বাংলা ব্যাকরণ: বাংলা সমার্থক শব্দ ভান্ডার (পার্ট-১)

সমার্থক শব্দ বাংলা ব্যাকরণরে একটু গুরুত্বপূর্ণ পার্ট। ব্যাকরণ শিখতে হলে বাংলা সমার্থক শব্দ জানতে হবে । এটি একার্থক শব্দ বা Bengali Synonym অথবা Complete List নামে পরিচিত।

সমার্থক শব্দ সংজ্ঞা: যে সকল শব্দ একই অর্থ প্রকাশ, তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে।

মোট ৫০০ টি  সমার্থক শব্দের একটি লিস্ট দেওয়া হল। এখান থেকে তো কমন পড়বেই।

বাংলা সমার্থক শব্দ (পার্ট-১)

১. ‘শ্বশ্রু’ -এর শব্দার্থ কি? ক. দাড়িগোঁফ খ. শাশুড়ী গ. শত্রু ঘ. অশ্রু উত্তরঃ খ

২. ‘বকনা’ শব্দের অর্থ- ক. গাভী খ. বাছুর গ. গাই-বাছুর ঘ. ষাঁড়-বাছুর উত্তরঃ গ

৩. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন- ক. দীর্ঘিকা, নদী, প্রণালী খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ গ. গাঙ, তটিনী, অর্ণব ঘ. স্রোতস্বিনী, নিঝরণী, সিন্ধু উত্তরঃ খ

৪. ‘বামেতর’ শব্দটির অর্থ- ক. বামচোখ খ. ডান গ. ইতর ঘ. বাম দিক উত্তরঃ খ

৫. ‘অপলাপ’ শব্দের অর্থ কি? ক. অস্বীকার খ. মিথ্যা গ. প্রলাপ ঘ. অসদালাপ উত্তরঃ ক

৬. ‘বিরাগী’ শব্দের অর্থ- ক. উদাসীন খ. প্রতিকুল গ. রাগহীন ঘ. বিশেষভাবে রুষ্ট উত্তরঃ ক

৭. ‘শিষ্টাচার’-এর সমার্থক কোনটি? ক. নিষ্ঠা খ. সদাচার গ. সততা ঘ. সংযম উত্তরঃ খ

৮. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কি? ক. বহুধান খ. বহু গম গ. বহু পাট ঘ. বহু চাল উত্তরঃ ক

৯. ‘আভরণ’ শব্দের অর্থ কি? ক. অলংকার খ. আচ্ছাদন গ. রমনীয় ঘ. অনবরত উত্তরঃ ক

১০. ‘উপরোধ’ শব্দের অর্থ কি? ক. প্রতিরোধ খ. উপস্থাপন গ. অনুরোধ ঘ. উপযোগ উত্তরঃ গ

১১. ‘পনস’ কোন ফলের নাম? ক. কাঁঠাল খ. আমড়া গ. তাল ঘ. আখরোট উত্তরঃ ক

১২. ‘ইনকিলাব’ শব্দের অর্থ কী? ক. বিপ্লব খ. চিরজীবী গ. সন্ত্রাস ঘ. আন্দোলন উত্তরঃ ক

১৩. ‘সম্পৃক্ত’ শব্দটির সঠিক অর্থ কোনটি? ক. সংযুক্ত খ. আঁটবাঁধা গ. অন্তর্ভূক্ত ঘ. দুই বা তার অধিকের মিলন উত্তরঃ ক

১৪. ‘শীকর’ শব্দের অর্থ কি? ক. শিশির খ. নীহারিকা গ. জলকণা ঘ. পদ্মফুল উত্তরঃ গ

১৫. ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি? ক. পোশাক খ. সাজ সজ্জা গ. উপকরণ ঘ. কেনাবেচা উত্তরঃ ঘ

১৬. ‘নির্বন্ধ’ অর্থ– ক. বিধান খ. আগ্রহ গ. নিবিড় ঘ. সত্যাসত্য উত্তরঃ ক

১৭. ‘ভিষক’ শব্দের সটিক অর্থ কোনটি? ক. দরবেশ খ. চিকিৎসক গ. ওঝা ঘ. কবিরাজ উত্তরঃ খ

১৮. ‘সংহারক’ শব্দের অর্থ কি? ক. বিনাশকারী খ. সংহারকারী গ. ক ও খ উভয়ই ঘ. অনিষ্টকামনা উত্তরঃ ক

১৯. ‘তক্ষক’ শব্দের অর্থ- ক. চোর খ. কাঠুরে গ. প্রবঞ্চক ঘ. ছুতার উত্তরঃ ঘ

২০. ‘আফতাব’শব্দের সমার্থ কোনটি? ক. অর্ণব খ. রাতুল গ. অর্ক ঘ. জলধি উত্তরঃ গ

২১. ‘দ্বন্দ্ব’ বলতে কি বোঝায়? ক. জোড়া খ. দুই গ. আগুনে পোড়া ঘ. সংগ্রাম উত্তরঃ ঘ

