চাকরির পরীক্ষায় আসার মত বাংলা সমার্থক শব্দ গুলো মনোযোগ দিয়ে পড়তে হবে । এর আগে বাংলা সমার্থক শব্দ ভান্ডার (পার্ট-১) ও বাংলা সমার্থক শব্দ ভান্ডার ৩ অংশ আলোচনা করা হয়েছে ।
২০১. শশাংক শব্দের অর্থ কি? ক. কপাল খ. চন্দ্র গ. সমুদ্র ঘ. খরগোশ উত্তরঃ খ
২০২. ‘তণ্ডুল’ শব্দের অর্থ– ক. চুলা খ. আটা গ. চাল ঘ. রুটি উত্তরঃ গ
২০৩. ‘স্বর্ণ’ এর সমার্থক শব্দ কোনটি? ক. ত্রিদিব খ. ভৃঙ্গ গ. উদধি ঘ. সবিতা উত্তরঃ ক
২০৪. কোনটি ‘বিটপী’ শব্দের সমার্থক নয়? ক. তরু খ. তৃণ গ. দ্রুম ঘ. পাদপ উত্তরঃ খ
২০৫. ‘নারী’ এর সমার্থক শব্দ কোনটি? ক. মাতা খ. গর্ভধারিণী গ. জননী ঘ. মহিলা উত্তরঃ ঘ
২০৬. ‘বাতুল’ এর সমার্থক শব্দ কোনটি? ক. বাতিল খ. বেকুব গ. উন্মাদ ঘ. নির্বোধ উত্তরঃ গ
২০৭. ‘আকাশ’ এর সমার্থক শব্দ কোনটি? ক. খেচর খ. বারি গ. গগন ঘ. পাথার উত্তরঃ গ
২০৮. ‘সর্প’ শব্দের সমার্থক নয় কোনটি? ক. হরি খ. বায়ুভুক গ. ত্রহি ঘ. সাপ উত্তরঃ গ
২০৯. ‘অদ্রি’ কিসের সমার্থক শব্দ ? ক. নদী খ. সমুদ্র গ. রাত্রী ঘ. পর্বত উত্তরঃ ঘ
২১০. ‘তটিনি’ এর সমার্থক শব্দ কোনটি ? ক. জলধি খ. নদী গ. সলিল ঘ. আকাশ উত্তরঃ খ
২১১. পুষ্প এর প্রতিশব্দ কোনটি ? ক. তরু খ. পবন গ. তৃণ ঘ. রঙ্গন উত্তরঃ ঘ
২১২. ‘শম্বর’ শব্দটি নিচের কোনটির প্রতিশব্দ ? ক. হরিণ খ. যজ্ঞ গ. অংশু ঘ. ব্যাঘ্র উত্তরঃ ক
২১৩. ‘খপোত’ শব্দের প্রতিশব্দ কোনটি? ক. কবুতর খ. কুমীর গ. উড়োজাহাজ ঘ. বিড়াল উত্তরঃ গ
২১৪. অনিক শব্দের অর্থ- ক. সৈনিক খ. সূর্য গ. সমুদ্র ঘ. যুদ্ধক্ষেত্র উত্তরঃ ক
২১৫. পৃথিবীর সমার্থক শব্দ কোনটি? ক. তটিনী খ. অখিল গ. স্থির ঘ. অতিকায় উত্তরঃ খ
২১৬. ‘রাজা’ এর প্রতিশব্দ নয় কোনটি? ক. নরেন্দ্র খ. কিরনমালী গ. ভূপাল ঘ. নৃপ ঙ. কোনটিই নয় উত্তরঃ খ
২১৭. ‘গৃহ’ এর প্রতিশব্দ নয় কোনটি? ক. নিকেতন খ. আগার গ. নিবিড় ঘ. বাটী ঙ. কোনটিই নয় উত্তরঃ গ
২১৮. ‘নীর’ শব্দের সমার্থক শব্দ– ক. চন্দ্র খ. গৃহ গ. অগ্নি ঘ. পর্বত ঙ. বারি উত্তরঃ ঙ
২১৯. ‘ভার্যা’ শব্দের অর্থ কি? ক. স্ত্রী খ. মেয়ে গ. দেবর ঘ. জা উত্তরঃ ক
২২০. ‘consumer goods’ -এর উপযুক্ত বাংলা পরিভাষা কী? ক. ভোক্তার কল্যান খ. ভোগ্যপণ্য গ. ক্রয়কৃত পণ্য ঘ. ক্রেতার গুণাগুণ উত্তরঃ খ
