. ১২

সঠিক উত্তর: (ঘ)

খন্দকার মোশতাক আহমদ মুজিবনগর সরকারের কোন দায়িত্ব পালন করেন?
ক) অর্থমন্ত্রী
খ) পররাষ্ট্র ও আইনমন্ত্রী
গ) রাষ্ট্রপতি
ঘ) উপ-রাষ্ট্রপতি

সঠিক উত্তর: (খ)

মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ক) এম. মনসুর আলী
খ) তাজউদ্দিন আহমেদ
গ) খন্দকার মোশতাক আহমেদ
ঘ) এ.এইচ.এম. কামরুজ্জামান

সঠিক উত্তর: (ঘ)

পাকিস্তানের কোন নেতা ইয়াহিয়া খান আহূত জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানে অস্বীকৃতি জানায়?
ক) জুলফিকার আলী ভুট্টো
খ) জিয়াউল হক
গ) আইআই চূন্দ্রীগড়
ঘ) মওলানা ভাসানী

সঠিক উত্তর: (ক)

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমেদ
গ. নজরুল ইসলাম
ঘ. জেনারেল আতাউল গণি উসমানী

সঠিক উত্তর: (ক)

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
ক) কে এম শফিউল্লাহ
খ) এ কে খন্দকার
গ) এম এ জি ওসমানী
ঘ) মেজর জিয়াউর রহমান

সঠিক উত্তর: (গ)

জাতি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করবে, কেননা –
ক) তাঁরা আমাদের সূর্যসন্তান
খ) মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে তাঁরা যুদ্ধ করেছেন
গ) দেশের স্বাধীনতা অর্জনে তাদের অবদান সবচেয়ে বেশি
ঘ) সবগুলোই

সঠিক উত্তর: (ঘ)

পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি প্রদান করা হয় কত সালে?
ক) ১৯৫৪
খ) ১৯৫৫
গ) ১৯৫৬
ঘ) ১৯৬৮

সঠিক উত্তর: (গ)

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চরমপত্র পাঠ করতেন কে?
ক) বেলাল আহমেদ
খ) এম. আর. আখতার মুকুল
গ) আবদুল জব্বার
ঘ) আপেল মাহমুদ

সঠিক উত্তর: (খ)

বাংলাদেশে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অধ্যাদেশ বৈধতা লাভ করেছিল?
ক) ৪র্থ সংশোধনী
খ) ৫ম সংশোধনী
গ) ৬ষ্ঠ সংশোধনী
ঘ) ৭ম সংশোধনী

সঠিক উত্তর: (খ)

জিয়াউর রহমানের সামরিক বাহিনীর অধস্তন অফিসাররা অভ্যুত্থান ঘটিয়ে সেনাপ্রধানকে গৃহবন্দি করে। পরবর্তীতে অপর অভ্যুত্থানে সেনাপ্রধান মুক্ত হন। এর সাথে সাদৃশ্য লক্ষ করা যায় কোন দেশের ঘটনার?
ক) যুগোস্নাভিয়া
খ) মোজাম্বিক
গ) কিউবা
ঘ) ঘানা

সঠিক উত্তর: (খ)

লিবিয়ার বর্তমান সরকার একটি নির্দেশ জারি করেছে যে, লিবিয়াতে যে গণহত্যা হয়েছে সেগুলোর বিচার করা যাবে না। এ নির্দেশ বাংলাদেশের কোন অধ্যাদেশের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) মোবাইল কোর্ট অধ্যাদেশ
খ) ইনডেমনিটি অধ্যাদেশ
গ) সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ
ঘ) বার কাউন্সিল অধ্যাদেশ

সঠিক উত্তর: (খ)

পশ্চিম পাকিস্তান আমাদের কত বছর শাসন করে?
ক) ২০
খ) ২২
গ) ২৪
ঘ) ২৬

সঠিক উত্তর: (গ)

বঙ্গবন্ধু পাকিস্তান আমলের ২৪ বছরের মধ্যে কত বছর কারাগারে কাটান?
ক) ১২
খ) ১৩
গ) ১৪
ঘ) ১৫

সঠিক উত্তর: (ক)

১৯৭১ সালের কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়?
ক) ২৩ মার্চ প্রথম প্রহরে
খ) ২৫ মার্চ প্রথম প্রহরে
গ) ২৬ মার্চ প্রথম প্রহরে
ঘ) ২৭ মার্চ প্রথম প্রহরে