২২. ‘আল্লাহ হাফেজ’ শব্দের অর্থ কোনটি? ক. আল্লাহ সর্বজ্ঞানী খ. আল্লাহ আপনাকে রক্ষা করুন গ. আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবে ঘ. পৃথিবীর সব কিছু আল্লাহর নখ দর্পণে আচে উত্তরঃ খ

২৩. ‘খপোত’ -এর অর্থ কী? ক. পৃথিবী খ. আকাশ গ. দিগন্ত ঘ. পাতাল উত্তরঃ ক

২৪. Wisdom শব্দের বাংলা অর্থ- ক. জ্ঞান খ. বুদ্ধি গ. মেধা ঘ. প্রজ্ঞা উত্তরঃ ঘ

২৫. কোনটি উচ্ছাস শব্দের প্রতিশব্দ নয়? ক. বিকাশ খ. পুলক গ. উল্লাস ঘ. স্ফুরণ উত্তরঃ ঘ

২৬. কোনটি ‘কুল’ শব্দের প্রতিশব্দ নয়? ক. তীর খ. তট গ. কুন্তল ঘ. অবধি উত্তরঃ গ

২৭. ‘গণ্ডগ্রাম’ -এর সমার্থক কি? ক. অজপাড়া গাঁ খ. মূর্খদের গ্রাম গ. অতি ক্ষুদ্র গ্রাম ঘ. বৃহৎ গ্রাম উত্তরঃ গ

২৮. ‘স্বামী’ শব্দটির সমার্থক শব্দ কি? ক. সিতকর খ. হিতকর গ. নাথ ঘ. সিঁথির অলঙ্কার উত্তরঃ গ

২৯. ‘আকাশের সমার্থক শব্দ নয়- ক. গগণ খ. অন্তরীক্ষ গ. অম্বর ঘ. ভুবন উত্তরঃ ঘ

৩০. ঊর্মির প্রতিশব্দ- ক. সূর্য খ. চন্দ্র গ. তরঙ্গ ঘ. উগ্র উত্তরঃ গ

৩১. ‘অনুপম’ -এর সমার্থক শব্দ কোনটি? ক. অপরিমিত খ. অতুল্য গ. মনোরম ঘ. অকল্পনীয় উত্তরঃ গ

৩২. ‘অটবী-এর প্রতিশব্দ কোনটি? ক. স্থির খ. কুল গ. নদী ঘ. বন উত্তরঃ ঘ

৩৩. শব্দগুচ্ছ সমার্থক নয়- ক. অম্বর, গগন, নভঃ, ব্যোম খ. অচল, আদ্রি, ভূধর, শৈল গ. অর্ণব, জলদি, পারাবার, রত্নাকর ঘ. কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ উত্তরঃ ঘ

৩৪. কোন শব্দটি ‘রাত্রি’ শব্দের সমার্থক নয়? ক. ত্রিযামা খ. নীরদ গ. যামিনী ঘ. শর্বরী উত্তরঃ খ

৩৫. ‘মৃগেন্দ’ -এর প্রতিশব্দ- ক. মৃগ খ. মৃগী গ. সিংহ ঘ. মৃগয়া উত্তরঃ গ

৩৬. ‘পুষ্প’ -এর সমার্থক শব্দ নয়- ক. ফুল খ. অবনী গ. কুসুম ঘ. প্রসুন উত্তরঃ খ

৩৭. ‘সূর্য’ -এর সমার্থক শব্দ নয়- ক. সুধাকর খ. রবি গ. দিবাকর ঘ. প্রভাকর উত্তরঃ ক

৩৮. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক নয়- ক. বিটপী খ. মহীরুহ গ. বিপিন ঘ. পাদপ উত্তরঃ গ

৩৯. ‘মন’ -কোনটি প্রতিশব্দ নয়? ক. চিত্ত খ. অন্তর গ. দিল ঘ. শাহ উত্তরঃ ঘ

৪০. ‘অশ্রু’ শব্দের প্রতিশব্দ- ক. নীর খ. সরিৎ গ. লোর ঘ. বিধূ উত্তরঃ গ

৪১. সমার্থক শব্দ নয় কোন শব্দটি ক. জলাশয় খ. দীঘি গ. পুকুর ঘ. ঢেউ উত্তরঃ ঘ

৪২. ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি? ক. অদ্রি খ. অশ্ম গ. ক্ষিতি ঘ. অংশু উত্তরঃ ক

৬৯. ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়? ক. কাক খ. কোকিল গ. কবুতর ঘ. ময়না উত্তরঃ খ

৭০. ‘দামিনী’ শব্দের অর্থ কি? ক. রাত্রি খ. ধরিত্রী গ. বিদ্যুৎ ঘ. জলধি উত্তরঃ গ

৭১. ‘পথ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. সরণি খ. স্মরণি গ. স্বরনী ঘ. সরনি উত্তরঃ ক

৭২. ‘ভ্রমর’ অর্থে কোনটি শুদ্ধ নয়? ক. মধূলেহ খ. ভোমরা গ. মৌমাছি ঘ. মধুময় উত্তরঃ ঘ