২২১. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি? ক. সলিল খ. উদক গ. জলধি ঘ. নীর উত্তরঃ গ
২২২. কোনটি ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ নয়? ক. বসন্তদূত খ. পরভৃৎ গ. পরভৃত ঘ. পিক উত্তরঃ খ
২২৩. ‘অম্বর’- এর প্রতিশব্দ কোনটি? ক. পৃথিবী খ. জল গ. সমুদ্র ঘ. আকাশ উত্তরঃ ঘ
২২৪. ‘শর্বরী’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. দিবস খ. সকাল গ. সন্ধ্যা ঘ. রাত্রি উত্তরঃ ঘ
২২৫. ‘অংশু’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. কুটুম খ. দীপ্তি গ. দৃষ্টি ঘ. উজ্জ্বল উত্তরঃ খ
২২৬. কোনটি ‘ইতি’ এর প্রতিশব্দ ? ক. দফা খ. রফা গ. নগ ঘ. শৈল উত্তরঃ খ
২২৭. ‘দুহিতা’ কোন শব্দের প্রতিশব্দ ? ক. কন্যা খ. ছেলে গ. পিতা ঘ. মাতা উত্তরঃ ক
২২৮. নিচের কোনটি ‘বন’ এর প্রতিশব্দ নয় ? ক. অটবী খ. কান্তার গ. বিপিন ঘ. ভূজগ উত্তরঃ ঘ
২২৯. ‘অংশু’ কিসের প্রতিশব্দ ? ক. উম্বল খ. কিরণ গ. কাজল ঘ. সূর্য উত্তরঃ খ
২৩০. ‘সর্বংসহা’ কিসের প্রতিশব্দ ? ক. চাঁদ খ. সূর্য গ. পৃথিবী ঘ. পর্বত উত্তরঃ গ
২৩১. ‘কুল’ এর প্রতিশব্দ – ক. যুথ খ. পুলিন গ. তট ঘ. পিক উত্তরঃ ক
২৩২. নিচের কোনটি ‘কেশ’ এর প্রতিশব্দ নয় ? ক. অলক খ. বাসা গ. চিকুর ঘ. কুন্তল উত্তরঃ খ
২৩৩. ‘পাখি’ এর প্রতিশব্দ কোনটি ? ক. বিহগ খ. কুবনায় গ. পরভুৎ ঘ. বায়স উত্তরঃ ক
২৩৪.পরভৃত’ এর প্রতিশব্দ কোনটি ? ক. কাক খ. দোয়েল গ. মুরগী ঘ. কোকিল উত্তরঃ ঘ
২৩৫. ‘সন্দেশ’ এর প্রতিশব্দ কি ? ক. মিষ্টি খ. খবর গ. দোকান ঘ. সকাল উত্তরঃ খ
২৩৬. নিচের কোনটি ‘গরু’ এর প্রতিশব্দ নয় ? ক. গাভী খ. পায়স্বিনী গ. পিক ঘ. ধেনু উত্তরঃ গ
২৩৭. লোচন এর প্রতিশব্দ কোনটি ? ক. চোখ খ. কান গ. পানি ঘ. কাচ উত্তরঃ ক
২৩৮. নিচের কোনটি ‘চন্দ্র’ এর প্রতিশব্দ নয় ? ক. হিমাংশু খ. ইন্দু গ. ঊর্মি ঘ. বিধু উত্তরঃ গ
২৩৯. উর্মি এর প্রতিশব্দ কোনটি ? ক. ঢেউ খ. চঞ্চল গ. চন্দ্র ঘ. উগ্র উত্তরঃ ক
২৪০. ‘জল’ এর প্রতিশব্দ কোনটি ? ক. তরঙ্গ খ. বীচি গ. নিধি ঘ. অম্বু উত্তরঃ ঘ
২৪১. ‘আপন’ এর প্রতিশব্দ কোনটি ? ক. ঘর খ. দোকান গ. চেয়ার ঘ. টেবিল উত্তরঃ খ
২৪২. নিচের কোনটি ‘পদ্ম’ এর প্রতিশব্দ নয় ? ক. মুহী খ. পংকজ গ. সরোজ ঘ. সরোবর উত্তরঃ ক
২৪৩. ‘আকর’ নিচের কোনটির প্রতিশব্দ ? ক. নদী খ. সমুদ্র গ. সূর্য ঘ. চন্দ্র উত্তরঃ খ
