১ম অধ্যায় ::: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)
======================
একুশের গান – কে রচনা করেন?
ক) আলাউদ্দিন আল আজাদ
খ) আব্দুল জব্বার
গ) আব্দুল গাফ্ফার চোধুরী
ঘ) আব্দুল লতিফ
সঠিক উত্তর: (গ)
পাকিস্তান সরকার কোন অক্ষরে বাংলা লেখার প্রচলন করতে চেয়েছিল?
ক) ইংরেজি
খ) উর্দু
গ) ফারসি
ঘ) আরবি
সঠিক উত্তর: (ঘ)
পাকিস্তান সরকার ১৯৫২ সালের ১২ ফেব্রুয়ারি নিষিদ্ধ করে কোন পত্রিকাটি?
ক) ইত্তেফাক
খ) অবজারভার
গ) আজাদী
ঘ) সমকাল
সঠিক উত্তর: (খ)
কখন পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং দ্বিজাতি তত্ত্বের ভুলগুলো বুঝাতে শুরু করে?
ক) বঙ্গভঙ্গের পর
খ) ভাষা আন্দোলনের পূর্বে
গ) ভাষা আন্দোলনের পর
ঘ) পাকিস্তান প্রতিষ্ঠার পর
সঠিক উত্তর: (ঘ)
১৯৪৭ সালে প্রথমে কোনটি ঘটেছিল?
ক) পাকিস্তান প্রতিষ্ঠা নিশ্চিত হওয়া
খ) গণ আজাদী লীগ প্রতিষ্ঠা
গ) তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা
ঘ) করাচির শিক্ষা সম্মেলন
সঠিক উত্তর: (ক)
কত সালে ‘গণ আজাদী লীগ’ গঠিত হয়েছিল?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৯ সালে
ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর: (ক)
‘ভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়েছিল কী নামে?
ক) রাষ্ট্রভাষা আন্দোলন সংগ্রাম পরিষদ
খ) বাংলা সংগ্রাম পরিষদ
গ) বাংলা ভাষা বাস্তবায়ন পরিষদ
ঘ) পূর্ব বাংলা সংগ্রাম পরিষদ
সঠিক উত্তর: (ক)
কোন শহরে ১৯৪৭ সালের শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
ক) পেশোয়ার
খ) লহোর
গ) করাচি
ঘ) রাওয়ালপিন্ডি
সঠিক উত্তর: (গ)
১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে কী ঘটেছিল?
ক) উর্দুকে পাকিস্তাতনের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করা হয়
খ) ভরতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান
গ) ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি
ঘ) ভারত রাষ্ট্রের জন্ম
সঠিক উত্তর: (খ)
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রত্যক্ষ বা চূড়ান্ত ফলাফল হলো-
ক) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
খ) ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ
গ) ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ
ঘ) বাংলা রাষ্ট্রভাষার মর্যাদালাভ
সঠিক উত্তর: (গ)
কোন রাজনৈতিক দল পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতি অন্ধ আনুগত্য পোষণ করে?
ক) মুসলিম আওয়ামী লীগ
খ) কৃষক প্রজা পার্টি
গ) গণতান্ত্রিক দল
ঘ) মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
ভাষা আন্দোলন থেকে শিক্ষালাভ করা যায়-
ক) অধিকার আদায়ের
খ) জাতীয়তাবোধ সৃষ্টির
গ) দেশপ্রেমের
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হচ্চে?
ক) ১৯৫২
খ) ১৯৫৩
গ) ১৯৫৪
ঘ) ১৯৫৫
সঠিক উত্তর: (খ)
কাকে আহবায়ক করে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নুতনভাবে গঠিত হয়?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) শামসুল হক
গ) আব্দুল মতিন
ঘ) মহিউদ্দিন আহমেদ
সঠিক উত্তর: (গ)
২১ দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়েছিল-
ক) আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দলের সমন্বয়ে
খ) কৃষক-শ্রমিক পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ও ন্যাপের সমন্বয়ে
গ) নজামে ইসলাম, গণতন্ত্রীদল ও আওয়ামী মুসলিম লীগের সমন্বয়ে
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের জন্য কী পদক্ষেপ গ্রহণ করেছিল?
ক) শাসকদের সঙ্গে আঁতাত
খ) মাতৃভাষা বাংলাকে রক্ষা
গ) সামরিক শক্তি অর্জন
ঘ) বুদ্ধিবৃত্তিক আন্দোলন
সঠিক উত্তর: (খ)
পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ ছিল পূর্ব পাকিস্তানের জনসংখ্যা?