সঠিক উত্তর: (গ)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে কে প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
ক) এম এ হান্নান শাহ
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) মেজর জিয়াউর রহমান
ঘ) তাজউদ্দিন আহমদ

সঠিক উত্তর: (ক)

বাংলাদেশে ১৯৭২ সালে গঠিত গণপরিষদের মূল লক্ষ্য কী ছিল?
ক) যুদ্ধপরাধীর বিচার করা
খ) সংবিধান প্রণয়ন করা
গ) নির্বাচন পরিচালনা করা
ঘ) দেশের শাসন কাজ পরিচালনা

সঠিক উত্তর: (খ)

৭ মার্চের ভাষণ থেকে বাঙালিরা পায় –
ক) সান্ত্বনা ও সহনশীল হওয়ার উপদেশ
খ) জাতীয়তাবাদের চেতনা
গ) মুক্তিযুদ্ধের নির্দেশনা
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (গ)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্ত ছিলেন –
ক) ১৯৬৬-এর ছয় দফার সাথে
খ) ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সাথে
গ) ১৯৭০-এর নির্বাচনের সাথে
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (ঘ)

বঙ্গবন্ধুর সরকার পররাষ্ট্রনীতির সাফল্যস্বরূপ কতটি দেশের স্বীকৃতি আদায় করেছিলেন ?
ক) ১৪২ টি দেশের স্বীকৃতি আদায়
খ) ১৪০ টি দেশের স্বীকৃতি আদায়
গ) ১২২ টি দেশের স্বীকৃতি আদায়
ঘ) ১২০ টি দেশের স্বীকৃতি আদায়

সঠিক উত্তর: (খ)

কোন শহরে ইয়াহিয়া খান আহূত জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল?
ক) ইসলামাবাদে
খ) করাচিতে
গ) ঢাকায়
ঘ) লাহোরে

সঠিক উত্তর: (গ)

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে কোন বিদেশি ‘সংগীত শিল্পী’ ভূমিকা রেখেছিলেন?
ক) জেমস ব্রাউন
খ) জর্জ হ্যারিসন
গ) রবিশংকর
ঘ) মাইকেল জ্যাকসন

সঠিক উত্তর: (খ)

জর্জ হারিসন এর জন্ম কোথায়?
ক) লন্ডন
খ) অস্ট্রেলিয়া
গ) প্যারিস
ঘ) মেডিসন স্কয়ার, নিউইযর্ক

সঠিক উত্তর: (ক)

যুক্তরাষ্ট্রের বিটলস ব্যান্ডের জর্জ হারিসন কোথায় কনসার্ট আয়োজন করেন ?
ক) লন্ডন
খ) অস্ট্রেলিয়া
গ) প্যারিস
ঘ) মেডিসন স্কয়ার, নিউইযর্ক

সঠিক উত্তর: (ঘ)

প্রসঙ্গিক তথ্য :
১৯৭১ সালের ১ আগস্ট জর্জ হ্যারিসন কনসার্ট আয়োজন করেন
কনসার্টের নাম “দ্য কনসার্ট ফর বাংলাদেশ”
তিনি ৮ টি গান গেয়েছিলেন
সঙ্গী ছিলেন : পণ্ডিত রবিশংকর, ওস্তাদ আলী আকবর খান, বব ডিলান, জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টারসহ অনেকে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন প্রচার মাধ্যমটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব রাখে?
ক) বিবিসি
খ) ভোয়া
গ) নিউইয়র্ক টাইমস
ঘ) ইনডিপেনডেন্ট

সঠিক উত্তর: (ক)

বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রচারসেল মুক্তিযুদ্ধের সময় নিচের কোনটি প্রকাশ করত?
ক) বই
খ) পুস্তিকা
গ) পত্রিকা
ঘ) কথিকা সংকলন

সঠিক উত্তর: (গ)

মুক্তিযুদ্ধের প্রতিটি সেক্টরেই ছিল –
ক) সেনা
খ) গেরিলা
গ) সাধারণ যোদ্ধা
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (ঘ)

১৯৭১ সালে যুদ্ধের সময় কাদেরিয়া বাহিনী ছিল –
ক) ২ সেক্টরের অধীনে
খ) গেরিলা বাহিনী
গ) স্থানীয় বাহিনী
ঘ) কে ফোর্সের অধীনে

সঠিক উত্তর: (গ)

যুগোশ্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন আদর্শের ভিত্তিতে পরিচালিত হতো?
ক) ধনতান্ত্রিক
খ) সমাজতান্ত্রিক
গ) রাজতান্ত্রিক
ঘ) গণতান্ত্রিক