২৪৪. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ নয় ? ক. অর্নব খ. সবিতা গ. অংশুমালী ঘ. আদিত্য উত্তরঃ ক
২৪৫. ‘এসপার ওসপার’ শব্দটির অর্থ কি ? ক. এদিক অথবা ওদিক খ. চূড়ান্ত মীমাংসা গ. এপারে অথবা ঐ পারে ঘ. এ রকম অথবা ঐ রকম উত্তরঃ খ
২৪৬. ‘মিলন’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? ক. জীবন খ. মরণ গ. বিচ্ছেদ ঘ. বিরহ উত্তরঃ ঘ
২৪৭. ‘ভূত’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? ক. ভবিষ্যৎ খ. পেত্নী গ. ভোতা ঘ. ভীতু উত্তরঃ ক
২৪৮. সমার্থক শব্দগুচ্ছ কোনটি ? ক. দীঘিনা, নদী, প্রণালী খ. শৈবলিনী, তরঙ্গনী, সরিৎ গ. গাঙ, তটিনী, অর্ণব ঘ. স্রোতস্বিনী, নির্জরিণী, সিন্ধু উত্তরঃ খ
২৪৯. ‘ইঙ্গিত’ অর্থটি কোন শব্দের ? ক. আবাস খ. আভাশ গ. আভাষ ঘ. আভাস উত্তরঃ ঘ
২৫০. ‘বাদ্যযন্ত্র’ অর্থটি কোন শব্দের ? ক. বিনা খ. বিণা গ. বীণা ঘ. বীনা উত্তরঃ গ
২৫১. ‘আসার’ শব্দের অর্থ কোনটি শুদ্ধ ? ক. বৃষ্টি খ. আগমন গ. মাসবিশেষ ঘ. আকাঙ্ক্ষা উত্তরঃ ক
২৫২. ‘দালান বা অট্টালিকা’ অর্থ কোনটি? ক. প্রসাদ খ. আগমন গ. মাসবিশেষ ঘ. আকাঙ্ক্ষা উত্তরঃ ক
২৫৩. ‘ঘোটক’ শব্দটির অর্থ কি ? ক. ঘটক খ. ঘোড়া গ. উপদেশ ঘ. গতি উত্তরঃ খ
২৫৪. ‘পবন’ অর্থ কি ? ক. বাতাস খ. পানি গ. আকাশ ঘ. সাপ উত্তরঃ ক
২৫৫. ‘ নদী’ এর সমার্থক শব্দ হচ্ছে – ক. পর্বত খ. তটিনী গ. মেদিনী ঘ. বসন্ত উত্তরঃ খ
২৫৬. ‘অন্ধকার’ এর সমার্থক শব্দ হচ্ছে – ক. তমসা খ. অম্বর গ. অলক ঘ. কন্দর্প উত্তরঃ ক
২৫৭. ‘পাবক’ নিচের কোন শব্দের প্রতিশব্দ কোনটি ? ক. কিরণ খ. দিবস গ. অগ্নি ঘ. বাতাস উত্তরঃ গ
২৫৮. ‘ওদন’ কোন শব্দের প্রতিশব্দ – ক. পাথর খ. অন্ন গ. আনন্দ ঘ. বস্ত্র উত্তরঃ খ
২৫৯. ‘কূল’ এর প্রতিশব্দ কোনটি ? ক. পুলিন খ. পরভৃৎ গ. বিটনী ঘ. ভৃংগ উত্তরঃ ক
২৬০. ‘অশ্ব’ এর প্রতিশব্দ কোনটি ? ক. তুরঙ্গ খ. বিহগ গ. দ্বিজ ঘ. কায়া উত্তরঃ ক
২৬১. ‘জলদ’ কোন শব্দের প্রতিশব্দ ? ক. আকাশ খ. মেঘ গ. বাতাস ঘ. নদী উত্তরঃ খ
২৬২. ‘তুরগ’ কোন শব্দের প্রতিশব্দ ? ক. হাতি খ. গরু গ. অশ্ব ঘ. ছাগল উত্তরঃ গ
২৬৩. নিচের কোনটি ‘ময়ূর’ এর প্রতিশব্দ নয় ? ক. কলাপী খ. শিখী গ. শিখণ্ডী ঘ. পাদপ উত্তরঃ ঘ
২৬৪. নিচের কোনটি ‘বাতাস’ এর প্রতিশব্দ ? ক. তীমূন্ত খ. নীরদ গ. কলত্র ঘ. মরুৎ উত্তরঃ ঘ
