বাংলা সমার্থক শব্দ ভান্ডার (পার্ট-২)

বাংলা ব্যাকরণ অংশ মনোযোগ দিয়ে পড়া উচিত। এর আগে  বাংলা সমার্থক শব্দ ভান্ডার পার্ট-১আলোচনা করা হয়েছে। গত পর্বে সমার্থ থেকে ১০০ টি গুরুত্বপূর্ণ ঠিক দেওয়া হয়েছিল । বাংলা সাহিত্য ও ব্যাকরণ সকল প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ুন।

১০১. ‘উচ্ছগ্যু’ শব্দের অর্থ– ক. উৎসর্গ খ. উচ্ছৃঙ্খল গ. উৎসব ঘ. উচ্ছন্ন উত্তরঃ ক

১০২. ‘কোষ্ঠী’ কী? ক. ব্যাধি খ. কোঠা গ. জন্মপত্রিকা ঘ. বংশলতিকা উত্তরঃ গ

১০৩. মাধবী অর্থ– ক. মধুময় খ. বাসন্তী ফুল গ. মধুমালতী ঘ. মধুকর উত্তরঃ খ

০৪. ‘কোকনদ’ -এর সমার্থ শব্দ– ক. পদ্ম খ. শাপলা গ. টগর ঘ. গোলাপ উত্তরঃ ক

১০৫. ‘অপাঙ্গ’ শব্দের অর্থ– ক. দৃষ্টিকোণ খ. ভিন্নাঙ্গ গ. ঘ. প্রতি অঙ্গ উত্তরঃ ক

১০৬. ‘গৃহ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ক. ঘর খ. ভবন গ. অলয় ঘ. নিবাস উত্তরঃ গ

১০৭. ‘শশাঙ্ক’ শব্দের সঠিক অর্থ কি? ক. চাঁদ খ. সূর্য গ. সমুদ্র ঘ. খরগোস উত্তরঃ ক

১০৮. কোন শব্দটি ‘চক্ষু’ এর সমার্থক নয়? ক. লোচন খ. আঁখি গ. নিবিড় ঘ. নেত্র উত্তরঃ গ

১০৯. ‘কৌমুদী’ শব্দটির অর্থ কি? ক. বারি খ. তনয় গ. দীপ্তি ঘ. জ্যোৎস্না উত্তরঃ ঘ

১১০. ‘ভ্রমর’ এর প্রতিশব্দ কোনটি? ক. অভ্র খ. মধুপ গ. নাগ ঘ. দৈব উত্তরঃ খ

১১১. ‘কুলিশ’ এর প্রতিশব্দ কোনটি? ক. নাগ খ. স্রোতস্বিনী গ. তট ঘ. বজ্র উত্তরঃ ঘ

১১২. নিচের কোনটি চন্দ্রের প্রতিশব্দ? ক. তারাপতি খ. ইন্দু গ. শশাঙ্ক ঘ. উপরের সবকটি উত্তরঃ ঘ

১১৩. ‘কুন্তল’ শব্দটির অর্থ কি? ক. চুল খ. কর্কশ গ. ধেনু ঘ. চূড়া উত্তরঃ ক

১১৪. ‘তীর’ এর প্রতিশব্দ কি? ক. থই খ. তুহিন গ. তট ঘ. তটিনী উত্তরঃ গ

১১৫. ‘করী’ এর প্রতিশব্দ কোনটি? ক. ঐক্য খ. ঐরাবত গ. ন্যায্যতা ঘ. আড় উত্তরঃ খ

১১৬. ‘অভিরাম’-এর সমার্থক শব্দ কোনটি? ক. অভিরুচি খ. সাদৃশ্য গ. রমণীয় ঘ. অভিভূত উত্তরঃ গ

১১৭. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ক. অর্ণব খ. পারাবার গ. স্রোতস্বিনী ঘ. সাগর উত্তরঃ গ

