৪২ তম (বিশেষ) বিসিএসের প্রিলি প্রশ্ন Medical Special BCS Question Solution

৪২তম বিসিএস প্রিলির ইংরেজি অংশের সমাধান:

1. What is the correct indirect form of: He, “You had better see a doctor”
A. He advised him to see a doctor.
B. He advised that he should see a doctor.
C. He suggested that he seen a doctor.
D. He proposed to see a doctor.
Ans:A
2. Identity the word that remains the same in plural form.
A. deer
B. horse
C. elephant
D. tiger
Ans:A
3. Which word is correct?
A. Furnitures
B. Informations
C. Scenaries
D. proceeds
Ans:D
4. To doctor an animal means-
A. To treat it
B. To sterilize it
C. to poison it
D. To cure it
Ans:B
5. The word “flying” in the sentence “Look at the flying bird” is-
A. gerund
B. participle
C. verbal noun
D. gerundial infinitive
Ans:B
6. Identify the determiner in the sentence “Bring me that book”
A. Bring
B. me
C. that
D. book
Ans:C
7. “A Passage to India” is written by-
A. E M Forster
B. Nirad C Chauhuri
C. Rudyard Kipling
D. Walt Whitman
Ans:A

৪২তম বিসিএস এর বাংলা ভাষা ও সাহিত্য অংশের সমাধান

১। উদ্বাসন শব্দের অর্থ কী ?
= বাসভূমি থেকে বিতাড়িত
২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয়
= ২০১২
৩। কিত্তনখোলা নাটকটির বিষয়
= লোকায়ত জীবন – সংস্কৃতি
৪। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
= সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
৫। বাক্যের দুটি অংশ
= উদ্দেশ্য, বিধেয়
৪। যিনি ন্যায়শাস্ত্র জানেন
= নৈয়ায়িক
৫। মহাকবি আলাওল রচিত কাব্য
= পদ্মাবতী
৬। বাংলা আদি অধিবাসী গণ কোন ভাষা ভাষী ছিলেন ?
= অস্ট্রিক
৭। সঠিক বানান নয় কোটি?
= প্রানী
৮। কোনটি শুদ্ধ নয় ?
= যন্ত্রনা
৯। কোন সাহিত্য কর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
= চর্যাপদ
১০ । ঐহিক এর বিপরীত শব্দ কোনটি?
= পারত্রিক
১১। ‘সবুজপত্র’ পত্রিকাটির সম্পাদক কে ?
=প্রমথ চৌধুরী
১২। মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
=জীবন ও রাজনৈতিক বাস্তবতা
১৩। আমার জ্বর জ্বর লাগছে- এখানে জ্বর জ্বর কোন প্রকারের শব্দ ?
= দ্বিরুক্ত
১৪। শুদ্ধ বাক্য নয় কোনটি?
= অকারণে ঋণ করিও না।
১৫। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়
=কৃষ্ + তি
১৬। উলুবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে
= প্রবাদ-প্রবচন
১৭। মানুষের দেহের যে সব অঙ্গ-প্রতঙ্গ ধ্বনি তৈরিতে সহায়ত করে তাকে বলে
= বাক প্রত্যঙ্গ
১৮। বাবা কোন ভাষার শব্দ?
= তুর্কি
১৯। অধিত্যকা এর বিপরীত শব্দ কোনটি?
=উপত্যকা
২০। Notification এর বাংলা পরিভাষা কোনটি?
= প্রজ্ঞাপন

সাধারণ জ্ঞান

১) মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২০। (পৃষ্ঠা নং ৫৮)
২) বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
উঃ ১৩৭। (পৃষ্ঠা নং ১৪৩)
৩) দেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার বেশি?
উঃ শিল্প খাত। (পৃষ্ঠা নং ১১৬)
৪) Global Vaccine Summit কবে অনুষ্ঠিত হয়?
উঃ ৪ জুন, ২০২০। (পৃষ্ঠা নং ২৩)
৫) WIPO এর সদর দপ্তর কোথায়?
উঃ জেনেভা। (পৃষ্ঠা নং ৭৩)
৬) ডিসেম্বর, ২০২০ বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক হয়েছিল?
উঃ ৪টি। (পৃষ্ঠা নং ১৬৮)
৭) কার্টাগেনা প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ ২০০০ সালে। (পৃষ্ঠা নং ৬৮)
৮) খসড়া সংবিধান সর্বপ্রথম ১৯৭২ সালের কত তারিখে উত্থাপিত হয়?
উঃ ১২ অক্টোবর। (পৃষ্ঠা নং ১৪১)
৯) সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
উঃ সংযুক্ত আরব আমিরাত। (পৃষ্ঠা নং ৪১)
১০) The Kyoto Protocol জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় কবে?
উঃ ১৯৯৭ সালে। (পৃষ্ঠা নং ৬৫)
১১) সম্প্রতি কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান-আর্মেনিয়া এর মধ্যে সংঘর্ষ হয়?
উঃ নাগার্নো কারাবাখ। (পৃষ্ঠা নং ৪১)

43th BCS Question Solution
43th BCS Question Solution