৭৩. ‘ভ্রমর’ অর্থে কোনটি শুদ্ধ নয়? ক. মধূলেহ খ. ভোমরা গ. মৌমাছি ঘ. মধুময় উত্তরঃ ঘ

৭৪. ‘সূর্য’ এর প্রতিশব্দ ক. সুধাংশু খ. শশাংক গ. বিধূ ঘ. আদিত্য উত্তরঃ ঘ

৭৫. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? ক. সবিতা খ. অবনী গ. সুধাকর ঘ. কলানিধি উত্তরঃ ক

৭৬. উর্মির প্রতিশব্দ– ক. সূর্য খ. চন্দ্র গ. তরঙ্গ ঘ. উগ্র উত্তরঃ গ

৭৭. ‘স্বামী’ শব্দের প্রতিশব্দ কোনটি? ক. কান্ত খ. দয়িত গ. নাথ ঘ. ক, খ, গ সবগুলোই উত্তরঃ ঘ

৭৮. ‘পানি’র সমার্থক শব্দ- ক. উদর খ. উপল গ. উদক ঘ. উষার উত্তরঃ গ

৭৯. ‘নীর’ শব্দের অর্থ কি? ক. নদী খ. বাড়ি গ. পানি ঘ. বাসা উত্তরঃ গ

৮০. ‘অবনী’ এর প্রতিশব্দ নিম্নের কোনটি? ক. বধ খ. বামা গ. মহী ঘ. উপরের সবকটি উত্তরঃ গ

৮১. ‘কুল’ শব্দটির প্রতিশব্দ কোনটি? ক. যূথ খ. তট গ. বেলা ঘ. তীর উত্তরঃ ক

৮২. অগ্নি শব্দের প্রতিশব্দ নয় কোনটি? ক. পবন খ. অনল গ. হুতাশন ঘ. আগুন উত্তরঃ ক

৮৩. তনু বলা হয় কোনটিকে? ক. কাঠামো খ. আকার গ. গাঁ ঘ. গা উত্তরঃ ঘ

৮৪. অরণ্য শব্দের প্রতিশব্দ কোনটি? ক. মদন খ. কিরণ গ. বিপিন ঘ. গগন উত্তরঃ গ

৮৫. আকুল এর সমার্থক শব্দ– ক. বিধান খ. উৎসুক গ. সাধ ঘ. পুলক উত্তরঃ খ

৮৬. কোকিলকে বলা হয়– ক. শীতকালীন দূত খ. বর্ষাদূত গ. বসন্তদূত ঘ. হেমন্ত দূত উত্তরঃ গ

৮৭. জ্ঞান শব্দের সমার্থক শব্দ– ক. পাণ্ডিত্য খ. জ্ঞানী গ. বোঝা ঘ. জানা উত্তরঃ ক

৮৮. সংহার এর সমার্থক শব্দ– ক. পুরাতন খ. নতুন গ. ধ্বংস ঘ. সৃষ্টি উত্তরঃ গ

৮৯. ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ– ক. উতকর্ষতা খ. অপকর্ষ গ. উৎকর্ষ ঘ. অপকর্ষ উত্তরঃ গ

৯০. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী? ক. একাগ্রতায় খ. সমান ব্যবহারে গ. সম ভাবনায় ঘ. একযোগে উত্তরঃ ঘ

৯১. কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়– ক. পাবক খ. বহ্নি গ. হুতাশন ঘ. প্রজ্বলিত উত্তরঃ ঘ

৯২. কোনটি কন্যার সমার্থক নয়? ক. আত্মজা খ. স্বজা গ. সুতা ঘ. অংশু উত্তরঃ ঘ

৯৩. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি? ক. সুধাংশু খ. আদিত্য গ. ভাস্কর ঘ. মার্তন্ড উত্তরঃ ক

৯৪. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অমিল? ক. অগ্নি খ. অনল গ. বেগম ঘ. পাবক উত্তরঃ গ

৯৫. নিচের কোনটি ‘বিষ’ শব্দের সমার্থক শব্দ নয়? ক. কালকূট খ. ময়ূখ গ. গরল ঘ. জহর উত্তরঃ খ

৯৬. ‘কলাপী’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. কবুতর খ. কাক গ. কোকিল ঘ. ময়ূর উত্তরঃ ঘ

৯৭. কোনটি নিশা’র সমার্থক শব্দ নয়? ক. অরাতি খ. বিভাবরী গ. শর্বরী ঘ. যামিনী উত্তরঃ ক

৯৮. ‘বিবর’ শব্দটির অর্থ কী? ক. পুকুর খ. গর্ত গ. ছোট ঘ. বিরাট উত্তরঃ খ

৯৯. ‘দফতরি’ শব্দের অর্থ– ক. বাঁধাইকর খ. অফিসের রীতিনীতি গ. অফিসের প্রহরী ঘ. ভ্রাম্যমাণ লাইব্রেরী উত্তরঃ ক

১০০. ‘ভূয়িষ্ঠ’ শব্দের অর্থ– ক. প্রচুর খ. ভূয়া গ. ভূমিলগ্ন ঘ. ভূমিজাত উত্তরঃ ক

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.