১১৮. কোনটি ‘ভানু’ এর প্রতিশব্দ নয়? ক. প্রভাকর খ. শশী গ. সূর্য ঘ. রবি উত্তরঃ খ

১১৯. ‘উদ্যত’ এর সমার্থক শব্দ কোনটি? ক. বলিষ্ঠ খ. সংকল্পবদ্ধ গ. দুর্বিনীত ঘ. অবিনীত উত্তরঃ ক

১২০. ‘উপাধান’ এর সমার্থক শব্দ কোনটি? ক. পরিচ্ছদ খ. পোশাক গ. দূত ঘ. বালিশ উত্তরঃ ঘ

১২১. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ক. তামর খ. মেদিনীধর গ. মহীধর ঘ. শৈল উত্তরঃ ক

১২২. ‘কোকিল’ এর প্রতিশব্দ কি? ক. বিভা খ. কলকণ্ঠ গ. কুণ্ডল ঘ. করী উত্তরঃ খ

১২৩. ‘আকাশ’ শব্দটির প্রতিশব্দ কোনগুলো? ক. ধরিত্রী, মহী, মেদেনী খ. ব্যোম, অন্তরীক্ষ, শূন্য গ. অণর, পাবক, বহ্নি ঘ. অলক, কন্ডল, চিকুর উত্তরঃ খ

১২৪. ‘সায়ন্তন’ শব্দটির প্রকৃত অর্থ কি? ক. রাত্রি খ. দুপুর গ. সন্ধ্যা ঘ. সকাল উত্তরঃ গ

১২৫. অংশু– ক. প্রভা খ. লোহিত গ. লজ্জা ঘ. চন্দ্র উত্তরঃ ক

১২৬. অধমর্ণ– ক. ঋণী খ. বিনয়ী গ. আধমরা ঘ. মরা উত্তরঃ ক

১২৭. পুণ্ড্র– ক. জরা খ. বৃদ্ধ গ. ইক্ষু ঘ. প্রাচীন উত্তরঃ গ

১২৮. অনীক শব্দটির সমার্থক শব্দ কোনটি? ক. রূপকল্প খ. নিরাবয়ব গ. সৈন্যদল ঘ. কাল্পনিক উত্তরঃ গ

১২৯. ‘মৃগাঙ্ক’ শব্দটির অর্থ হল—- ক. হরিণ শিকার খ. চিত্রা হরিণ গ. চন্দ্র ঘ. হরিণ শিশু উত্তরঃ গ

১৩০. নীর ও নীড় -শব্দ যুগলের অর্থ কোনটি? ক. পানি ও আবাস খ. পানি ও পাখির বাসা গ. আবাস ও পানি ঘ. পাখির বাসা ও আবাস উত্তরঃ খ

১৩১. ‘দারুণ’ শব্দটির আদি শব্দ– ক. বাক্যহীন খ. অত্যন্ত গ. দমন ঘ. দারু নির্মিত উত্তরঃ খ

১৩২. ‘প্রবীণ’ শব্দের ব্যবঝারিক অর্থ কী? ক. প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি খ. বৃদ্ধ ব্যক্তি গ. অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি ঘ. অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি উত্তরঃ গ

১৩৩. ‘খড়গ’ -এর সমার্থক শব্দ নয় কোনটি? ক. তরবারি খ. কৃপাণ গ. ভল্ল ঘ. অসি উত্তরঃ গ

১৩৪. অছি– ক. মনোনয়ন খ. অভিভাবক গ. নিরাপত্তা ঘ. মশা উত্তরঃ খ

১৩৫. কিরীট– ক. মুকুট খ. পতঙ্গ গ. বৃক্ষ ঘ. সাপ উত্তরঃ ক

১৩৬. সকল অর্থ সমস্ত, শকল অর্থ কোনটি? ক. অনেক খ. ভাত গ. কথা ঘ. মাছের আঁশ উত্তরঃ ঘ

১৩৭. ‘ঋজু’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. ঋষি খ. নক্ষত্র গ. ঋক্ষ ঘ. সোজা উত্তরঃ ঘ