ক) ৫২%
খ) ৫৫%
গ) ৫৬%
ঘ) ৪৫%
সঠিক উত্তর: (গ)
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস ‘আরেক ফাল্গুনের’ রচয়িতা কে?
ক) জহির রায়হান
খ) হুমায়ুন আহমেদ
গ) আখতারুজ্জামান ইলিয়াস
ঘ) শহীদুল্লাহ কায়সার
সঠিক উত্তর: (ক)
পাকিস্তানের স্বধীনতার পূর্বে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেছিলেন-
ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ) চৌধুরী খালিকুজ্জামান
গ) ড. জিয়াউদ্দিন আহমদ
ঘ) মুহম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তর: (খ)
ভাষা আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কখন ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা’ সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?
ক) ৩ মার্চ, ১৯৫২
খ) ২ মার্চ, ১৯৫১
গ) ২ মার্চ, ১৯৪৭
ঘ) ২মার্চ, ১৯৪৮
সঠিক উত্তর: (ঘ)
ভাষা আন্দোলন বাঙালি জাতির মধ্যে কী জাগিয়ে তোলে?
ক) গণসচেতনতা
খ) স্বাধিকার লাভের আকাঙ্খা
গ) ঐক্য ও স্বাধীনতার চেতনা
ঘ) ভাষা ও তার মূল্যায়ন
সঠিক উত্তর: (গ)
কোন সংগঠন ১৯৪৭ সালে মাতৃভাষায় ‘শিক্ষা দান’ এর দাবি জানায়?
ক) গণ আজাদী লীগ
খ) আওয়ামী মুসলিম লীগ
গ) তমদ্দুন মজলিশ
ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স
সঠিক উত্তর: (ক)
১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করলে এর বিরোধিতা কে করেন?
ক) শেরে বাংলা এ.কে. ফজলুল হক
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড. জিয়াউদ্দিন আহমদ
ঘ) খাজা নাজিমুদ্দীন
সঠিক উত্তর: (ক)
ভাষা আন্দোলন কীভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করেছিল?
ক) পাকিস্তানি সেনাবাহিনী সম্পর্কে আগাম ধারণা প্রাপ্তির মাধ্যমে
খ) ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানিদের সাথে গোপন চুক্তি হয়
গ) একুশের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহে উদ্বুদ্ধ করেছে
ঘ) ভাষা আন্দোলন বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শক্তি যুগিয়েছে
সঠিক উত্তর: (গ)
১১ মার্চ সাধারণ ধর্মঘট চলাকালে কতজন গ্রেফতার হয়?
ক) ৫০ জন
খ) ৫৭ জন
গ) ৬৯ জন
ঘ) ৭৯ জন
সঠিক উত্তর: (গ)
১৯৫২ সালের ৩০ জানুয়ারির পরবর্তী সময়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কে?
ক) অলি আহাদ
খ) শামসুল হক
গ) আব্দুল মতিন
ঘ) কাজী গোলাম মাহবুব
সঠিক উত্তর: (গ)
একুশের শহিদদের স্মরণে ‘স্মৃতির মিনার’ কবিতাটি লিখেছিলেন কে?
ক) আলাউদ্দিন আল আজাদ
খ) মাহবুব উল আলম চৌধুরী
গ) আলতাফ মাহমুদ
ঘ) আবদুল গাফ্ফার চৌধুরী
সঠিক উত্তর: (ক)
১৯৪৮ সালের মার্চ মাসে কে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন?
ক) নাজিমুদ্দিন খান
খ) লিয়াকত আলী খান
গ) মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ) ইস্কান্দার মীর্জা
সঠিক উত্তর: (গ)
বাঙালি জাতীয়তাবাদের বিকাশে কোনটির অবদান অনেক বেশি?
ক) ভাষা আন্দোলন
খ) মুক্তিযুদ্ধ
গ) গণঅভ্যুত্থান
ঘ) যুক্তফ্রন্ট সরকার
সঠিক উত্তর: (ক)
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে শহীদ হননি যিনি –
ক) আব্দুস সালাম
খ) আবুল বরকত
গ) শফিউর রহমান
ঘ) রফিক
সঠিক উত্তর: (গ)
১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি পুলিশের হামলায় কে শহিদ হন?