২৬৫. ‘রাকা’ শব্দের অর্থ কি ? ক. পূর্ণিমা খ. ক্রিয়াপদ গ. মেয়েদের নাম ঘ. কোনটিই নয় উত্তরঃ ক
২৬৬. ‘অংস’ শব্দের অর্থ কোনটি ? ক. কাঁধ খ. ভোজন গ. ভাগ ঘ. পশু উত্তরঃ ক
২৬৭. ‘দীন’ শব্দের অর্থ কোনটি ? ক. সূর্য খ. প্রভু গ. দরিদ্র ঘ. স্ত্রী উত্তরঃ গ
২৬৮. ‘আপণ’ শব্দের অর্থ কোনটি ? ক. দোকান খ. অঙ্গ গ. প্রকাশ ঘ. আত্নীয় উত্তরঃ ক
২৬৯. ‘লক্ষ’ শব্দের অর্থ কোনটি ? ক. উদ্দেশ্য খ. চিহ্ন গ. দিক ঘ. একশ হাজার উত্তরঃ ঘ
২৬৬. যশ ও খ্যাতি কোন শব্দের অর্থ ? ক. কৃতী খ. কিতি গ. কীর্তি ঘ. কৃর্তি উত্তরঃ গ
২৬৭. দালান বা অট্টালিকা কোন শব্দের অর্থ ? ক. প্রাসাদ খ. প্রাষাদ গ. প্রসাদ ঘ. প্রশাদ উত্তরঃ ক
২৬৮. ‘বাদ্যযন্ত্র’ কোন শব্দের অর্থ ? ক. বিনা খ. বিণা গ. বীনা ঘ. বীণা উত্তরঃ ঘ
২৬৯. ‘ইঙ্গিত’ কোন শব্দের অর্থ ? ক. আবাস খ. আভাশ গ. আভাষ ঘ. আভাস উত্তরঃ ঘ
২৭০. ‘পালট’ শব্দের অর্থ কি ? ক. পাইলট খ. প্রত্যাবর্তন গ. পায়ের গোড়ালী ঘ. তত্ত্ববিধান উত্তরঃ খ
২৭১. ‘সামীপ্য’ শব্দের অর্থ কি ? ক. অনুকূল খ. কুল গ. তীর ঘ. নৈকট্য উত্তরঃ ঘ
২৭২. ‘ঔপম্য’ শব্দের অর্থ কি ? ক. উপমা খ. সাদৃশ্য গ. উদাসীন ঘ. বৈসাদৃশ্য উত্তরঃ খ
২৭৩. একই সময়ে- এর বাক্য সংকোচন কি? ক. সমসাময়িক খ. যুগপৎ গ. যুগৎপত ঘ. বর্তমান উত্তরঃ খ
২৭৪. একই শব্দের নানা প্রকার অর্থ থাকলে তাকে কি বলে ? ক. সমার্থক শব্দ খ. বিভিন্নার্থক শব্দ গ. বিপরীতার্থক শব্দ ঘ. ক্রিয়াবাচক শব্দ উত্তরঃ খ
২৭৫. ‘কুঞ্জর’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? ক. হাতি খ. সাপ গ. সূর্য ঘ. চাঁদ উত্তরঃ ক
২৭৬. ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? ক. পাবক খ. বধূ গ. অম্বর ঘ. অবণী উত্তরঃ গ
২৭৭. ‘ভুজঙ্গ’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? ক. নেউল খ. সাপ গ. গিরগিটি ঘ. খরগোশ উত্তরঃ খ
২৭৮. ‘সন্ন্যাসী’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? ক. গৃহী খ. সাধু গ. বৈষ্ণবী ঘ. বৈরাগী উত্তরঃ ক
২৭৯. নিচের কোন দুটি সমার্থক ক. অহিনকুল -দাকুমড়া খ. অগ্নিশর্মা -অগ্নিপরীক্ষা গ. তাসের ঘর – তামার বিষ ঘ. কোনটিই নয় উত্তরঃ ক
২৮০. সমুদ্র ক. অভ্র খ. বারি গ. অর্ণব ঘ. কোনটিই নয় উত্তরঃ গ