১৩৮. ‘কুহক’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. ভ্রম খ. মায়া গ. কুহেলী ঘ. ক, খ, গ সবগুলোই উত্তরঃ খ

১৩৯. ‘মঙ্গা’ শব্দের অর্থ কি? ক. অভাব খ. মঙ্গল গ. মারামারি ঘ. দুর্মূল্য উত্তরঃ ঘ

১৪০. ‘শুক্তি’ শব্দটির অর্থ– ক. সুতোর কাজ খ. স্বচ্ছ গ. ঝিনুক ঘ. মাছ উত্তরঃ গ

১৪১. কোনটি প্রতিশব্দ নয় ‘নরেন্দ্র’ ক. নৃপ খ. কিরণমালী গ. ভূপাল ঘ. রাজা উত্তরঃ খ

১৪২. কোনটি প্রতিশব্দ নয় ‘নিকেতন’ ক. বাটী খ. নিবিড় গ. আগার ঘ. গৃহ উত্তরঃ খ

১৪৩. কোনটি প্রতিশব্দ নয় ‘কামিনী’ ক. আত্মজ খ. নারী গ. সীমন্তিনী ঘ. ভামিনী উত্তরঃ ক

১৪৪. কোনটি প্রতিশব্দ নয় ‘লক্ষ্য’ ক. জটিল পথ খ. অভীষ্ট গ. মনজিল ঘ. গন্তব্য উত্তরঃ ক

১৪৫. কোনটি প্রতিশব্দ নয় ‘হস্তী’ ক. দ্বীপ খ. বিহঙ্গ গ. মাতঙ্গ ঘ. কুঞ্জর উত্তরঃ খ

১৪৬. ‘নদী’ শব্দের সমার্থক শব্দ নয়– ক. শৈবালিনী খ. প্রবাহিনী গ. ভামিনী ঘ. তটিনী উত্তরঃ গ

১৪৭. কোনটি প্রতিশব্দ নয় ‘নারী’ ক. আত্মজ খ. ভামিনী গ. কামিনী ঘ. সামন্তিনী উত্তরঃ ক

১৪৮. কোনটি প্রতিশব্দ নয় ‘হত’ ক. নষ্ট খ. পয়োধি গ. মৃত ঘ. নাপিত উত্তরঃ খ

১৪৯. ‘অশ্ব’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? ক. বিভা খ. তুরঙ্গ গ. ঘোটক ঘ. ঘোড়া উত্তরঃ ক

১৫০. ‘উচ্ছ্বাস’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? ক. বিকাশ খ. স্ফীতি গ. উদ্ভাসিত ঘ. স্ফুরণ উত্তরঃ গ

১৫১. ‘বাতাস’ শব্দের সমার্থক শব্দ নয়— ক. বায়ু খ. পবন গ. প্রসূন ঘ. অনিল উত্তরঃ গ

১৫২. ‘গৃহ’ এর সমার্থক শব্দ নয়—– ক. ভবন খ. ঘরোয়া গ. ঘর ঘ. নিবাস উত্তরঃ খ

১৫৩. ‘রাত্রি’-এর সমার্থক শব্দ নয়— ক. বারিদ খ. যামিনী গ. রজনী ঘ. শর্বরী উত্তরঃ ক

১৫৪. ‘মনোরম’- এর সমার্থক শব্দ কোনটি? ক. রমণীয় খ. অকল্পনীয় গ. উদ্ধত ঘ. কঠিন উত্তরঃ ক

১৫৫. কোনটি সাগর শব্দের প্রতিশব্দ নয়? ক. পয়োধি খ. সবিতা গ. পাথার ঘ. অর্ণব উত্তরঃ খ

১৫৬. ‘পেলব’ শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি? ক. নন্দন খ. মৃদু গ. কুসুম ঘ. সফল উত্তরঃ গ

১৫৭. ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ— ক. বধু খ. সীধু গ. বিধু ঘ. নিধু উত্তরঃ গ