সঠিক উত্তর: (খ)

কোন দেশের রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খানকে গণহত্যা বন্ধ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়েছিলেন?
ক) সোভিয়েত ইউনিয়ন
খ) চীন
গ) আমেরিকা
ঘ) কিউবা

সঠিক উত্তর: (ক)

কোনটিকে বাংলাদেশের মূল সংবিধান বলা হয়?
ক) ১৯৭২ সালের সংবিধানকে
খ) ১৯৭৩ সালের সংবিধানকে
গ) ১৯৭৮ সালের সংবিধানকে
ঘ) ১৯৮২ সালের সংবিধানকে

সঠিক উত্তর: (ক)

সংবিধান প্রণয়নে সঠিক তথ্য হলো –
ক) পাকিস্তান সময় নিয়েছিল ৯ বছর
খ) ভারত সময় নিয়েছিল ৩ বছর
গ) বাংলাদেশ সময় নিয়েছিল ১০ মাস
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (ঘ)

বঙ্গবন্ধু কবে সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভার মাধ্যমে স্বাধীনতার ডাক দেন?
ক) ১৯৭১ সালের ৩ মার্চ
খ) ১৯৭১ সালের ৪ মার্চ
গ) ১৯৭১ সালের ৬ ডিসেম্বর
ঘ) ১৯৭১ সালের ৭ মার্চ

সঠিক উত্তর: (ঘ)

বঙ্গবন্ধু কবে ডাক দেন?

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী কার কাছে আত্মসমর্পণ করেন?
ক) ভারতীয় বাহিনীর কাছে
খ) মুক্তিযোদ্ধাদের কাছে
গ) সেনাবাহিনীর কাছে
ঘ) যৌথ কমান্ডের কাছে

সঠিক উত্তর: (ঘ)

সৈয়দ নজরুল ইসলাম কত সালে শহিদ হন?
ক) ১৯৭১ সালে
খ) ১৯৭২ সালে
গ) ১৯৭৫ সালে
ঘ) ১৯৭৪ সালে

সঠিক উত্তর: (গ)

সামরিক আইন দ্বারা জিয়াউর রহমান কোন মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারকে ফাঁসি দেন?
ক) মেজর শফিউল্লাহ
খ) বিগ্রেডিয়ার খালেদ মোশাররফ
গ) মেজর ডালিম
ঘ) কর্ণেল আবু তাহের

সঠিক উত্তর: (ঘ)

কর্ণেল তাহেরকে ফাঁসি দেওয়ার মূল উদ্দেশ্য কী ছিল?
ক) তাহের ১৫ আগস্টের হত্যার সাথে জড়িত ছিলেন
খ) জিয়াউর রহমানের ক্ষমতা সুসংহত করা
গ) কর্ণেল তাহের সেনাপ্রধান হতে চেয়েছিলেন
ঘ) তিনি বিশ্বাস ভঙ্গ করেছিলেন

সঠিক উত্তর: (খ)

বিচারপতি এ এস এম সায়েম বাংলাদেশের কোন আদালতের প্রধান বিচারপতি ছিলেন?
ক) সুপ্রিম কোর্ট
খ) হাইকোর্ট
গ) আপিল কোর্ট
ঘ) জেলা কোর্ট

সঠিক উত্তর: (ক)

১৯৭০ সালের নির্বাচনের পর ভুট্টো-ইয়াহিয়া যে ষড়যন্ত্র করেন তার প্রত্যক্ষ ফলাফল কোনটি?
ক) ৩ মার্চের অধিবেশন স্থগিত করা
খ) ৩ মার্চের অধিবেশন আরো এগিয়ে আনা
গ) ৩ মার্চের অধিবেশন পিছিয়ে দেওয়া
ঘ) ক্ষমতা হস্তান্তরে পশ্চিত পাকিস্তানের প্রস্তুতি নেওয়া

সঠিক উত্তর: (ক)

মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব নেয় কোন সরকার?
ক) বঙ্গবন্ধু সরকার
খ) সামরিক সরকার
গ) অস্থায়ী সরকার
ঘ) মোশতাক সরকার

সঠিক উত্তর: (ক)

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্যে প্রধান ছিল –
ক) বাঙালি জাতির মুক্তি
খ) সামরিক আইন প্রত্যাহার
গ) বৈষম্যমূলক শাসন প্রতিষ্ঠা
ঘ) পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান

সঠিক উত্তর: (ক)

৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনুষ্ঠিত হয়েছিলো-
১. ১৯৯০ সালে
২. ১৯৯২ সালে
৩. ১৯৯৩ সালে
৪. ১৯৯৪ সালে

সঠিক উত্তর: (খ)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম “বাংলাদেশ” রাখেন কোন তারিখে?
ক. ১০ জানুয়ারী, ১৯৭২
খ. ৭ মার্চ, ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
ঘ. ৫ ডিসেম্বর, ১৯৬৯

সঠিক উত্তর: (ঘ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম পতাকা উত্তোলন করেন
ক. আ স ম রব
খ. হোসাইন আলী
গ. শাজাহান সিরাজ
ঘ. ইউসুফ আলী

সঠিক উত্তর: (ক)

স্বাধীনতার ইশতেহার কে প্রথম পাঠ করেন?
ক. আ স ম রব
খ. হোসাইন আলী
গ. শাজাহান সিরাজ
ঘ. ইউসুফ আলী

সঠিক উত্তর: (গ)

মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন
ক. আ স ম রব
খ. হোসাইন আলী
গ. শাজাহান সিরাজ
ঘ. ইউসুফ আলী

সঠিক উত্তর: (ঘ)

======================
মুক্তিযুদ্দের তথ্যগুলো
======================
১. শহীদ হয় – ৩০ লক্ষ জন
২. বাংলাদেশের জনসংখা ছিল – ৭.৫ কোটি
৩. ধর্ষিত হয় নারী (মা-বোন্ )- ৩ লক্ষ নারী (মা-বোন্ )
৪. পাকিস্তানি সৈন্য সংখা – ৯৩০০০ জন
৫. ভারতে আশ্রয় নিয়েছিল – ১ কোটি শরণার্থী
৬. ১৫ অগাস্ট কতজন নিহত হয় – ১৬ জন
৭. মুক্তিযুদ্দ পরিচালনার জন্য সর্বদলীয় উপদেষ্টা কমিটি এর মেম্বার কতজন – ৬ জন
৮. জর্জ হারিসন এর কনসার্ট এ লোক হয়ে ছিল – ৪০০০০ জন

======================
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা (গাইডের তথ্যবলি revision করি)
======================

প্রপ্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উঃ আ স ম আব্দুর রব।
প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
প্রশ্ন: স্বাধীনতার ইশতেহার কে প্রথম পাঠ করেন?
উঃ শাজাহান সিরাজ
প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয়?
উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
প্রশ্ন: সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উঃ ৬ জন।
প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের বা মুজিবনগর সরকারের মন্ত্রনালয় ছিল –
উঃ ১২ জন।
প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।
প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উঃ তাজউদ্দিন আহম্মেদ।
প্রশ্ন: মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
উঃ অধ্যাপক ইউসুফ আলী।
প্রশ্ন: মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
উঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
প্রশ্ন: জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উঃ এম হোসেন আলী।
প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
প্রশ্ন: বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন?
উঃ মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)।
প্রশ্ন: বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন?
উঃ মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
প্রশ্ন: সমপ্রতি কোন বীর শ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?
উঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
প্রশ্ন: একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতী মুক্তিযোদ্ধা কে ছিলেন?
উঃ উক্যাচিং মারমা।
প্রশ্ন: দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
উঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
প্রশ্ন: বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
উঃ শহীদুল ইসলাম (লালু) বীর প্রতীক।
প্রশ্ন: কোন সাহিত্যক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
উঃ আবদুস সাত্তার।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
উঃ হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
প্রশ্ন: সাইমন ড্রিং কে ছিলেন?
উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন।
প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
উঃ মাদার মারিও ভেরেনজি।
প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
উঃ ২১ নভেম্বর, ১৯৭১।
প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উঃ ০৬ ডিসেম্বর, ১৯৭১।
প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
উঃ জেনারেল জগজিৎ সিং অরোরা।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উঃ রেসকোর্স ময়দানে।
প্রশ্ন: পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন?
উঃ জেনারেল এ, কে নিয়াজী।
প্রশ্ন: জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে?
উঃ জেনারেল জগজিৎ সিং অরোরার।
প্রশ্ন: আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
উঃ বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
প্রশ্ন: জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ?
উঃ ৯৩ হাজার।
প্রশ্ন: ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন?
উঃ ১৯৮০ সালে।
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
উঃ ৮ জানুয়ারী ১৯৭২।
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন –
উঃ ১০ জানুয়ারী ১৯৭২।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.