২৮১. পুত্র ক. পতি খ. তনু গ. তনয় ঘ. কোনটিই নয় উত্তরঃ গ
২৮২. কোনটি সূর্যের সমার্থ শব্দ? ক. দিনেশ খ. অবনী গ. কলানিধি ঘ. বিভাবসু উত্তরঃ ঘ
২৮৩. ‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়- ক. অসি খ. চাকু গ. কৃপাণ ঘ. তরবারি উত্তরঃ খ
২৮৪. ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? ক. মেদিনী খ. প্রসূন গ. অবনী ঘ. ধরণী উত্তরঃ খ
২৮৫. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. অনিল খ. জলধর গ. পাথার ঘ. মাতঙ্গ উত্তরঃ গ
২৮৬. কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়? ক. জলদ খ. বারিদ গ. জীমূত ঘ. অন্তরীক্ষ উত্তরঃ ঘ
২৮৭. ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. ফুলশর খ. রঙ্গনা গ. অলি ঘ. অহি উত্তরঃ খ
২৮৮. কোনটি ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ নয়? ক. অনল খ. ফুলশ্বর গ. পাবক ঘ. হুতাশন উত্তরঃ খ
২৮৯. কোন শব্দটি ‘কুহক’-এর সমার্থক নয়? ক. মায়া খ. ভেল্কি গ. বিরাগ ঘ. ছলনা উত্তরঃ গ
২৯০. ব্রাত্য শব্দের সমার্থক- ক. পতিত খ. বতায় গ. ব্যুহ ঘ. ব্রত উত্তরঃ ক
২৯১. কোনটি সমার্থক শব্দ নয়? ক. সন্দেশ খ. সংবাদ গ. বার্তা ঘ. গুজব উত্তরঃ ঘ
৯২. ‘পাণিগ্রহণ’ কথাটি যা গ্রহণ থেকে এসেছে- ক. মালা খ. ফুল গ. বীণা ঘ. হাত উত্তরঃ ঘ
২৯৩. ‘কপাল ও কপোল’ শব্দ যুগলের অর্থ কি কি ? ক. ললাট ও গাল খ. ললাট ও ঠোঁট গ. গাল ও শিশুর ঠোঁট ঘ. কাপালিক ও কপালকুন্ডলা উত্তরঃ ক
২৯৪. ‘অসার’ শব্দের অর্থ কি ? ক. মাস বিশেষ খ. জলাধার গ. প্রবল বৃষ্টিপাত ঘ. অন্তঃসার শুন্য উত্তরঃ গ
২৯৫.চাস’ শব্দের অর্থ কি ? ক. ক্রিয়াপদ খ. চেয়ে থাকা গ. কৃষিকাজ ঘ. নীলকন্ঠি পাখি উত্তরঃ ঘ
২৯৬. ‘করী’ শব্দের অর্থ কি ? ক. কল্পিত প্রাণী খ. ক্রিয়াপদ গ. চতুর ব্যক্তি ঘ. হাতি উত্তরঃ ঘ
২৯৭. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. কলাপী খ. নীরধি গ. বিটপী ঘ. অবনী উত্তরঃ গ
২৯৮. কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়? ক. পাবক খ. মারুত গ. পবন ঘ. অনিল উত্তরঃ ক
২৯৯. ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. বারীদ খ. পাথার গ. অটবী ঘ. সলিল উত্তরঃ ক
৩০০. ‘সোম’ শব্দের অর্থ কী? ক. কান্তি খ. বিধু গ. শৈল ঘ. মিত্র উত্তরঃ খ