১৫৮. নিচের কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক নয়? ক. অর্ণব খ. জলধি গ. প্রবাহিণী ঘ. রত্নাকর উত্তরঃ গ

১৫৯. নিচের কোনটি ‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়? ক. উর্বী খ. মহীধর গ. বসুধা ঘ. মহী উত্তরঃ ক

১৬০. ‘বায়ু’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. বারি খ. বলাহক গ. অলি ঘ. বাত উত্তরঃ ঘ

১৬১. ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. নিশাপতি খ. চাঁদিনী গ. কৌমুদী ঘ. চন্দ্রিকা উত্তরঃ ক

১৬২. ‘রাজা’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. সফেদ খ. মহেন্দ্র গ. জমিদার ঘ. নরেন্দ্র উত্তরঃ ঘ

১৬৩. কোনটি প্রতিশব্দ নয়? ক. নলিনী খ. উৎপল গ. শতদল ঘ. কৌমুদী উত্তরঃ ক

১৬৪. কোনটি প্রতিশব্দ নয়? ক. দিনেশ খ. অরুন গ. বিজলি ঘ. মিহির উত্তরঃ গ

১৬৫. কোনটি প্রতিশব্দ নয়? ক. অনিল খ. সুর গ. অর্ক ঘ. তপন উত্তরঃ ক

১৬৬. কোনটি প্রতিশব্দ নয়? ক. তোয় খ. নিকেতন গ. আগার ঘ. ধাম উত্তরঃ ক

১৬৭. কোনটি প্রতিশব্দ নয়? ক. কান্তা খ. সুত গ. রামা ঘ. বামা উত্তরঃ খ

১৬৮. ‘বসুমতী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? ক. ধরিত্রী খ. গিরি গ. নগ ঘ. ফুল উত্তরঃ ক

১৬৯. ‘পরার্থ’ শব্দের অর্থ– ক. পরোপকার খ. দৈব গ. ভিন্ন অর্থ ঘ. পরাধীন উত্তরঃ ক

১৭০. ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয় কোনটি? ক. ধরা খ. ধরিত্রী গ. অবনী ঘ. ভূধর উত্তরঃ ঘ

১৭১. ‘কপোল’ এর প্রতিশব্দ কী? ক. ভাল খ. গাল গ. চন্দ্র ঘ. কপাল উত্তরঃ খ

১৭২. ‘কপালের লিখন’ বলতে কি বুঝেন? ক. আপনভাগ্য খ. বিধাতার ইচ্ছা গ. অলঙ্গনীয় ঘ. কপালের কালি দিয়ে লেখা উত্তরঃ খ

১৭৩. কপর্দকহীন ক. মলিন খ. সহায়হীন গ. নিঃস্ব ঘ. বোকা উত্তরঃ গ

১৭৪. ‘মেদিনী’ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি? ক. উপল খ. সমুদ্র গ. পৃথিবী ঘ. আকাশ উত্তরঃ গ

১৭৫. ‘কুজ্বটিকা’ শব্দের অর্থ হলোঃ ক. শৈল খ. প্রভাকর গ. অনুকার ঘ. কুয়াশা উত্তরঃ ঘ

১৭৬. রাত্রি ক. ঊষা খ. নিশান্ত গ. যামিনী ঘ. কোনটিই নয় উত্তরঃ গ

১৭৭. বৃক্ষ ক. তরু খ. বায়স গ. গুল্ম ঘ. কোনটিই নয় উত্তরঃ ক

১৭৮. ‘মৃগয়া’ শব্দের অর্থ– ক. বন্য পশুপাখি শিকার খ. হরিণ শিকার গ. হরিণ শাবক ঘ. হরিণ উত্তরঃ খ