ক) শফিউর
খ) বরকত
গ) জব্বার
ঘ) রফিক
সঠিক উত্তর: (ক)
২৩ শে ফেব্রুয়ারি প্রথম শহিদ মিনার কে উদ্বোধন করেন?
ক) শহিদ শফিউরের মাতা
খ) শহিদ শফিউরের পিতা
গ) শহিদ বরকতের পিতা
ঘ) শহিদ সালামের মাতা
সঠিক উত্তর: (খ)
কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ’ নামক সংগঠনটি গড়ে ওঠে?
ক) আবুল কাশেম
খ) মওলানা ভাসানী
গ) আতাউর রহমান খান
ঘ) অলি আহাদ
সঠিক উত্তর: (ক)
বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হন কোন প্রাদেশিক সরকার?
ক) নাজিমউদ্দিন খানের
খ) নুরুল আমিনের
গ) ইস্কান্দার মীর্জার
ঘ) এ.কে. ফজলুল হকের
সঠিক উত্তর: (খ)
১৯৪৭ সালের জুলাই মাসে কে উর্দকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করেন?
ক) মোহাম্মদ আলী জিন্নাহ
খ) ড. জিয়াউদ্দিন আহমদ
গ) লিয়াকত আলী খান
ঘ) চৌধুরী খালিকুজ্জামান
সঠিক উত্তর: (খ)
ধীরেন্দ্রনাথ দত্ত কত তারিখে পাকিস্তান গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানানো হয়েছিল?
ক) ১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারি
খ) ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি
গ) ১৯৪৭ সালের ২৩ মার্চ
ঘ) ১৯৪৮ সালের ২ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: (খ)
আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?
ক) ড. জিয়াউদ্দিন আহমদ
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড. শামসুল হক
ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর: (ক)
রাষ্ট্রভাষা বাংলা কত সালে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভূক্ত হয়?
ক) ১৯৫২
খ) ১৯৫৩
গ) ১৯৫৬
ঘ) ১৯৫৮
সঠিক উত্তর: (গ)
১৯৪৮ সালের ২১ মার্চ কে দ্ব্যর্থহীন কণ্ঠে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষনা করেন?
ক) আইয়ুব খান
খ) মোহাম্মদ আলী জিন্নাহ
গ) ইয়াহিয়া খান
ঘ) জুলফিকার আলী ভুট্টো
সঠিক উত্তর: (খ)
কোন ধরনের প্রতিষ্ঠান হিসেবে ‘তমদ্দুন মজলিশ’ গড়ে উঠেছিল?
ক) সাহায্যকারী প্রতিষ্ঠান
খ) সাংস্কৃতিক প্রতিষ্ঠান
গ) রাজনৈতিক প্রতিষ্ঠান
ঘ) অর্থনৈতিক প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (খ)
‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’- কবিতাটির রচয়িতা কে?
Ο ক) কবি আলাউদ্দিন আল আজাদ
Ο খ) কবি মাহবুব-উল-আলম চৌধুরী
Ο গ) কবি শামসুর রহমান
Ο ঘ) কবি জসীমউদ্দীন
সঠিক উত্তর: (খ)
২১ ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে রচিত ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটি কে রচানা করেন?
ক) আব্দুল লতিফ
খ) আব্দুল গাফ্ফার চৌধুরী
গ) মাহবুবু-উল-আলম চৌধুরী
ঘ) আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর: (ক)
‘তমদ্দুন মজলিশ’ প্রকাশিত ভাষা আন্দোলনের পুস্তিকাটির নম কী?
ক) উর্দু ভাষায় শিক্ষা দান
খ) পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
গ) বাংলার ভাষা বাংলা না উর্দু
ঘ) স্মৃতির মিনার
সঠিক উত্তর: (খ)
ভাষা শহিদদের স্মরণে নির্মিত প্রথম শহিদ মিনার উদ্বোধন করেছিলেন কে?
ক) শহিদ শফিউরের পিতা
খ) শহিদ আবুল বরকতের পিতা
গ) শহিদ আব্দুল জব্বারের পিতা
ঘ) শহিদ রফিকউদ্দিনের পিতা
সঠিক উত্তর: (ক)
তমদ্দুন মজলিশ কখন গঠিত হয়?
Ο ক) ১৯৪৫ সালের ২ জানুয়ারি
Ο খ) ১৯৪৬ সালের ১৭ জুন
Ο গ) ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর
Ο ঘ) ১৯৪৮ সালের ২ সেপ্টেম্বর
সঠিক উত্তর: (গ)