১৭৯. কোনটি ‘জল’ শব্দের সমার্থক শব্দ নয়? ক. তরল খ. অম্বু গ. তোস ঘ. অপ উত্তরঃ ক

১৮০. ‘মৃগেন্দ্র’- এর প্রতিশব্দ– ক. মৃগয়া খ. সিংহ গ. মৃগী ঘ. মৃগ উত্তরঃ খ

১৮১. কোনটি সমার্থক শব্দ নয়? ক. নিকেতন খ. আবাস গ. বিপণী ঘ. আলয় উত্তরঃ গ

১৮২. কোনটি সূর্যের প্রতিশব্দ নয়? ক. সুধাকর খ. তপন গ. দিবাকর ঘ. আদিত্য উত্তরঃ ক

১৮৩. সাধারণভাবে ‘রচনা’ শব্দটির অর্থ কি? ক. প্রবন্ধ খ. নির্মাণ গ. সমালোচনা ঘ. আলোচনা উত্তরঃ খ

১৮৪. কোনটি ‘নদী’ শব্দের সমার্থক শব্দ? ক. শৈবালিনী খ. জলধর গ. পয়োধি ঘ. জলধি উত্তরঃ ক

১৮৫. কোনটি ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ? ক. ভূধর খ. অনিল গ. অম্বু ঘ. বারিদ উত্তরঃ ঘ

১৮৬. ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. ঋজু খ. অসংহত গ. সোজা ঘ. ঢেউ উত্তরঃ ঘ

১৮৭. ‘আনন্দ’ এর সমার্থক শব্দ নয়– ক. স্ফুরণ খ. শ্রান্তি গ. উল্লাস ঘ. উচ্ছ্বাস উত্তরঃ খ

১৮৮. ‘উপভোগ’ এর সমার্থক শব্দ নয়— ক. উৎকৃষ্ট খ. মুখভোগ গ. ভোগ ঘ. সম্ভোগ উত্তরঃ ক

১৮৯. ‘পৃথিবী শব্দের সমার্থক নয়– ক. পৃথ্বী খ. মেদিনী গ. প্রাণদ ঘ. ধরিত্রী উত্তরঃ গ

১৯০. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. রদনী খ. নদীকান্ত গ. কলত্র ঘ. আপ্লব উত্তরঃ খ

১৯১. ‘অম্বু’ শব্দের অর্থ কী? ক. আগুন খ. নদী গ. সূর্য ঘ. জল উত্তরঃ ঘ

১৯২. পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? ক. অচল খ. ভূধর গ. অদ্রি ঘ. উপল উত্তরঃ ঘ

১৯৩. ‘আফতাব’ শব্দের সমার্থক কোনটি? ক. জলধি খ. অর্ক গ. রাতুল ঘ. অর্ণব উত্তরঃ খ

১৯৪. ‘অধেক’ কথাটির শিষ্টরূপ কি? ক. অর্ধ খ. অধুনা গ. আধখানা ঘ. অর্ধেক উত্তরঃ ঘ

১৯৫. নিচের কোন শব্দটি ‘কপাল’- এর সমার্থক? ক. কাপালিক খ. মস্তক গ. ললাট ঘ. কপোল উত্তরঃ গ

১৯৬. পদ্মের সমার্থক শব্দ কোনটি? ক. অঞ্জন খ. অরবিন্দ গ. জলধর ঘ. জলধারা উত্তরঃ খ

১৯৭. ‘আষাঢ়ে মেঘ থেকে আসার নামে’- এ বাক্যে ‘আসার’ শব্দের অর্থ কি? ক. ঝলঝড় খ. জলধর গ. জলকণা ঘ. জলধারা উত্তরঃ গ

১৯৮. ‘হিল্লোল’- এর প্রতিশব্দ কোনটি? ক. কম্পন খ. তরঙ্গ গ. হাসি ঠাট্টা ঘ. সাহস উত্তরঃ খ

১৯৯. ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. পরভূত খ. অংশু গ. অক্ষমা ঘ. তনয়া উত্তরঃ খ

২০০. পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. উদক খ. বৈভব গ. মহীধর ঘ. সরোজ উত্তরঃ গ

আরও পড়ুন বাংলা সমার্থক শব্দ ভান্ডার (পার্ট-৩)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.